মুম্বই, 2 মে: শাহরুখ এবং সলমনকে খুব তাড়াতাড়ি আবার একসঙ্গে কাজ করতে দেখা যাবে 'টাইগার 3' ছবিতে । 'পাঠান' ছবিতেই এই ঘটনার আভাস দিয়েছিলেন টাইগার । তিনি বলেছিলেন, "এরপর টাইগার একটা গুরুত্বপূর্ণ মিশনে যেতে চলেছে সেখানে পাঠানের দরকার পড়তে পারে । তাই বেঁচে থেকো ।" সেই আভাসই সত্য়ি হয়েছে শোনা যাচ্ছে এই মাসেই ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্য়ের শ্য়ুটিং সারতে চলেছেন এসআরকে এবং সলমন ।
সূত্রের খবর অনুযায়ী, ছবির একটি বিশেষ দৃশ্যের শ্যুটিং শুরু হতে চলেছে 8 মে । নির্মাতাদের নিকটবর্তী এই সূত্র বলছে, "ভারতীয় সিনেমার দুই গলিয়থ সলমন এবং শাহরুখ আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সে আবার একসঙ্গে কাজ করতে চলেছেন । 8 মে আবার তাঁদের সেটে একসঙ্গে দেখা যাবে । টাইগার 3-এর সেটে যেদিন দু'জন আবার পা রাখবেন সেদিন উত্তজনার মাত্রা কি হবে তা ভালোই বোঝা যায় । ওঁরা টাইগার 3 ছবিতে মারাত্মক কিছু অ্যাকশন সিকোয়েন্স করতে চলেছেন । এই দৃশ্য় যাতে আলোচনার তুঙ্গে থাকে তাই নিয়ে গত ছয় মাস ধরে প্ল্যানিং করা হয়েছে । এই দৃশ্য়ের মাধ্যমেই টাইগারের জগতে পাঠানের প্রবেশ । তাই এই দৃশ্যটি দেখার মতো হতেই হবে ।"
এর আগেই সূত্রে তরফে দাবি করা হয়েছিল এই স্পাই থ্রিলারের জন্য় অন্তত একসপ্তাহ মতো শ্যুট করতে হতে পারে শাহরুখকে । এর আগে ছবিতে পাঠানের প্রতিপক্ষ হয়েছিলেন জন আব্রাহাম । আর এই ছবিতে সলমনের প্রতিপক্ষ হতে চলেছেন ইমরান হাশমি । 'টাইগার 3' ছবিটি পরিচালনা করতে চলছেন মনীশ শর্মা ।
সম্প্রতি ঈদে মুক্তি পেয়েছিল সলমনের নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' । কিন্তু ছবিটি সেভাবে দর্শকের মন জয় করতে পারেনি । তাই স্বাভাবিকভাবে অনেকেই চাইবেন সলমন ফের কামব্যাক করুন এই ছবির হাত ধরে । ঠিক যেমন পর্দার পাঠান মসনদে ফিরিয়েছে বলিউডের বেতাজ বাদশাহকে । শাহরুখ অবশ্য় তাঁর ডাঙ্কি ছবির কাজ নিয়ে বেশ ব্যস্ত । এই ছবির জন্য সম্প্রতি কাশ্মীরেও শ্যুট করতে হয়েছে তাঁকে ।
আরও পড়ুন: 'মানিক রাজা তোমারে সেলাম', জন্মদিনে ফিরে দেখা সত্যজিতের সফরনামা