ETV Bharat / entertainment

Subhashree Pregnancy Announcement: অনুরাগীদের সারপ্রাইজ দিয়ে দ্বিতীয়বার মা হতে চলার ঘোষণা শুভশ্রীর - রাজ শুভশ্রী

দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ মঙ্গলবার সোশাল মিডিয়ায় জানালেন খুশির খবর ৷

Etv Bharat
দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী
author img

By

Published : Jun 27, 2023, 10:34 PM IST

কলকাতা, 27 জুন: রাজ-শুভশ্রীর জীবনে ফের নয়া সদস্য আসছে ৷ হ্যাঁ, ঠিকই ধরেছেন, দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ মঙ্গলবার খুশির খবর সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী ৷ আর ঘোষণার পর মৌনি রয়, শ্রাবন্তী থেকে শুরু করে দেবলীনা কুমার, নুসরত, রফিয়াথ রশিদ মিথিলা, দর্শনা বণিক; পর্দার ইন্দুবালাকে শুভেচ্ছা জানালেন সকলেই ৷

2020 সালের সেপ্টেম্বরে রাজ-শুভশ্রীর জীবনে কোল আলো করে এসেছিল ইউভান ৷ এতদিন সেই ছিল বাড়ির খুদে ৷ এবার সে এখন দাদা হতে চলেছে ৷ সেই খবরও রাজ-শুভশ্রী জানালেন অন্যরকম স্টাইলে ৷ মঙ্গলবার সন্ধ্যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন ৷ সেখানে দেখা গিয়েছে রাজ ও শুভশ্রী-র হাত ধরে লাফাচ্ছে ছোট্ট ইউভান ৷ পরনে সাদা গেঞ্জি, নীল হাফ প্যান্ট ৷ তবে চমক রয়েছে গেঞ্জির প্রিন্টে ৷ উচ্ছ্বসিত ইউভানের গেঞ্জিতে লেখা 'বিগ ব্রাদার' ৷

ছবির পোস্টে লেখা "ইউভান এবার বড় দাদা হয়ে গেল" ৷ খবর সামনে আসতেই কমেন্ট বক্স ভরে যায় শুভেচ্ছা বার্তায় ৷ অভিনেত্রী মৌনি রয় শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "অপেক্ষা করতে পারছি না ৷ নতুন খুদে অতিথি ও ইউভানের সঙ্গে খেলা করতে চাই ৷" শ্রাবন্তী লিখেছেন, "অভিনন্দন ৷ খুব খুশি হয়েছি ৷" নুসরত লিখেছেন, "পুরো পরিবারকে অনেক শুভেচ্ছা ৷"

Subhashree Pregnancy Announcement
দ্বিতীয়বার মা হতে চলার ঘোষণা শুভশ্রীর

প্রসঙ্গত, 2018 সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রাবন্তী ৷ সোশাল মিডিয়ায় নিজেদের বিশেষ মুহূর্তের অনেক ছবিই শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে ৷ প্রথমবার মা হওয়ার খবরও শুভশ্রী দিয়েছিলেন সোশাল মিডিয়ায় ৷

আরও পড়ুন: এলোকেশি সত্যবতীর চোখে চোখ সত্যান্বেষীর, দুর্গ রহস্যে ব্যোমকেশ-জায়ার প্রথম লুক সামনে আনলেন দেব

নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে শুভশ্রী সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন, তাঁদের জীবনে নতুন সদস্য আসতে চলেছে ৷ লিখেছিলেন "উই আর প্রেগন্যান্ট ৷" তারপর বিশেষ সেই সময়ের নানা অনুভূতি শুভশ্রী শেয়ার করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে ৷ খাওয়া-দাওয়া থেকে সাধের মুহূর্ত, কোনও ছবি বাদ দেননি তিনি ৷ অনুরাগীরাও বরাবরই শুভশ্রীকে দিয়ে এসেছে ভালোবাসা ৷ ইউভানের জন্মের কয়েকমাস পরেই কাজের জগতে ফেরেন অভিনেত্রী ৷ দর্শকদের উপহার দেন 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর মতো ওয়েব সিরিজ ৷ তাঁর আগামীর পথ চলায় শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও ৷

