ETV Bharat / entertainment

'ছানার অপেক্ষায় রইলাম'; রাজ-শুভশ্রীর নতুন ছবি ঘিরে জল্পনা নেটপাড়ায়, তবে কী আসছে খুশির খবর ? - Subhashree

Subhashree Ganguly: আজ-কালের মধ্যে খুশির খবর শোনাতে পারেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়-রাজ চক্রবর্তী ৷ দ্বিতীয়বার সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি ৷ ডেলিভারির জন্য গেলেন হাসপাতালে? নতুন ছবি ঘিরে জল্পনা নেটপাড়ায় ৷

Etv Bharat
রাজ-শুভশ্রী
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 1:13 PM IST

Updated : Nov 30, 2023, 2:54 PM IST

হায়দরাবাদ, 30 নভেম্বর: খুব শীঘ্রই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ ডেলিভারির জন্য পৌঁছলেন হাসপাতালে ৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় শেয়ার করা অভিনেত্রীর একটি ছবি ঘিরেই শুরু হয়েছে এমন জল্পনা ৷

বৃহস্পতিবার স্বামীর সঙ্গে রাজ ঘরনী একটি ছবি শেয়ার করেছেন ৷ ক্যাপশনে ভালোবাসার ইমোজি ছাড়া বিশেষ কিছুই বলেননি ৷ তবে রাজ-শুভশ্রীর মুখের হাসি যেন বলছে অন্য কথা ৷ এদিন শুভশ্রীকে দেখা গিয়েছে, চুল দুটি বিনুনী করে একটি ঢিলেঢালা ছোট পোশাক পরেছেন ৷ অন্যদিকে, রাজের পরনে ডেনিম জিন্স ও সাদা রঙের টি-শার্ট ৷ কাঁধে একটা ব্যাগ ৷ রাজ ও গর্ভবতী শুভশ্রী দুজনেই বেবিবাম্পের দিকে আঙুল তুলে রয়েছেন ৷

শুভশ্রীর কাছের বন্ধুরা যেমন দেবলীনা কুমার, দেবচন্দ্রিমা ভালোবাসা জানিয়েছেন ৷ তবে শ্রাবন্তী ও কাছের বন্ধু ফলক রশিদ খানের মন্তব্য দেখে সকলেরই অনুমান, আজ-কালের মধ্যেই সু-খবর দিতে চলেছেন হবু বাবা-মা ৷ শ্রাবন্তী মন্তব্য করেছেন, "ওয়েটিং-ওয়েটিং" অর্থাৎ শুভ সময় আসন্ন বলে ৷ উচ্ছ্বসিত ফলক বলেছেন, "খুব তাড়াতাড়ি আসো ৷ দ্বিতীয় সন্তান সুস্থভাবে পৃথিবীর আলো দেখুক, মা-ও সুস্থ থাকুক এই প্রার্থনা করি ভগবানের কাছে ৷"

এই ছবি প্রকাশ্যে আসতেই ইউভানের মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও ৷ কেউ লিখেছেন, "ছানার অপেক্ষায় রইলাম ৷" আবার কেউ লিখেছেন, "দুগ্গা-দুগ্গা ৷" কেউ লিখেছেন, " যাও আর ছোট্ট একটা পুতুল নিয়ে ফিরে আসো ৷" উল্লেখ্য, কিছুদিন আগেই সাধের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন 'ইন্দুবালা ভাতের হোটেল' অভিনেত্রী ৷ অভিনেত্রীর এই সাধের আয়োজন করেছিলেন তাঁর ননদ, রাজ চক্রবর্তীর দিদি বনানী পাণ্ডে ৷ জুন মাসেই সোশাল মিডিয়ায় রাজ-শুভশ্রী জানিয়েছিলেন ইউভান দাদা হতে চলেছে ৷ প্রতীক্ষার সেই ক্ষণ এবার এসে গিয়েছে ৷ খুব শীঘ্রই দ্বিতীয় সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চলেছেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷

আরও পড়ুন:

