ETV Bharat / entertainment

KIFF 2022 : ‘সাংঘাতিক প্রতিহিংসাপরায়ণ’, চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ না পেয়ে আয়োজকদের একহাত শ্রীলেখার

author img

By

Published : Apr 27, 2022, 10:02 AM IST

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF 2022 ) আমন্ত্রণ পাননি অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আয়োজক তথা রাজ্য সরকারকে একহাত নিলেন তিনি (Sreelekha Mitra Criticizes Organizers for Not Being Invited to KIFF 2022) ৷ রাজনৈতিক মতাদর্শ না মেলায় এমন আচরণ কিনা প্রশ্ন তুলেছেন অভিনেত্রী ৷

Sreelekha Mitra on KIFF 2022 Invitation
চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ না পেয়ে আয়োজকদের একহাত শ্রীলেখার

কলকাতা, 27 এপ্রিল : 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে টলিপাড়ার প্রায় সকল অভিনেতা ও অভিনেত্রী আমন্ত্রণ পেয়েছিলেন ৷ কিন্তু, সেই তালিকা থেকে বাদ গিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ যা নিয়ে এ বার সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের চিন্তাধারার সমালোচনা করলেন অভিনেত্রী (Sreelekha Mitra criticizes organizers over KIFF 2022 Invitation) ৷ যে পোস্টে শ্রীলেখা লিখেছেন, ‘‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2022 থেকে কোনও আমন্ত্রণ আসেনি, এমনকি একটা ফোন পর্যন্ত না ৷’’

শ্রীলেখা তাঁর এই পোস্টে প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক মতপার্থক্যের জন্যই কি তিনি বাদ পড়লেন ? অভিনেত্রী তাঁর পোস্টে লিখেছেন, ‘‘এটা কি আমার রাজনৈতিক মতাদর্শের কারণে, নাকি অন্য কোনও অজ্ঞাত কারণ আছে ? তৃণমূল, তৃণমূলের সরকার কি সাংঘাতিক প্রতিহিংসাপরায়ণ ৷’’

এই পোস্টের পরেই, শ্রীলেখার অনুরাগীরা আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করতে শুরু করেন ৷ অভিনেত্রীর হয়ে রাজ্য সরকার ও আয়োজকদের তুলধনা শুরু করেন ৷ এমনকি অনেকে এমনও জানিয়েছেন, যে শ্রীলেখা আমন্ত্রণ পাননি ভালই হয়েছে ৷ একগাদা জঞ্জালের সঙ্গে এক স্টেজে ভাল লাগত না তাঁকে ৷ প্রসঙ্গত, উদ্বোধনী মঞ্চে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, রাজ চক্রবর্তী এবং টেলিভিশনের পরিচিত মুখরাও ছিলেন ৷

আরও পড়ুন : Kiff 2022: রাজ্যে হবে সিনে মিউজিয়াম, চলচ্চিত্র উৎসবে ঘোষণা মমতার

শ্রীলেখা তাঁর সেই অনুরাগীকে জবাবও দিয়েছেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘স্টেজের কথা কে বলেছে ? বয়েই গেছে স্টেজে উঠতে ৷ আন্তর্জাতিক ফেস্টিভ্যালের পর, এই সরকারি ফেস্টিভ্যালের স্টেজ, প্লিজ !’’ পরিচালক অনীক দত্ত শ্রীলেখার পোস্টে একটি কমেন্ট করেন ৷ যেখানে তিনি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ‘সার্কাস’ বলে কটাক্ষ করেন ৷ অনীক লেখেন, ‘‘এখন সার্কাস বন্ধ, তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে লোকে যায় ৷ তবে, এ বার দেখলাম বাঘ-সিংহের খেলা নেই ৷ খালি ট্র্যাপিজ আর্স্টিস্ট ৷ আর লোকজনের প্রোফাইল দেখেছ ? সম্পূর্ণ পালটে গেছে ৷’’

আরও পড়ুন : KIFF 2022 : বাংলা সিনেমার জন্য শত্রুঘ্নকে বিশেষ দায়িত্ব, বাণিজ্য সম্মেলনেও অংশ নেবে টলিউড

