ETV Bharat / entertainment

Brazil President Praises 'RRR': 'আরআরআর' ছবির প্রশংসায় ব্রাজিলের প্রেসিডেন্ট! কৃতজ্ঞতা স্বীকার রাজামৌলির

এসএস রাজামৌলি পরিচালিত 'আরআরআর' ছবির প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ৷ ছবির মজাদার সংলাপ ও নাচ, তাঁকে বিনোদনমূলক আনন্দ দিয়েছে বলে সাক্ষাৎকারে জানান তিনি ৷

Etv Bharat
'আরআরআর'-এর তিন তারকা
author img

By PTI

Published : Sep 10, 2023, 5:01 PM IST

Updated : Sep 10, 2023, 5:39 PM IST

নিউদিল্লি, 10 সেপ্টেম্বর: আন্তর্জাতিক মঞ্চে আগেই এসএস রাজামৌলির 'আরআরআর' প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে ৷ এবার সেই ছবির প্রশংসা শোনা গিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্টের মুখে ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে লুইজ ইনাসিও লুলা দা সিলভা আরআরআর ছবির মজার দৃশ্য ও নাচের প্রশংসা করেছেন ৷ সেই ভিডিয়ো রবিবার সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন পরিচালক রাজামৌলি ৷ প্রকাশ করেন নিজের আনন্দ-উচ্ছ্বাস ৷

2022 সালের ব্লকব্লাস্টার হিট ছবি 'আরআরআর' ৷ রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি বক্সঅফিসে ইতিহাস তৈরি করে ৷ মুকুটে আসে অস্কারের মতো সম্মানও ৷ সেই ছবির প্রশংসা ব্রাজিলের প্রেসিডেন্টের মুখে শুনে আনন্দিত পরিচালক রাজামৌলি ৷ তিনি এক্স (টুইটার)-এ বলেন, "স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশংসার জন্য ৷ এটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো বিষয় ৷ যেখানে আপনি ভারতীয় সিনেমার কথা বলছেন এবং আরআরআর উপভোগ করেছেন ৷ আমাদের গোটা কলাকুশলী সত্যিই খুব আনন্দিত ৷ আশা করি আপনি আমাদের দেশে খুব ভালো সময় কাটিয়েছেন ৷"

সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত জি20 সামিটে উপস্থিত হয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ৷ সেখানেই এক অনলাইন পোর্টালে সাক্ষাৎকার দেন তিনি ৷ তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ভারতীয় কোন সিনেমা দেখে তাঁর ভালো লেগেছে ৷ জবাবে লুলা বলেন, "আরআরআর ৷ এটা তিন ঘণ্টার ফিচার ফিল্ম ৷ এতে অনেক মজাদার দৃশ্য রয়েছে এবং নাচও খুব সুন্দর ৷ ছবিতে ভারতে ব্রিটিশ শাসনকাল নিয়ে গভীর সমালোচনা করা হয়েছে ৷"

  • Sir… @LulaOficial 🙏🏻🙏🏻🙏🏻

    Thank you so much for your kind words. It’s heartwarming to learn that you mentioned Indian Cinema and enjoyed RRR!! Our team is ecstatic. Hope you are having a great time in our country. https://t.co/ihvMjiMpXo

    — rajamouli ss (@ssrajamouli) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর তিনি মজা করে বলেন, "আসলে ছবির সফলতার আরও একটা কারণ রয়েছে ৷ সেটা হল, আমি যখনই কারোর সঙ্গে দেখা করতাম, তাঁকে জিজ্ঞাসা করতাম, তোমকা কী দেখেছো থ্রি আর ছবি ৷ ছবি পলিটিক্যাল দিক আমার ভালো লেগেছে ৷ ছবিতে গানের সঙ্গে যে নাচ দেখানো হয়েছে, তাও আমি উপভোগ করেছি ৷ এছাড়া ছবিতে যে সমালোচনা করা হয়েছে তাতেও রসবোধ রাখা হয়েছে ৷ তাই আমি ছবির পরিচালক ও শিল্পীদের অভিনন্দন জানাতে চাই ৷ কারণ তাঁরা আমাকে বিনোদনমূলক আনন্দ দিয়েছে ৷"

আরও পড়ুন: 'শাহরুখের সঙ্গে ঝগড়া ছেলেমানুষি ছাড়া আর কিছু নয়', সাক্ষাৎকারে অকপট সানি

মূলত, স্বাধীনতার আগের প্রেক্ষাপটে দুই দেশভক্ত তথা বিপ্লবীর গল্প তুলে ধরা হয়েছে ৷ আল্লুরি সীতারামা রাজু ওরফে রামচরণ ও কোমারাম ভীম ওরফে জুনিয়র এনটিআর-এর চরিত্রকে 1920-র প্রেক্ষাপটে রেখে ফুটিয়ে তোলা হয়েছে ৷ ওয়ার্ল্ডওয়াইড ছবিটি 1 হাজার 200 কোটি টাকা আয় করেছে ৷ শুধু তাই নয়, বেস্ট অরজিনাল গান হিসাবে তেলুগু ট্র্যাক 'নাতু নাতু'-র ঝুলিতে এসেছে অস্কার ৷