1. রূপকথার মতো বিয়ে...সাত পাকে বাঁধা পড়লেন রণদীপ-লিনা

2. চলচ্চিত্র উৎসবের 'থিম সং' লিখলেন মমতা-শ্রীজাত, গাইলেন অরিজিৎ

3. চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে অনুপস্থিত অমিতাভ-শাহরুখ; স্পটলাইট কাড়বেন সলমন খান-অনিল কাপুর

হায়দরাবাদ, 30 নভেম্বর: খুব শীঘ্রই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ ডেলিভারির জন্য পৌঁছলেন হাসপাতালে ৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় শেয়ার করা অভিনেত্রীর একটি ছবি ঘিরেই শুরু হয়েছে এমন জল্পনা ৷

বৃহস্পতিবার স্বামীর সঙ্গে রাজ ঘরনী একটি ছবি শেয়ার করেছেন ৷ ক্যাপশনে ভালোবাসার ইমোজি ছাড়া বিশেষ কিছুই বলেননি ৷ তবে রাজ-শুভশ্রীর মুখের হাসি যেন বলছে অন্য কথা ৷ এদিন শুভশ্রীকে দেখা গিয়েছে, চুল দুটি বিনুনী করে একটি ঢিলেঢালা ছোট পোশাক পরেছেন ৷ অন্যদিকে, রাজের পরনে ডেনিম জিন্স ও সাদা রঙের টি-শার্ট ৷ কাঁধে একটা ব্যাগ ৷ রাজ ও গর্ভবতী শুভশ্রী দুজনেই বেবিবাম্পের দিকে আঙুল তুলে রয়েছেন ৷

শুভশ্রীর কাছের বন্ধুরা যেমন দেবলীনা কুমার, দেবচন্দ্রিমা ভালোবাসা জানিয়েছেন ৷ তবে শ্রাবন্তী ও কাছের বন্ধু ফলক রশিদ খানের মন্তব্য দেখে সকলেরই অনুমান, আজ-কালের মধ্যেই সু-খবর দিতে চলেছেন হবু বাবা-মা ৷ শ্রাবন্তী মন্তব্য করেছেন, "ওয়েটিং-ওয়েটিং" অর্থাৎ শুভ সময় আসন্ন বলে ৷ উচ্ছ্বসিত ফলক বলেছেন, "খুব তাড়াতাড়ি আসো ৷ দ্বিতীয় সন্তান সুস্থভাবে পৃথিবীর আলো দেখুক, মা-ও সুস্থ থাকুক এই প্রার্থনা করি ভগবানের কাছে ৷"

এই ছবি প্রকাশ্যে আসতেই ইউভানের মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও ৷ কেউ লিখেছেন, "ছানার অপেক্ষায় রইলাম ৷" আবার কেউ লিখেছেন, "দুগ্গা-দুগ্গা ৷" কেউ লিখেছেন, " যাও আর ছোট্ট একটা পুতুল নিয়ে ফিরে আসো ৷" উল্লেখ্য, কিছুদিন আগেই সাধের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন 'ইন্দুবালা ভাতের হোটেল' অভিনেত্রী ৷ অভিনেত্রীর এই সাধের আয়োজন করেছিলেন তাঁর ননদ, রাজ চক্রবর্তীর দিদি বনানী পাণ্ডে ৷ জুন মাসেই সোশাল মিডিয়ায় রাজ-শুভশ্রী জানিয়েছিলেন ইউভান দাদা হতে চলেছে ৷ প্রতীক্ষার সেই ক্ষণ এবার এসে গিয়েছে ৷ খুব শীঘ্রই দ্বিতীয় সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চলেছেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷

আরও পড়ুন:

1. রূপকথার মতো বিয়ে...সাত পাকে বাঁধা পড়লেন রণদীপ-লিনা

2. চলচ্চিত্র উৎসবের 'থিম সং' লিখলেন মমতা-শ্রীজাত, গাইলেন অরিজিৎ

3. চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে অনুপস্থিত অমিতাভ-শাহরুখ; স্পটলাইট কাড়বেন সলমন খান-অনিল কাপুর

Last Updated : Nov 30, 2023, 2:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.