মুম্বই, 4 জানুয়ারি: পাঠান আসছে ৷ কয়েকবছর পর বড় পর্দায় শাহরুখের জোরালো প্রত্যাবর্তন ঘিরে উত্তেজনায় ফুটছেন অনুরাগীরা ৷ অনুরাগীদের মানসিক অবস্থা আঁচ করে সঙ্গে ছবির প্রচারের কারণেই বুধের বিকেলে টুইটারে প্রশ্নোত্তর পর্ব 'আস্ক এসআরকে' সেশন রেখেছিলেন শাহরুখ ৷ মজার ছলে অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর সেখানে দিচ্ছিলেন 'কিং খান' ৷ হঠাতই উড়ে এল পদবি নিয়ে এক অনাবশ্যক প্রশ্ন ৷ যদিও স্বকীয় মেজাজেই তা মাঠের বাইরে পাঠালেন শাহরুখ (SRKs epic reply to a fan who questioned him on his surname 'Khan') ৷
প্রশ্নোত্তর পর্বে এদিন হঠাতই এক অনুরাগী এসআরকে'কে জিজ্ঞেস করেন, "খান সাহেব আপনার পূর্বপুরুষরা তো কাশ্মিরী ৷ তাহলে আপনি নামের পরে কেন খান পদবি ব্যবহার করেন?" কড়া জবাবে সংশ্লিষ্ট অনুরাগীকে দেওয়া রিপ্লাইয়ে শাহরুখ বলেন, "পুরো পৃথিবীই আমার পরিবার ৷ তবে পরিবারের নামে কখনও নাম হয় না ৷ নাম হয় কাজের জন্য ৷ ছোটখাটো জিনিসের পিছনে দৌড়িও না ৷"
-
Beta badhon se aise baat nahi karte!! https://t.co/G5xPYBdUCK
— Shah Rukh Khan (@iamsrk) January 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Beta badhon se aise baat nahi karte!! https://t.co/G5xPYBdUCK
— Shah Rukh Khan (@iamsrk) January 4, 2023Beta badhon se aise baat nahi karte!! https://t.co/G5xPYBdUCK
— Shah Rukh Khan (@iamsrk) January 4, 2023
মিস্টি ভাষায় শাহরুখের কড়া জবাব দেখে অভিনেতাকে সোশাল মিডিয়ায় প্রশংসায় ভরিয়েছেন নেটাগরিকরা ৷ তবে এক নয়, একাধিক বাউন্সার এদিন প্রশ্নোত্তর পর্বে সামলাতে হয় শাহরুখকে ৷ আরেক সোশাল মিডিয়া ব্যবহারকারী অভিনেতাকে বলেন, "পাঠান ইতিমধ্যেই বিপর্যয় ৷ অবসর নিয়ে নিন ৷"
আরও পড়ুন: 'বেশরম রং' নিয়ে বিতর্ক অব্যহত, এবার সরব চাইল্ড ওয়েলফেয়ার কমিটি
এই ব্যবহারকারীকেও এক লাইনে জবাব দিয়েছেন শাহরুখ ৷ 'পাঠান' বলেন, "বড়দের সঙ্গে এমনভাবে কথা বলতে নেই ৷" পাশাপাশি এদিনের প্রশ্নোত্তর পর্বে বেশ কিছু সুন্দর মুহূর্তও তৈরি হয় ৷ এদিন এসআরকে'র প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন অভিনেত্রী আলিয়া ভাটও ৷ তিনি এক অনুরাগীর প্রশ্নের জবাবে অভিনেতাকে জানান, আগামী 25 তারিখ থেকে শাহরুখকে তিনি পাঠান বলে ডাকবেন ৷ জবাবে শাহরুখ সদ্য মা হওয়া অভিনেত্রীকে জানান, এখন থেকে তিনি আলিয়াকে লিটল আম্মা ভাট কাপুর বলে ডাকবেন ৷
এক অনুরাগী আবার কৌতূহল নিয়ে জিজ্ঞেস করেন, "পাঠানের পর কী ? জওয়ান না ডাঙ্কি ?" মজার ছলে শাহরুখ জানান, পাঠান রিলিজের পর তাঁর হাতে অফুরন্ত সময় ৷