নিউদিল্লি, 10 সেপ্টেম্বর: আন্তর্জাতিক মঞ্চে আগেই এসএস রাজামৌলির 'আরআরআর' প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে ৷ এবার সেই ছবির প্রশংসা শোনা গিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্টের মুখে ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে লুইজ ইনাসিও লুলা দা সিলভা আরআরআর ছবির মজার দৃশ্য ও নাচের প্রশংসা করেছেন ৷ সেই ভিডিয়ো রবিবার সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন পরিচালক রাজামৌলি ৷ প্রকাশ করেন নিজের আনন্দ-উচ্ছ্বাস ৷

2022 সালের ব্লকব্লাস্টার হিট ছবি 'আরআরআর' ৷ রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি বক্সঅফিসে ইতিহাস তৈরি করে ৷ মুকুটে আসে অস্কারের মতো সম্মানও ৷ সেই ছবির প্রশংসা ব্রাজিলের প্রেসিডেন্টের মুখে শুনে আনন্দিত পরিচালক রাজামৌলি ৷ তিনি এক্স (টুইটার)-এ বলেন, "স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশংসার জন্য ৷ এটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো বিষয় ৷ যেখানে আপনি ভারতীয় সিনেমার কথা বলছেন এবং আরআরআর উপভোগ করেছেন ৷ আমাদের গোটা কলাকুশলী সত্যিই খুব আনন্দিত ৷ আশা করি আপনি আমাদের দেশে খুব ভালো সময় কাটিয়েছেন ৷"

সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত জি20 সামিটে উপস্থিত হয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ৷ সেখানেই এক অনলাইন পোর্টালে সাক্ষাৎকার দেন তিনি ৷ তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ভারতীয় কোন সিনেমা দেখে তাঁর ভালো লেগেছে ৷ জবাবে লুলা বলেন, "আরআরআর ৷ এটা তিন ঘণ্টার ফিচার ফিল্ম ৷ এতে অনেক মজাদার দৃশ্য রয়েছে এবং নাচও খুব সুন্দর ৷ ছবিতে ভারতে ব্রিটিশ শাসনকাল নিয়ে গভীর সমালোচনা করা হয়েছে ৷"

  • Sir… @LulaOficial 🙏🏻🙏🏻🙏🏻

    Thank you so much for your kind words. It’s heartwarming to learn that you mentioned Indian Cinema and enjoyed RRR!! Our team is ecstatic. Hope you are having a great time in our country. https://t.co/ihvMjiMpXo

    — rajamouli ss (@ssrajamouli) September 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর তিনি মজা করে বলেন, "আসলে ছবির সফলতার আরও একটা কারণ রয়েছে ৷ সেটা হল, আমি যখনই কারোর সঙ্গে দেখা করতাম, তাঁকে জিজ্ঞাসা করতাম, তোমকা কী দেখেছো থ্রি আর ছবি ৷ ছবি পলিটিক্যাল দিক আমার ভালো লেগেছে ৷ ছবিতে গানের সঙ্গে যে নাচ দেখানো হয়েছে, তাও আমি উপভোগ করেছি ৷ এছাড়া ছবিতে যে সমালোচনা করা হয়েছে তাতেও রসবোধ রাখা হয়েছে ৷ তাই আমি ছবির পরিচালক ও শিল্পীদের অভিনন্দন জানাতে চাই ৷ কারণ তাঁরা আমাকে বিনোদনমূলক আনন্দ দিয়েছে ৷"

আরও পড়ুন: 'শাহরুখের সঙ্গে ঝগড়া ছেলেমানুষি ছাড়া আর কিছু নয়', সাক্ষাৎকারে অকপট সানি

মূলত, স্বাধীনতার আগের প্রেক্ষাপটে দুই দেশভক্ত তথা বিপ্লবীর গল্প তুলে ধরা হয়েছে ৷ আল্লুরি সীতারামা রাজু ওরফে রামচরণ ও কোমারাম ভীম ওরফে জুনিয়র এনটিআর-এর চরিত্রকে 1920-র প্রেক্ষাপটে রেখে ফুটিয়ে তোলা হয়েছে ৷ ওয়ার্ল্ডওয়াইড ছবিটি 1 হাজার 200 কোটি টাকা আয় করেছে ৷ শুধু তাই নয়, বেস্ট অরজিনাল গান হিসাবে তেলুগু ট্র্যাক 'নাতু নাতু'-র ঝুলিতে এসেছে অস্কার ৷

Last Updated : Sep 10, 2023, 5:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.