ETV Bharat / entertainment

Srijla Guha New Web Series: ছোটপর্দায় নয়, আপাতত ওয়েব সিরিজ নিয়েই ব্যস্ত সৃজলা গুহ - দাদুর কীর্তি ওয়েব সিরিজ

নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছেন ছোটপর্দার জনপ্রিয় চরিত্র পিহু অর্থাৎ সৃজলা গুহ ৷ রাহুল মুখোপাধ্যায় পরিচালিত 'দাদুর কীর্তি' ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে ৷ কেমন তাঁর চরিত্র জানালেন ইটিভি ভারতকে ৷

Etv Bharat
নতুন ওয়েব সিরিজে সৃজলা গুহ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 11:00 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: সম্প্রতি 24টি নতুন ওয়েব সিরিজের নাম ঘোষণা করেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। প্রত্যেকটি সিরিজ মুক্তি পাবে ধীরে ধীরে। তার মধ্যে একটি রয়েছে রাহুল মুখোপাধ্যায়ের 'দাদুর কীর্তি'। এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, সত্যম ভট্টাচার্য, সৃজলা গুহ, কাঞ্চন মল্লিক, শান্তিলাল মুখোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষকে।

জানা গিয়েছে, 'দাদুর কীর্তি' নিছক একটি ফ্যামিলি ড্রামা। যেখানে সৃজলার নাম পৃথা। নিজের চরিত্র নিয়ে সৃজলা বলেন, "সৃজলার সঙ্গে পৃথার খুব একটা পার্থক্য নেই। সে পরিবারের প্রতি যত্নশীল। অনেক ত্যাগ আছে ওর জীবনে। একইসঙ্গে অনেকটা বাস্তববাদী। সে স্বপ্নে গা ভাসায় না। হঠকারী সিদ্ধান্ত নেয় না। নিজের কমফর্ট জোন পেলে মেলে ধরে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষই তাই। বাকি রহস্য জানতে হলে দেখতে হবে সিরিজটা।" চরিত্র নিয়ে খুব বেশি বলা বারণ। তাই আপাতত এটুকুই জানিয়েছেন অভিনেত্রী।

সৃজলা গুহ দর্শকের কাছে পরিচিত হন 'মন ফাগুন' ধারাবাহিকের হাত ধরে। সেখানে প্রিয়দর্শিনী মিত্র বা পিহুর চরিত্রে অভিনয় করেন তিনি। এই চরিত্র তাঁকে দর্শকের মনের মণিকোঠায় পাকাপাকিভাবে আসন তৈরি করে দিয়েছে। পিহুর সঙ্গে পৃথার চরিত্রের খানিকটা মিল রয়েছে ৷ এই প্রসঙ্গ তুললে তিনি ইটিভি ভারতকে বলেন, "মিল থাকলেও দু'জনকে আলাদা করা যায় সহজেই। একটা সূক্ষ্ম লাইন আছে দু'জনকে আলাদা করার। আর সেটাকে আলাদা করে দেখানোর দায়িত্বটা আমার, একজন অভিনেত্রী হিসেবে। এই যেমন, পিহু ট্রেনে উঠে কোথাও চলে যাওয়ার কথা ভাবলে সে সঙ্গে সঙ্গে চলে যায়। পৃথা যেতে পারে না। সে অনেক ভেবে সিদ্ধান্ত নেয়।"

এই সিরিজে কাজ করা প্রসঙ্গে সৃজলা বলেন, "খুব ভালো একটা টিম পেয়েছি আমরা। প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। আরও দশদিন বেশি শুটিং হলে আরও অনেককিছু শিখতে পারতাম। পরাণ জেঠু অসুস্থ ছিলেন। তাঁর প্রতি অনেক যত্ন নিয়ে শুটিং করা হয়েছে। এখানে যাঁরা অভিনয় করছেন প্রত্যেকে গুণী। সবার থেকে আমার অনেক কিছু শেখার আছে।"

ছোটপর্দার গুঞ্জন, 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ'-এ কমলা চরিত্রে নাকি, দেখা যাবে সৃজলাকে ৷ জবাবে অভিনেত্রী বলেন, "ফ্যানেরা অনেক কথাই বলছেন ৷ তাঁদেরকে জানাতে চাই এই মুহূর্তে আমার অপেক্ষা না করাই ভালো। আমি ছোটপর্দায় এখন সময় দিতে পারব না। পরিবারকে এখন সময় দেওয়াটা জরুরি হয়ে পড়েছে। তাই ওয়েব কিংবা অন্য কাজে আমাকে দেখা যাবে। মেগাতে নয়।"

আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম শিশুদের কণ্ঠে উঠে এল বাঘা যতীনের বীরত্বের কাহিনি, মুক্তি পেল ছবির নতুন গান

