ETV Bharat / entertainment

Suniel Shetty on Kartik Aaryan: 'রাজুকে বদলানো অসম্ভব', 'হেরা ফেরি'তে অক্ষয়কে বাদ দেওয়া নিয়ে মত সুনীলের - হেরা ফেরিতে অক্ষয়কে বাদ দেওয়া নিয়ে বললেন সুনীল

গত সপ্তাহে পরেশ রাওয়াল জানিয়েছিলেন, 'হেরা ফেরি 3'-এর শুটিং খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে আর সেখানে রাজু চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে(Hera Pheri 3 ) ৷ এই নিয়েই বৃহস্পতিবার মুখ খুলেছেন ছবির শ্যাম অর্থাৎ সুনীল শেট্টি ৷ তাঁর মতে রাজুকে পরিবর্তন করা যাবেনা ৷ কার্তিক আসছেন তবে অন্য চরিত্রে(Kartik Aaryan in Hera Pheri 3 ) ৷

Etv Bharat
'রাজুকে বদলানো অসম্ভব', 'হেরা ফেরি' সিরিজে অক্ষয়কে বাদ দেওয়া নিয়ে বললেন সুনীল
author img

By

Published : Nov 18, 2022, 11:02 AM IST

মুম্বই, 18 নভেম্বর: খবর অনুযায়ী অক্ষয় কুমার-পরেশ রাওয়াল-সুনীল শেট্টি অভিনীত সুপার হিট 'হেরা ফেরি' সিরিজে যোগ দিতে চলেছেন কার্তিক আরিয়ান ৷ এর আগে গত সপ্তাহে পরেশ রাওয়াল জানিয়েছিলেন, 'হেরা ফেরি 3'-এর শুটিং খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে আর সেখানে রাজু চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে ৷ এই নিয়েই বৃহস্পতিবার মুখ খুলেছেন ছবির শ্যাম অর্থাৎ সুনীল শেট্টি(Kartik Aaryan joining Hera Pheri franchise ) ৷

ছবি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন,"কার্তিক আরিয়ান খুবই ভালো অভিনেতা কিন্তু তিনি রাজুর চরিত্রে অভিনয় করছেন না । কার্তিক একটি সম্পূর্ণ নতুন চরিত্রে রয়েছেন এবং তিনি যে চরিত্রে অভিনয় করবেন তাতে তিনি আশ্চর্যজনক স্ফূর্তি নিয়ে আসবেন। কেউ রাজুর জায়গা নিতে পারবেন না । এখন রাজু এবং ফিরোজ (প্রযোজক) ভাইকেই জন্য হেরা ফেরি-র এই সমস্য়ার সমাধান করতে হবে(Suniel Shetty on Kartik Aaryan replacing Akshay) ৷" তাঁর এই কথা থেকেই স্পষ্ট যে অক্ষয় এই ছবির জন্য় কতটা গুরুত্বপূর্ণ ৷ একথা ঠিক যে অক্ষয়ের শেষ কয়েকটি ছবি সেভাবে সাফল্য পায়নি ৷ কিন্তু বাবু ভাইয়া-শ্য়াম আর রাজুর জুটি এখনও অমলিন দর্শক মনে ৷

'হেরা ফেরি' মুক্তি পেয়েছিল 2000 সালে ৷ প্রিয় দর্শন পরিচালিত এর দ্বিতীয় ভাগটি সামনে আসে 2006 সালে ৷ এই ছবিটিও একইভাবে দর্শকের মন কেড়েছিল ৷ সুনীল আরও বলেন, "আমি জানতাম না যে ছবিটি এভাবে একটি কাল্ট (ক্লাসিক) হয়ে উঠবে, প্রশংসা কুড়োবে ৷" তাঁর মতে সাদামাটা সহজ হাস্যরসের এটাই জাদু ৷ তা আট থেকে আশি সকলকেই সমানভাবে আকর্ষিত করে ৷

আরও পড়ুন: ভারতীয় সঙ্গীতকে নতুন দিশা দিতে হাজির 'ইটারনাল সাউন্ডস', আগমনী অনুষ্ঠানে চাঁদেরহাট

