হায়দরাবাদ, 8 অক্টোবর: কিং খান এখন ব্যাস্ত তাঁর 'জওয়ান' ছবির শুটিং পর্ব নিয়ে(SRK sums up 30 days in Chennai ) ৷ দক্ষিণী পরিচালক অ্য়াটলির সঙ্গে এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধলেন সুপারস্টার ৷ ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন অভিনেত্রী নয়নতারাও (SRK wraps up jawan schedule in chennai )৷ সম্প্রতি চেন্নাইতে এক মাসের শুটিং পর্ব শেষ করলেন এসআরকে ৷ একইসঙ্গে দক্ষিণী ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার রজনীকান্তকেও তাঁর ভালোবাসার জন্য় ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷ আর তার সঙ্গে অভিনেতা বিজয় সেতুপতি এবং অভিনেতা বিজয়কেও ধন্যবাদ দিয়েছেন বলিউডের বাদশা ৷
এসআরকে সম্প্রতি একটি টুইটের মাধ্যমে তাঁর চেন্নাইয়ের অভিজ্ঞতা সকলের সঙ্গে শেয়ার করেছেন ৷ টুইটে তিনি লেখেন, "সত্যিই গত তিরশটি দিন দারুণ ছিল ৷ থালাইভা আমাদের সেটে এসে আশীর্বাদ করেছেন (Rajinikanth visits srk jawan set)৷ নয়নতারার সঙ্গে বসে ছবি দেখেছেন ৷ পার্টি হল অনিরুদ্ধর সঙ্গে ৷ বিজয় সেতুপতির সঙ্গে কত গভীর আলোচনা হল ৷ অভিনেতা বিজয় আমাকে দারুণ খাবারও খাওয়ালেন ৷"
-
Wot a 30 days blast RCE team! Thalaivar blessed our sets…saw movie with Nayanthara partied with @anirudhofficial deep discussions with @VijaySethuOffl & Thalapathy @actorvijay fed me delicious food.Thx @Atlee_dir & Priya for ur hospitality now need to learn Chicken 65 recipe!
— Shah Rukh Khan (@iamsrk) October 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Wot a 30 days blast RCE team! Thalaivar blessed our sets…saw movie with Nayanthara partied with @anirudhofficial deep discussions with @VijaySethuOffl & Thalapathy @actorvijay fed me delicious food.Thx @Atlee_dir & Priya for ur hospitality now need to learn Chicken 65 recipe!
— Shah Rukh Khan (@iamsrk) October 7, 2022Wot a 30 days blast RCE team! Thalaivar blessed our sets…saw movie with Nayanthara partied with @anirudhofficial deep discussions with @VijaySethuOffl & Thalapathy @actorvijay fed me delicious food.Thx @Atlee_dir & Priya for ur hospitality now need to learn Chicken 65 recipe!
— Shah Rukh Khan (@iamsrk) October 7, 2022
একইসঙ্গে আতিথেয়তার জন্য় তিনি ধন্যবাদ দিয়েছেন পরিচালক অ্য়াটলির স্ত্রী প্রিয়াকেও ৷ তিনি লেখেন,"ধন্যবাদ অ্যাটলি এবং প্রিয়া তোমাদের আতিথেয়তার জন্য । এবার আমায় চিকেন 65-এর রেসিপি শিখতে হবে ৷" অ্যাটলি কুমার পরিচালিত 'জওয়ান' প্রযোজনা করেছেন গৌরী খান এবং উপস্থাপনা করেছে শাহরুখের সংস্থা রেড চিলিস । এই ছবি নিয়ে এখন থেকেই আশায় দিন গুনছেন শাহরুখ ভক্তরা (Vijay Shah Rukh Khan Jawan shooting )৷
আরও পড়ুন: আলিয়া থেকে বিপাশা...বেবিবাম্প ফটোশুটে ঝড় তুলেছেন যে হবু মায়েরা
হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, মলয়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে 'জওয়ান' ৷ ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী বছরের 2 জুন ৷ ঠিক যতটা ভরপুর রোম্যান্স ততটাই অ্যাকশনও থাকবে ছবিতে ৷ অন্যদিকে শাহরুখ এখন চর্চায় রয়েছেন তাঁর আগামী ছবি 'পাঠান'-এর জন্য ৷ বেশ কয়েক বছরের লম্বা বিরতির পর এই ছবির হাত ধরেই পর্দায় ফিরছেন তিনি ৷ আবার তাঁর আসন্ন ছবি 'ডাঙ্কি' নিয়েও উৎসাহ তুঙ্গে ৷ তার প্রধান কারণ, এই প্রথমবার রাজকুমার হিরানির ছবিতে কাজ করছেন কিং খান ৷