কলকাতা, 27 জুন: রাজ-শুভশ্রীর জীবনে ফের নয়া সদস্য আসছে ৷ হ্যাঁ, ঠিকই ধরেছেন, দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ মঙ্গলবার খুশির খবর সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী ৷ আর ঘোষণার পর মৌনি রয়, শ্রাবন্তী থেকে শুরু করে দেবলীনা কুমার, নুসরত, রফিয়াথ রশিদ মিথিলা, দর্শনা বণিক; পর্দার ইন্দুবালাকে শুভেচ্ছা জানালেন সকলেই ৷

2020 সালের সেপ্টেম্বরে রাজ-শুভশ্রীর জীবনে কোল আলো করে এসেছিল ইউভান ৷ এতদিন সেই ছিল বাড়ির খুদে ৷ এবার সে এখন দাদা হতে চলেছে ৷ সেই খবরও রাজ-শুভশ্রী জানালেন অন্যরকম স্টাইলে ৷ মঙ্গলবার সন্ধ্যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন ৷ সেখানে দেখা গিয়েছে রাজ ও শুভশ্রী-র হাত ধরে লাফাচ্ছে ছোট্ট ইউভান ৷ পরনে সাদা গেঞ্জি, নীল হাফ প্যান্ট ৷ তবে চমক রয়েছে গেঞ্জির প্রিন্টে ৷ উচ্ছ্বসিত ইউভানের গেঞ্জিতে লেখা 'বিগ ব্রাদার' ৷

ছবির পোস্টে লেখা "ইউভান এবার বড় দাদা হয়ে গেল" ৷ খবর সামনে আসতেই কমেন্ট বক্স ভরে যায় শুভেচ্ছা বার্তায় ৷ অভিনেত্রী মৌনি রয় শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "অপেক্ষা করতে পারছি না ৷ নতুন খুদে অতিথি ও ইউভানের সঙ্গে খেলা করতে চাই ৷" শ্রাবন্তী লিখেছেন, "অভিনন্দন ৷ খুব খুশি হয়েছি ৷" নুসরত লিখেছেন, "পুরো পরিবারকে অনেক শুভেচ্ছা ৷"

Subhashree Pregnancy Announcement
দ্বিতীয়বার মা হতে চলার ঘোষণা শুভশ্রীর

প্রসঙ্গত, 2018 সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রাবন্তী ৷ সোশাল মিডিয়ায় নিজেদের বিশেষ মুহূর্তের অনেক ছবিই শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে ৷ প্রথমবার মা হওয়ার খবরও শুভশ্রী দিয়েছিলেন সোশাল মিডিয়ায় ৷

আরও পড়ুন: এলোকেশি সত্যবতীর চোখে চোখ সত্যান্বেষীর, দুর্গ রহস্যে ব্যোমকেশ-জায়ার প্রথম লুক সামনে আনলেন দেব

নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে শুভশ্রী সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন, তাঁদের জীবনে নতুন সদস্য আসতে চলেছে ৷ লিখেছিলেন "উই আর প্রেগন্যান্ট ৷" তারপর বিশেষ সেই সময়ের নানা অনুভূতি শুভশ্রী শেয়ার করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে ৷ খাওয়া-দাওয়া থেকে সাধের মুহূর্ত, কোনও ছবি বাদ দেননি তিনি ৷ অনুরাগীরাও বরাবরই শুভশ্রীকে দিয়ে এসেছে ভালোবাসা ৷ ইউভানের জন্মের কয়েকমাস পরেই কাজের জগতে ফেরেন অভিনেত্রী ৷ দর্শকদের উপহার দেন 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর মতো ওয়েব সিরিজ ৷ তাঁর আগামীর পথ চলায় শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.