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় সৃজলার দু'টি ওয়েব সিরিজ 'পিকাসো' এবং 'দাদুর কীর্তি'। 'পিকাসো' বানিয়েছেন রাজা চন্দ। এখানে সৃজলা ছাড়াও রয়েছেন টোটা রায়চৌধুরী, সৌরভ দাস। 'পিকাসো' নাকি 'দাদুর কীর্তি' কোনটা আগে আসবে ওয়েব প্ল্যাটফর্মে তা এখনও স্পষ্ট নয় ৷

কলকাতা, 30 সেপ্টেম্বর: সম্প্রতি 24টি নতুন ওয়েব সিরিজের নাম ঘোষণা করেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। প্রত্যেকটি সিরিজ মুক্তি পাবে ধীরে ধীরে। তার মধ্যে একটি রয়েছে রাহুল মুখোপাধ্যায়ের 'দাদুর কীর্তি'। এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, সত্যম ভট্টাচার্য, সৃজলা গুহ, কাঞ্চন মল্লিক, শান্তিলাল মুখোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষকে।

জানা গিয়েছে, 'দাদুর কীর্তি' নিছক একটি ফ্যামিলি ড্রামা। যেখানে সৃজলার নাম পৃথা। নিজের চরিত্র নিয়ে সৃজলা বলেন, "সৃজলার সঙ্গে পৃথার খুব একটা পার্থক্য নেই। সে পরিবারের প্রতি যত্নশীল। অনেক ত্যাগ আছে ওর জীবনে। একইসঙ্গে অনেকটা বাস্তববাদী। সে স্বপ্নে গা ভাসায় না। হঠকারী সিদ্ধান্ত নেয় না। নিজের কমফর্ট জোন পেলে মেলে ধরে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষই তাই। বাকি রহস্য জানতে হলে দেখতে হবে সিরিজটা।" চরিত্র নিয়ে খুব বেশি বলা বারণ। তাই আপাতত এটুকুই জানিয়েছেন অভিনেত্রী।

সৃজলা গুহ দর্শকের কাছে পরিচিত হন 'মন ফাগুন' ধারাবাহিকের হাত ধরে। সেখানে প্রিয়দর্শিনী মিত্র বা পিহুর চরিত্রে অভিনয় করেন তিনি। এই চরিত্র তাঁকে দর্শকের মনের মণিকোঠায় পাকাপাকিভাবে আসন তৈরি করে দিয়েছে। পিহুর সঙ্গে পৃথার চরিত্রের খানিকটা মিল রয়েছে ৷ এই প্রসঙ্গ তুললে তিনি ইটিভি ভারতকে বলেন, "মিল থাকলেও দু'জনকে আলাদা করা যায় সহজেই। একটা সূক্ষ্ম লাইন আছে দু'জনকে আলাদা করার। আর সেটাকে আলাদা করে দেখানোর দায়িত্বটা আমার, একজন অভিনেত্রী হিসেবে। এই যেমন, পিহু ট্রেনে উঠে কোথাও চলে যাওয়ার কথা ভাবলে সে সঙ্গে সঙ্গে চলে যায়। পৃথা যেতে পারে না। সে অনেক ভেবে সিদ্ধান্ত নেয়।"

এই সিরিজে কাজ করা প্রসঙ্গে সৃজলা বলেন, "খুব ভালো একটা টিম পেয়েছি আমরা। প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। আরও দশদিন বেশি শুটিং হলে আরও অনেককিছু শিখতে পারতাম। পরাণ জেঠু অসুস্থ ছিলেন। তাঁর প্রতি অনেক যত্ন নিয়ে শুটিং করা হয়েছে। এখানে যাঁরা অভিনয় করছেন প্রত্যেকে গুণী। সবার থেকে আমার অনেক কিছু শেখার আছে।"

ছোটপর্দার গুঞ্জন, 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ'-এ কমলা চরিত্রে নাকি, দেখা যাবে সৃজলাকে ৷ জবাবে অভিনেত্রী বলেন, "ফ্যানেরা অনেক কথাই বলছেন ৷ তাঁদেরকে জানাতে চাই এই মুহূর্তে আমার অপেক্ষা না করাই ভালো। আমি ছোটপর্দায় এখন সময় দিতে পারব না। পরিবারকে এখন সময় দেওয়াটা জরুরি হয়ে পড়েছে। তাই ওয়েব কিংবা অন্য কাজে আমাকে দেখা যাবে। মেগাতে নয়।"

আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম শিশুদের কণ্ঠে উঠে এল বাঘা যতীনের বীরত্বের কাহিনি, মুক্তি পেল ছবির নতুন গান

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় সৃজলার দু'টি ওয়েব সিরিজ 'পিকাসো' এবং 'দাদুর কীর্তি'। 'পিকাসো' বানিয়েছেন রাজা চন্দ। এখানে সৃজলা ছাড়াও রয়েছেন টোটা রায়চৌধুরী, সৌরভ দাস। 'পিকাসো' নাকি 'দাদুর কীর্তি' কোনটা আগে আসবে ওয়েব প্ল্যাটফর্মে তা এখনও স্পষ্ট নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.