ETV Bharat / entertainment

Jawan Box Office Collection: 3 দিনেই 200 কোটির ক্লাবে কড়া নাড়ছেন 'জওয়ান' শাহরুখ - srk

তৃতীয় দিনেই 200 কোটির দোড়গোড়ায় পৌঁছে যেতে পারে শাহরুখের মাস এন্টারটেইনার 'জওয়ান' ৷ অ্যাটলি কুমার পরিচালিত এই ছবি শনিবারও বিপুল সাফল্য পাবে বক্স অফিসে এমনটাই দাবি বিশ্লেষকদের ৷

Jawan Box Office Collection
3 দিনেই 200 কোটির ক্লাবে জওয়ান
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 11:44 AM IST

হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর: বলিউড থেকে বক্স অফিস চর্চায় এখন একটাই নাম ৷ তিনি শাহরুখ খান ৷ বৃহস্পতিবার ফের একবার রূপোলি পর্দায় তাঁর সিংহগর্জন শুনেছিল গোটা দেশ ৷ পর্দায় কীভাবে নিজের সাম্রাজ্য তৈরি করতে হয় কীভাবে সিংহের মতো দাপিয়ে বেড়াতে হয় 2 ঘণ্টা 49 মিনিটে তা বুঝিয়ে দিয়েছেন বাদশাহ ৷ প্রথম দিনেই বক্স অফিসে ইতিহাস গড়েছিল 'জওয়ান' ৷ হিন্দি সিনেমার ইতিহাসে 'ওপেনিং ডে'-তে সবথেকে বেশি ব্যবসা করেছিল এই ছবি ৷ এবার তৃতীয় দিনেও নয়া রেকর্ড গড়বে 'জওয়ান' ৷ এমনটাই ধারনা বিশেষজ্ঞদের ৷

স্যাকনিল্কের ট্র্যাকার রিপোর্ট বলছে, তৃতীয় দিনেই 200 কোটির ক্লাবে প্রবেশ করার সুযোগ থাকছে 'জওয়ান'-এর কাছে ৷ প্রথম দুই দিনে দেশের মাটিতে 120 কোটি টাকা আয় করেছে এই ছবি ৷ অন্য়দিকে ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের দাবি তৃতীয় দিনে অর্থাৎ শনিবার 70 কোটির কাছাকাছি আয় করবে শাহরুখের ছবি ৷ আর তা হলে বোঝই যায় 200 কোটির ক্লাবে তৃতীয় দিনেই জায়গা করে নিতে পারে 'জওয়ান' ৷

অনেকে তো এও দাবি করছেন শাহরুখের এই ছবি প্রথম উইক এন্ডেই 250 কোটির ক্লাবেও জায়গা করে নেবে খুব সহজেই ৷ হিট ছবির খোঁজে সিদ্ধার্থ আনন্দ, অ্যাটলি কুমার আর রাজকুমার হিরানীর হাত ধরেছিলেন কিং খান ৷ সেই সিদ্ধান্ত যে ভুল নয় দু'টি ক্ষেত্রে তার প্রমাণ মিলেছে ইতিমধ্যেই ৷ সিদ্ধার্থের 'পাঠান' জায়গা করে নিয়েছিল 1000 কোটির ক্লাবে ৷ আর অন্য়দিকে অ্যাটলি কুমারের এই অ্যাকশন থ্রিলারও যে গতিতে এগোচ্ছে তাতে আরও একটি সুপার ডুপার হিটের আশা করতেই পারেন অনুরাগীরা ৷

আরও পড়ুন: প্রথম দিন কাটতে না কাটতেই 'জওয়ান' ছবির ওটিটি মুক্তি নিয়ে জল্পনা শুরু?

