মুম্বই, 30 জানুয়ারি: দেশের এক নম্বর অ্যাকশন হিরো শাহরুখ খান (SRK is the number one action hero of country)৷ এমনই দাবি অ্যাকশন হিরো হিসেবে জনপ্রিয় বলিউডের অভিনেতা জন আব্রাহামের (John Praises SRK)৷ সোমবার 'পাঠান' (Pathaan Latest News) সাফল্যের উদযাপনে আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়ে তিনি এ কথা বলেছেন ৷ সেখানে গিয়ে বলিউডের বাদশার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও শেয়ার করেন জন ।
'শাহরুখ এক নম্বর অ্যাকশন হিরো': ওই ইভেন্ট চলাকালীন জন বলেন, "আমি শাহরুখের সঙ্গে প্রথমবার কাজ করতে পেরেছি । তাঁকে আর অভিনেতা হিসেবে আমার মনে হয় না ৷ তিনি একটা আবেগ । 4 বছর পর শাহরুখকে এভাবে ফিরে পাওয়াটা চমৎকার । এর আগে আমার মনে হত, আমি একজন অ্যাকশন হিরো ৷ কিন্তু এখন আমি মনে করি শাহরুখ খান আজ দেশের এক নম্বর অ্যাকশন হিরো । এটি দীর্ঘ সময়ের জন্য আমার সবচেয়ে বড় হিট হতে চলেছে ।"
জনের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ: এই ছবির নেগেটিভ চরিত্রে অভিনয়ের জন্য দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছেন জন আব্রাহাম ৷ এ দিনের ইভেন্টে জনকে ছবির মেরুদণ্ড হিসাবে উল্লেখ করেছেন এসআরকে ৷ তিনিও জনের কাজের প্রশংসায় পঞ্চমুখ ৷
আরও পড়ুন: পাঠান দেখে কতটা আপ্লুত দর্শকরা ? দেখতে মুখ লুকিয়ে সটান সিনেমা হলে দীপিকা
5 দিনে 542 কোটি আয়: 'পাঠান' দেশীয় এবং বিদেশের বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে ৷ মাত্র 5 দিনে বিশ্বব্যাপী 542 কোটি টাকা আয় করেছে পাঠান । সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' 25 জানুয়ারি মুক্তি পায় ৷ এই ছবিতে শাহরুখ ও জন ছাড়াও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন ৷ "সিটি মার" সংলাপ এবং হাই-অকটেন অ্যাকশন দৃশ্যগুলি ছাড়াও টাইগার হিসেবে সলমন খানের চরিত্র ছবিটির আকর্ষণ আরও বাড়িয়েছে ৷
ওয়াইআরএফ-এর স্পাই ইউনিভার্সের চতুর্থ কিস্তি হল পাঠান ৷ জিরো (2018) এর পরে শাহরুখের এটি প্রত্যাবর্তনের ফিল্ম । চলচ্চিত্রটি ইতিহাস সৃষ্টি করেছে কারণ এটি এসএস রাজামৌলীর 'বাহুবলী 2' এবং যশ-অভিনীত 'কেজিএফ 2'কে পেছনে ফেলে দ্রুততম 200 কোটির ক্লাবে প্রবেশ করেছে ।