ETV Bharat / entertainment

Oxford Book Store: সত্যজিতকে মনে রেখে কবিতায় মোড়া মনজ্ঞ অনুষ্ঠান অক্সফোর্ড বুক স্টোরে - Special Literary Meet in Oxford Book Store

সত্যজিৎ রায়ের জন্মশত বার্ষিকীর কথা মাথায় রেখে 'এপিজে বাংলা সাহিত্য উৎসব', 'অক্সফোর্ড বুক স্টোর' এবং 'কবিতা ক্লাব'-এর উদ্যোগে 'পিকচার কথা' শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত হল পার্ক স্ট্রিটের শতাব্দী প্রাচীন অক্সফোর্ড বুক স্টোরে (Special Literary Meet in Oxford Book Store )৷

http://10.10.50.85//west-bengal/30-May-2022/poemswrappedaroundtheoxfordbookstore_30052022074220_3005f_1653876740_550.jpg
বিশিষ্টদের উপস্থিতিতে কবিতায় মোড়া মনজ্ঞ অনুষ্ঠান অক্সফোর্ড বুক স্টোরে
author img

By

Published : May 30, 2022, 8:23 PM IST

কলকাতা 30 মে : সত্যজিৎ রায়ের জন্মশত বার্ষিকীর কথা মাথায় রেখে 'এপিজে বাংলা সাহিত্য উৎসব', 'অক্সফোর্ড বুক স্টোর' এবং 'কবিতা ক্লাব'-এর উদ্যোগে 'পিকচার কথা' শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত হল পার্ক স্ট্রিটের শতাব্দী প্রাচীন অক্সফোর্ড বুক স্টোরে ৷ এই মাসের 'পিকচার কথা'য় যাদের লেখা নির্বাচিত হয়েছে তাদের অক্সফোর্ড বুক স্টোরের সৌজন্যে বিশেষ পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয় এই অনুষ্ঠানে । কবিতা ক্লাবের এক দশক উপলক্ষে নানারকম অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে, সেগুলির মধ্যে রবিবারের এই সাহিত্য সন্ধ্যাটিও একটি(Special Literary Meet in Oxford Book Store ) ।

এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ ছবির চরিত্রাভিনেতারা । সদ্য মুক্তিপ্রাপ্ত এবং বহুলচর্চিত ‘অপরাজিত’ ছায়াছবির চরিত্রাভিনেতারা এদিন তাঁদের অভিজ্ঞতার কথা উপস্থিত সকলের সঙ্গে ভাগ করে নেন ৷ উপস্থিত ছিলেন দেবাশিস রায়, শৌনক সামন্ত, শোয়েব কবীর এবং ঋত্বিক পুরকায়েত, যাঁদের সিনেমার পর্দায় যথাক্রমে সুবীর মিত্র, সুনীল চৌধুরী, চন্দ্রগুপ্ত কিচলু এবং দেবাশিস বর্মণ হিসেবে দেখা গিয়েছে ৷ এই চরিত্রগুলি সম্পূর্ণ কাল্পনিক নয় । বরং নির্মিত হয়েছে সুব্রত মিত্র, অনিল চৌধুরী, বংশী চন্দ্রগুপ্ত এবং আশিস বর্মণের ছায়ায় ।

হাজির ছিলেন কবিতা ক্লাবের প্রতিষ্ঠাতা এবং অন্যতম সদস্য জনপ্রিয় গীতিকার, গায়ক এবং সঙ্গীত পরিচালক সুরজিৎ চট্টোপাধ্যায় । প্রসঙ্গত, সুরজিৎ ও তাঁর বন্ধুদের 'কবিতা ক্লাব' ভারতবর্ষ এবং বিশ্বের নানান জায়গা থেকে লেখক লেখিকাদের লেখা প্রকাশ করার সুযোগ দিয়ে আসছে 2012 থেকে I কবিতা ক্লাবকে ঘিরে সারা বছর চলে নানান কর্মকাণ্ড । 'পিকচার কথা'র সূচনাপর্ব কবিতাক্লাবের এক আড্ডায় । একটি ছবির বিষয়বস্তুর সঙ্গে মিলিয়ে চার লাইনের কবিতা কিংবা চার পাঁচে কুড়ি শব্দের অণুগল্প লেখা লিখতে হয় । এই ' চার' মানে শুধুই সংখ্যা চার নয়, মাছ ধরবার চারও । তাই 'পিকচার কথা'য় 'চার' খুবই গুরুত্বপূর্ণ ।

2018 সালের 4 জুলাই থেকে শুরু হয় 'পিকচার কথা'র যাত্রা । এই যাত্রাপথে একাধিকবার সঙ্গী হয়েছে অক্সফোর্ড বুক স্টোর । বাঙালির প্রিয় উৎসব নববর্ষ এবং পূজা স্পেশাল 'পিকচার কথা' একাধিকবার অনুষ্ঠিত হয়েছে বুক স্টোরে । জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এপিজে বাংলা সাহিত্য উৎসবের আঙিনায় ২০১৮, ২০১৯ সালে অক্সফোর্ড বুকস্টোরের সঙ্গী ছিল কবিতাক্লাব । ২০২১ সালে উৎসব স্পেশাল এবং গত মাসে ১৪২৯ নববর্ষ স্পেশাল 'পিকচার কথা' অনুষ্ঠান সফল হয়েছে ।

আরও পড়ুন : চুপিচুপি বিয়েটা সেরেই ফেললেন দেব-রুক্মিনী ? 'নবদম্পতি'র ছবি দেখুন...