বিক্রম রাঠোর এবং আজাদ দুই প্রজন্মের এই কাহিনি অ্যাকশনে ভরপুর ৷ সঙ্গে উঠে এসেছে কৃষকদের আন্দোলন, অক্সিজেনের সমস্যা, রাষ্ট্রের অত্যাচারের নানা স্বরূপ ৷ আর কুটিল রাজনীতি তো আছেই ৷ সেই অত্যাচার রুখতেই প্রতিবাদের মুখ হয়ে দাঁড়িয়েছে সর্বহারাদের রবিনহুড বিক্রম ৷ শাহরুখকে এমন চরিত্রে পাওয়া গেলে সত্যিই তো আর কিই বা চাই ৷

হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর: বলিউড থেকে বক্স অফিস চর্চায় এখন একটাই নাম ৷ তিনি শাহরুখ খান ৷ বৃহস্পতিবার ফের একবার রূপোলি পর্দায় তাঁর সিংহগর্জন শুনেছিল গোটা দেশ ৷ পর্দায় কীভাবে নিজের সাম্রাজ্য তৈরি করতে হয় কীভাবে সিংহের মতো দাপিয়ে বেড়াতে হয় 2 ঘণ্টা 49 মিনিটে তা বুঝিয়ে দিয়েছেন বাদশাহ ৷ প্রথম দিনেই বক্স অফিসে ইতিহাস গড়েছিল 'জওয়ান' ৷ হিন্দি সিনেমার ইতিহাসে 'ওপেনিং ডে'-তে সবথেকে বেশি ব্যবসা করেছিল এই ছবি ৷ এবার তৃতীয় দিনেও নয়া রেকর্ড গড়বে 'জওয়ান' ৷ এমনটাই ধারনা বিশেষজ্ঞদের ৷

স্যাকনিল্কের ট্র্যাকার রিপোর্ট বলছে, তৃতীয় দিনেই 200 কোটির ক্লাবে প্রবেশ করার সুযোগ থাকছে 'জওয়ান'-এর কাছে ৷ প্রথম দুই দিনে দেশের মাটিতে 120 কোটি টাকা আয় করেছে এই ছবি ৷ অন্য়দিকে ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের দাবি তৃতীয় দিনে অর্থাৎ শনিবার 70 কোটির কাছাকাছি আয় করবে শাহরুখের ছবি ৷ আর তা হলে বোঝই যায় 200 কোটির ক্লাবে তৃতীয় দিনেই জায়গা করে নিতে পারে 'জওয়ান' ৷

অনেকে তো এও দাবি করছেন শাহরুখের এই ছবি প্রথম উইক এন্ডেই 250 কোটির ক্লাবেও জায়গা করে নেবে খুব সহজেই ৷ হিট ছবির খোঁজে সিদ্ধার্থ আনন্দ, অ্যাটলি কুমার আর রাজকুমার হিরানীর হাত ধরেছিলেন কিং খান ৷ সেই সিদ্ধান্ত যে ভুল নয় দু'টি ক্ষেত্রে তার প্রমাণ মিলেছে ইতিমধ্যেই ৷ সিদ্ধার্থের 'পাঠান' জায়গা করে নিয়েছিল 1000 কোটির ক্লাবে ৷ আর অন্য়দিকে অ্যাটলি কুমারের এই অ্যাকশন থ্রিলারও যে গতিতে এগোচ্ছে তাতে আরও একটি সুপার ডুপার হিটের আশা করতেই পারেন অনুরাগীরা ৷

আরও পড়ুন: প্রথম দিন কাটতে না কাটতেই 'জওয়ান' ছবির ওটিটি মুক্তি নিয়ে জল্পনা শুরু?

বিক্রম রাঠোর এবং আজাদ দুই প্রজন্মের এই কাহিনি অ্যাকশনে ভরপুর ৷ সঙ্গে উঠে এসেছে কৃষকদের আন্দোলন, অক্সিজেনের সমস্যা, রাষ্ট্রের অত্যাচারের নানা স্বরূপ ৷ আর কুটিল রাজনীতি তো আছেই ৷ সেই অত্যাচার রুখতেই প্রতিবাদের মুখ হয়ে দাঁড়িয়েছে সর্বহারাদের রবিনহুড বিক্রম ৷ শাহরুখকে এমন চরিত্রে পাওয়া গেলে সত্যিই তো আর কিই বা চাই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.