প্রসঙ্গত, শ্রীলেখা গতবছর ‘ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল’ এ অংশ নিয়েছিলেন ৷ ‘নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যাল’ এর একটি বিভাগে, সেরা অভিনেত্রীর তালিকায় মনোনীত হয়েছিলেন ৷ কিন্তু, নিজের শহরে আয়োজিত চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেলেন না ৷

কলকাতা, 27 এপ্রিল : 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে টলিপাড়ার প্রায় সকল অভিনেতা ও অভিনেত্রী আমন্ত্রণ পেয়েছিলেন ৷ কিন্তু, সেই তালিকা থেকে বাদ গিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ যা নিয়ে এ বার সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের চিন্তাধারার সমালোচনা করলেন অভিনেত্রী (Sreelekha Mitra criticizes organizers over KIFF 2022 Invitation) ৷ যে পোস্টে শ্রীলেখা লিখেছেন, ‘‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2022 থেকে কোনও আমন্ত্রণ আসেনি, এমনকি একটা ফোন পর্যন্ত না ৷’’

শ্রীলেখা তাঁর এই পোস্টে প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক মতপার্থক্যের জন্যই কি তিনি বাদ পড়লেন ? অভিনেত্রী তাঁর পোস্টে লিখেছেন, ‘‘এটা কি আমার রাজনৈতিক মতাদর্শের কারণে, নাকি অন্য কোনও অজ্ঞাত কারণ আছে ? তৃণমূল, তৃণমূলের সরকার কি সাংঘাতিক প্রতিহিংসাপরায়ণ ৷’’

এই পোস্টের পরেই, শ্রীলেখার অনুরাগীরা আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করতে শুরু করেন ৷ অভিনেত্রীর হয়ে রাজ্য সরকার ও আয়োজকদের তুলধনা শুরু করেন ৷ এমনকি অনেকে এমনও জানিয়েছেন, যে শ্রীলেখা আমন্ত্রণ পাননি ভালই হয়েছে ৷ একগাদা জঞ্জালের সঙ্গে এক স্টেজে ভাল লাগত না তাঁকে ৷ প্রসঙ্গত, উদ্বোধনী মঞ্চে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, রাজ চক্রবর্তী এবং টেলিভিশনের পরিচিত মুখরাও ছিলেন ৷

আরও পড়ুন : Kiff 2022: রাজ্যে হবে সিনে মিউজিয়াম, চলচ্চিত্র উৎসবে ঘোষণা মমতার

শ্রীলেখা তাঁর সেই অনুরাগীকে জবাবও দিয়েছেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘স্টেজের কথা কে বলেছে ? বয়েই গেছে স্টেজে উঠতে ৷ আন্তর্জাতিক ফেস্টিভ্যালের পর, এই সরকারি ফেস্টিভ্যালের স্টেজ, প্লিজ !’’ পরিচালক অনীক দত্ত শ্রীলেখার পোস্টে একটি কমেন্ট করেন ৷ যেখানে তিনি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ‘সার্কাস’ বলে কটাক্ষ করেন ৷ অনীক লেখেন, ‘‘এখন সার্কাস বন্ধ, তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে লোকে যায় ৷ তবে, এ বার দেখলাম বাঘ-সিংহের খেলা নেই ৷ খালি ট্র্যাপিজ আর্স্টিস্ট ৷ আর লোকজনের প্রোফাইল দেখেছ ? সম্পূর্ণ পালটে গেছে ৷’’

আরও পড়ুন : KIFF 2022 : বাংলা সিনেমার জন্য শত্রুঘ্নকে বিশেষ দায়িত্ব, বাণিজ্য সম্মেলনেও অংশ নেবে টলিউড

প্রসঙ্গত, শ্রীলেখা গতবছর ‘ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল’ এ অংশ নিয়েছিলেন ৷ ‘নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যাল’ এর একটি বিভাগে, সেরা অভিনেত্রীর তালিকায় মনোনীত হয়েছিলেন ৷ কিন্তু, নিজের শহরে আয়োজিত চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেলেন না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.