এই নিয়ে বলতে গিয়ে তিনি যোগ করেন, "ক্লিন কমেডি সবসময় জাদুর মত কাজ করে এবং বাচ্চা থেকে বয়স্ক সমস্ত মানুষই এটি উপভোগ করেন ।" সুনীল এখন তাঁর প্রথম ওয়েব সিরিজ 'ধারাভি ব্যাঙ্ক'-এর মুক্তির জন্য অপেক্ষা করছেন ৷ আগামী 19 নভেম্বর MX Player-এ আসতে চলেছে ৷ সিরিজটি পরিচালনা করেছেন সামিত কাক্কাদ ৷

মুম্বই, 18 নভেম্বর: খবর অনুযায়ী অক্ষয় কুমার-পরেশ রাওয়াল-সুনীল শেট্টি অভিনীত সুপার হিট 'হেরা ফেরি' সিরিজে যোগ দিতে চলেছেন কার্তিক আরিয়ান ৷ এর আগে গত সপ্তাহে পরেশ রাওয়াল জানিয়েছিলেন, 'হেরা ফেরি 3'-এর শুটিং খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে আর সেখানে রাজু চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে ৷ এই নিয়েই বৃহস্পতিবার মুখ খুলেছেন ছবির শ্যাম অর্থাৎ সুনীল শেট্টি(Kartik Aaryan joining Hera Pheri franchise ) ৷

ছবি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন,"কার্তিক আরিয়ান খুবই ভালো অভিনেতা কিন্তু তিনি রাজুর চরিত্রে অভিনয় করছেন না । কার্তিক একটি সম্পূর্ণ নতুন চরিত্রে রয়েছেন এবং তিনি যে চরিত্রে অভিনয় করবেন তাতে তিনি আশ্চর্যজনক স্ফূর্তি নিয়ে আসবেন। কেউ রাজুর জায়গা নিতে পারবেন না । এখন রাজু এবং ফিরোজ (প্রযোজক) ভাইকেই জন্য হেরা ফেরি-র এই সমস্য়ার সমাধান করতে হবে(Suniel Shetty on Kartik Aaryan replacing Akshay) ৷" তাঁর এই কথা থেকেই স্পষ্ট যে অক্ষয় এই ছবির জন্য় কতটা গুরুত্বপূর্ণ ৷ একথা ঠিক যে অক্ষয়ের শেষ কয়েকটি ছবি সেভাবে সাফল্য পায়নি ৷ কিন্তু বাবু ভাইয়া-শ্য়াম আর রাজুর জুটি এখনও অমলিন দর্শক মনে ৷

'হেরা ফেরি' মুক্তি পেয়েছিল 2000 সালে ৷ প্রিয় দর্শন পরিচালিত এর দ্বিতীয় ভাগটি সামনে আসে 2006 সালে ৷ এই ছবিটিও একইভাবে দর্শকের মন কেড়েছিল ৷ সুনীল আরও বলেন, "আমি জানতাম না যে ছবিটি এভাবে একটি কাল্ট (ক্লাসিক) হয়ে উঠবে, প্রশংসা কুড়োবে ৷" তাঁর মতে সাদামাটা সহজ হাস্যরসের এটাই জাদু ৷ তা আট থেকে আশি সকলকেই সমানভাবে আকর্ষিত করে ৷

আরও পড়ুন: ভারতীয় সঙ্গীতকে নতুন দিশা দিতে হাজির 'ইটারনাল সাউন্ডস', আগমনী অনুষ্ঠানে চাঁদেরহাট

এই নিয়ে বলতে গিয়ে তিনি যোগ করেন, "ক্লিন কমেডি সবসময় জাদুর মত কাজ করে এবং বাচ্চা থেকে বয়স্ক সমস্ত মানুষই এটি উপভোগ করেন ।" সুনীল এখন তাঁর প্রথম ওয়েব সিরিজ 'ধারাভি ব্যাঙ্ক'-এর মুক্তির জন্য অপেক্ষা করছেন ৷ আগামী 19 নভেম্বর MX Player-এ আসতে চলেছে ৷ সিরিজটি পরিচালনা করেছেন সামিত কাক্কাদ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.