উল্লেখ্য, প্রতি মাসের 4 তারিখে কবিতা ক্লাবের ফেসবুকের দেওয়ালে আসে 'পিকচার কথা'র ছবি। ছবির সঙ্গে মিলিয়ে লিখতে হয় চার লাইনের কবিতা কিংবা চার পাঁচে কুড়ি শব্দের অণুগল্প। লেখা জমা দেবার শেষ তারিখ চার চারে ষোলো। লেখাতে যে কোনও রকম ব্যক্তিগত আক্রমণ, অশ্লীলতা এবং রাজনৈতিক প্রসঙ্গ এড়িয়ে চলা হয়।

কলকাতা 30 মে : সত্যজিৎ রায়ের জন্মশত বার্ষিকীর কথা মাথায় রেখে 'এপিজে বাংলা সাহিত্য উৎসব', 'অক্সফোর্ড বুক স্টোর' এবং 'কবিতা ক্লাব'-এর উদ্যোগে 'পিকচার কথা' শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত হল পার্ক স্ট্রিটের শতাব্দী প্রাচীন অক্সফোর্ড বুক স্টোরে ৷ এই মাসের 'পিকচার কথা'য় যাদের লেখা নির্বাচিত হয়েছে তাদের অক্সফোর্ড বুক স্টোরের সৌজন্যে বিশেষ পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয় এই অনুষ্ঠানে । কবিতা ক্লাবের এক দশক উপলক্ষে নানারকম অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে, সেগুলির মধ্যে রবিবারের এই সাহিত্য সন্ধ্যাটিও একটি(Special Literary Meet in Oxford Book Store ) ।

এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ ছবির চরিত্রাভিনেতারা । সদ্য মুক্তিপ্রাপ্ত এবং বহুলচর্চিত ‘অপরাজিত’ ছায়াছবির চরিত্রাভিনেতারা এদিন তাঁদের অভিজ্ঞতার কথা উপস্থিত সকলের সঙ্গে ভাগ করে নেন ৷ উপস্থিত ছিলেন দেবাশিস রায়, শৌনক সামন্ত, শোয়েব কবীর এবং ঋত্বিক পুরকায়েত, যাঁদের সিনেমার পর্দায় যথাক্রমে সুবীর মিত্র, সুনীল চৌধুরী, চন্দ্রগুপ্ত কিচলু এবং দেবাশিস বর্মণ হিসেবে দেখা গিয়েছে ৷ এই চরিত্রগুলি সম্পূর্ণ কাল্পনিক নয় । বরং নির্মিত হয়েছে সুব্রত মিত্র, অনিল চৌধুরী, বংশী চন্দ্রগুপ্ত এবং আশিস বর্মণের ছায়ায় ।

হাজির ছিলেন কবিতা ক্লাবের প্রতিষ্ঠাতা এবং অন্যতম সদস্য জনপ্রিয় গীতিকার, গায়ক এবং সঙ্গীত পরিচালক সুরজিৎ চট্টোপাধ্যায় । প্রসঙ্গত, সুরজিৎ ও তাঁর বন্ধুদের 'কবিতা ক্লাব' ভারতবর্ষ এবং বিশ্বের নানান জায়গা থেকে লেখক লেখিকাদের লেখা প্রকাশ করার সুযোগ দিয়ে আসছে 2012 থেকে I কবিতা ক্লাবকে ঘিরে সারা বছর চলে নানান কর্মকাণ্ড । 'পিকচার কথা'র সূচনাপর্ব কবিতাক্লাবের এক আড্ডায় । একটি ছবির বিষয়বস্তুর সঙ্গে মিলিয়ে চার লাইনের কবিতা কিংবা চার পাঁচে কুড়ি শব্দের অণুগল্প লেখা লিখতে হয় । এই ' চার' মানে শুধুই সংখ্যা চার নয়, মাছ ধরবার চারও । তাই 'পিকচার কথা'য় 'চার' খুবই গুরুত্বপূর্ণ ।

2018 সালের 4 জুলাই থেকে শুরু হয় 'পিকচার কথা'র যাত্রা । এই যাত্রাপথে একাধিকবার সঙ্গী হয়েছে অক্সফোর্ড বুক স্টোর । বাঙালির প্রিয় উৎসব নববর্ষ এবং পূজা স্পেশাল 'পিকচার কথা' একাধিকবার অনুষ্ঠিত হয়েছে বুক স্টোরে । জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এপিজে বাংলা সাহিত্য উৎসবের আঙিনায় ২০১৮, ২০১৯ সালে অক্সফোর্ড বুকস্টোরের সঙ্গী ছিল কবিতাক্লাব । ২০২১ সালে উৎসব স্পেশাল এবং গত মাসে ১৪২৯ নববর্ষ স্পেশাল 'পিকচার কথা' অনুষ্ঠান সফল হয়েছে ।

আরও পড়ুন : চুপিচুপি বিয়েটা সেরেই ফেললেন দেব-রুক্মিনী ? 'নবদম্পতি'র ছবি দেখুন...

উল্লেখ্য, প্রতি মাসের 4 তারিখে কবিতা ক্লাবের ফেসবুকের দেওয়ালে আসে 'পিকচার কথা'র ছবি। ছবির সঙ্গে মিলিয়ে লিখতে হয় চার লাইনের কবিতা কিংবা চার পাঁচে কুড়ি শব্দের অণুগল্প। লেখা জমা দেবার শেষ তারিখ চার চারে ষোলো। লেখাতে যে কোনও রকম ব্যক্তিগত আক্রমণ, অশ্লীলতা এবং রাজনৈতিক প্রসঙ্গ এড়িয়ে চলা হয়।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.