নিউদিল্লি, 10 সেপ্টেম্বর: আন্তর্জাতিক মঞ্চে আগেই এসএস রাজামৌলির 'আরআরআর' প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে ৷ এবার সেই ছবির প্রশংসা শোনা গিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্টের মুখে ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে লুইজ ইনাসিও লুলা দা সিলভা আরআরআর ছবির মজার দৃশ্য ও নাচের প্রশংসা করেছেন ৷ সেই ভিডিয়ো রবিবার সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন পরিচালক রাজামৌলি ৷ প্রকাশ করেন নিজের আনন্দ-উচ্ছ্বাস ৷
2022 সালের ব্লকব্লাস্টার হিট ছবি 'আরআরআর' ৷ রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি বক্সঅফিসে ইতিহাস তৈরি করে ৷ মুকুটে আসে অস্কারের মতো সম্মানও ৷ সেই ছবির প্রশংসা ব্রাজিলের প্রেসিডেন্টের মুখে শুনে আনন্দিত পরিচালক রাজামৌলি ৷ তিনি এক্স (টুইটার)-এ বলেন, "স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশংসার জন্য ৷ এটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো বিষয় ৷ যেখানে আপনি ভারতীয় সিনেমার কথা বলছেন এবং আরআরআর উপভোগ করেছেন ৷ আমাদের গোটা কলাকুশলী সত্যিই খুব আনন্দিত ৷ আশা করি আপনি আমাদের দেশে খুব ভালো সময় কাটিয়েছেন ৷"
সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত জি20 সামিটে উপস্থিত হয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ৷ সেখানেই এক অনলাইন পোর্টালে সাক্ষাৎকার দেন তিনি ৷ তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ভারতীয় কোন সিনেমা দেখে তাঁর ভালো লেগেছে ৷ জবাবে লুলা বলেন, "আরআরআর ৷ এটা তিন ঘণ্টার ফিচার ফিল্ম ৷ এতে অনেক মজাদার দৃশ্য রয়েছে এবং নাচও খুব সুন্দর ৷ ছবিতে ভারতে ব্রিটিশ শাসনকাল নিয়ে গভীর সমালোচনা করা হয়েছে ৷"
-
Sir… @LulaOficial 🙏🏻🙏🏻🙏🏻
— rajamouli ss (@ssrajamouli) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thank you so much for your kind words. It’s heartwarming to learn that you mentioned Indian Cinema and enjoyed RRR!! Our team is ecstatic. Hope you are having a great time in our country. https://t.co/ihvMjiMpXo
">Sir… @LulaOficial 🙏🏻🙏🏻🙏🏻
— rajamouli ss (@ssrajamouli) September 10, 2023
Thank you so much for your kind words. It’s heartwarming to learn that you mentioned Indian Cinema and enjoyed RRR!! Our team is ecstatic. Hope you are having a great time in our country. https://t.co/ihvMjiMpXoSir… @LulaOficial 🙏🏻🙏🏻🙏🏻
— rajamouli ss (@ssrajamouli) September 10, 2023
Thank you so much for your kind words. It’s heartwarming to learn that you mentioned Indian Cinema and enjoyed RRR!! Our team is ecstatic. Hope you are having a great time in our country. https://t.co/ihvMjiMpXo
এরপর তিনি মজা করে বলেন, "আসলে ছবির সফলতার আরও একটা কারণ রয়েছে ৷ সেটা হল, আমি যখনই কারোর সঙ্গে দেখা করতাম, তাঁকে জিজ্ঞাসা করতাম, তোমকা কী দেখেছো থ্রি আর ছবি ৷ ছবি পলিটিক্যাল দিক আমার ভালো লেগেছে ৷ ছবিতে গানের সঙ্গে যে নাচ দেখানো হয়েছে, তাও আমি উপভোগ করেছি ৷ এছাড়া ছবিতে যে সমালোচনা করা হয়েছে তাতেও রসবোধ রাখা হয়েছে ৷ তাই আমি ছবির পরিচালক ও শিল্পীদের অভিনন্দন জানাতে চাই ৷ কারণ তাঁরা আমাকে বিনোদনমূলক আনন্দ দিয়েছে ৷"
আরও পড়ুন: 'শাহরুখের সঙ্গে ঝগড়া ছেলেমানুষি ছাড়া আর কিছু নয়', সাক্ষাৎকারে অকপট সানি
মূলত, স্বাধীনতার আগের প্রেক্ষাপটে দুই দেশভক্ত তথা বিপ্লবীর গল্প তুলে ধরা হয়েছে ৷ আল্লুরি সীতারামা রাজু ওরফে রামচরণ ও কোমারাম ভীম ওরফে জুনিয়র এনটিআর-এর চরিত্রকে 1920-র প্রেক্ষাপটে রেখে ফুটিয়ে তোলা হয়েছে ৷ ওয়ার্ল্ডওয়াইড ছবিটি 1 হাজার 200 কোটি টাকা আয় করেছে ৷ শুধু তাই নয়, বেস্ট অরজিনাল গান হিসাবে তেলুগু ট্র্যাক 'নাতু নাতু'-র ঝুলিতে এসেছে অস্কার ৷