ETV Bharat / entertainment

Jiah Khan Case Verdict: জিয়া খান আত্মহত্যা মামলায় বেকসুর খালাস সুরজ পাঞ্চোলি - জিয়া খানের আত্মহত্যা মামলা

10 বছর পর আজ জিয়া খানের আত্মহত্যা মামলার রায় ঘোষণা করল মুম্বইয়ের সিবিআই আদালত । জিয়ার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ থাকলেও সুরজ পাঞ্চোলি বেকসুর খালাস করেছে আদালত ৷

Jiah Khan case verdict today ETV Bharat
জিয়া খান সূরজ পাঞ্চোলি
author img

By

Published : Apr 28, 2023, 12:32 PM IST

Updated : Apr 28, 2023, 12:48 PM IST

মুম্বই, 28 এপ্রিল: বলিউডের অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যা মামলায় বেকসুর খালাস করা হল অভিনেতা সুরজ পাঞ্চোলিকে ৷ ঘটনার 10 বছর পর আজ রায়দান করল সিবিআইয়ের বিশেষ আদালত ৷ জিয়ার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ছিল সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে ৷

শুক্রবার সকালে তাঁর বাসভবন থেকে মুম্বইয়ের সিবিআই আদালতে যেতে দেখা যায় সুরজ পাঞ্চোলিকে । তাঁর ভাগ্যে কী রয়েছে, তা নিয়ে জল্পনা ছিল নানা মহলে ৷ জিয়াকে মুম্বইয়ের একটি ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল ৷ এই ঘটনা চাঞ্চল্য ফেলে দিয়েছিল গোটা বলিউডে ৷ সেই ঘটনার প্রায় 10 বছর পর শুক্রবার বহুল আলোচিত ও চাঞ্চল্যকর এই মামলার রায়দান করল বিশেষ সিবিআই আদালত ৷ এই মামলায় অভিযুক্ত ছিলেন বলিউডের অভিনেতা সুরজ পাঞ্চোলি ৷

2013 সালের 3 জুন তাঁর শহরতলির বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় জিয়া খানকে । তাঁর মৃত্যুর এক সপ্তাহ পরে, জিয়ার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির 306 নং ধারায় মামলা দায়ের করা হয়েছিল । পরবর্তীকালে জিয়ার মা রাবিয়া খানের বারবার আবেদন এবং 2014 সালে 3 জুলাই বম্বে হাইকোর্টের নির্দেশের পরে মামলাটি সিবিআই-এর কাছে হস্তান্তর করা হয় ।

25 বছর বয়সি আমেরিকান নাগরিক জিয়াকে 2013 সালের 3 জুন তারিখের মধ্যরাতে জুহু এলাকার সাগর সঙ্গীত ভবনে তাঁর ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় । প্রবীণ অভিনেতা-দম্পতি আদিত্য পাঞ্চোলি এবং জারিনা ওয়াহাবের ছেলে সুরজের সঙ্গে জিয়ার একটা সম্পর্ক ছিল ৷ জিয়া মৃত্যুর আগে একটি নোট রেখে গিয়েছিলেন, যা দেখে সন্দেহের তির যায় সুরজের দিকে ৷ সেই সময়ে বলিউডে পা রাখার চেষ্টা করছিলেন সুরজ ।

তাঁর সুইসাইড নোটে জিয়া তাঁর ঘটনা, ঘনিষ্ঠ সম্পর্ক, শারীরিক ও মানসিক নির্যাতনের কথা লিখে গিয়েছেন, যার অভিযোগের আঙুল ছিল সুরজের দিকে । এই মামলায় সরকার পক্ষের আইনজীবী জিয়ার মা রাবিয়া-সহ 22 জন সাক্ষীর বক্তব্য শুনেছেন এবং পরীক্ষা করেছেন ৷ অ্যাডভোকেট প্রশান্ত পাতিল মামলা লড়েন সুরজের পক্ষে ৷ তিনি বারবারই দাবি করেছিলেন যে, জিয়ার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল সুরজের ৷

আরও পড়ুন: জিয়া খানের শেষকৃত্যে পরা কুর্তা নিলামে চড়িয়ে রোষের মুখে দীপিকা

মুম্বই, 28 এপ্রিল: বলিউডের অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যা মামলায় বেকসুর খালাস করা হল অভিনেতা সুরজ পাঞ্চোলিকে ৷ ঘটনার 10 বছর পর আজ রায়দান করল সিবিআইয়ের বিশেষ আদালত ৷ জিয়ার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ছিল সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে ৷

শুক্রবার সকালে তাঁর বাসভবন থেকে মুম্বইয়ের সিবিআই আদালতে যেতে দেখা যায় সুরজ পাঞ্চোলিকে । তাঁর ভাগ্যে কী রয়েছে, তা নিয়ে জল্পনা ছিল নানা মহলে ৷ জিয়াকে মুম্বইয়ের একটি ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল ৷ এই ঘটনা চাঞ্চল্য ফেলে দিয়েছিল গোটা বলিউডে ৷ সেই ঘটনার প্রায় 10 বছর পর শুক্রবার বহুল আলোচিত ও চাঞ্চল্যকর এই মামলার রায়দান করল বিশেষ সিবিআই আদালত ৷ এই মামলায় অভিযুক্ত ছিলেন বলিউডের অভিনেতা সুরজ পাঞ্চোলি ৷

2013 সালের 3 জুন তাঁর শহরতলির বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় জিয়া খানকে । তাঁর মৃত্যুর এক সপ্তাহ পরে, জিয়ার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির 306 নং ধারায় মামলা দায়ের করা হয়েছিল । পরবর্তীকালে জিয়ার মা রাবিয়া খানের বারবার আবেদন এবং 2014 সালে 3 জুলাই বম্বে হাইকোর্টের নির্দেশের পরে মামলাটি সিবিআই-এর কাছে হস্তান্তর করা হয় ।

25 বছর বয়সি আমেরিকান নাগরিক জিয়াকে 2013 সালের 3 জুন তারিখের মধ্যরাতে জুহু এলাকার সাগর সঙ্গীত ভবনে তাঁর ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় । প্রবীণ অভিনেতা-দম্পতি আদিত্য পাঞ্চোলি এবং জারিনা ওয়াহাবের ছেলে সুরজের সঙ্গে জিয়ার একটা সম্পর্ক ছিল ৷ জিয়া মৃত্যুর আগে একটি নোট রেখে গিয়েছিলেন, যা দেখে সন্দেহের তির যায় সুরজের দিকে ৷ সেই সময়ে বলিউডে পা রাখার চেষ্টা করছিলেন সুরজ ।

তাঁর সুইসাইড নোটে জিয়া তাঁর ঘটনা, ঘনিষ্ঠ সম্পর্ক, শারীরিক ও মানসিক নির্যাতনের কথা লিখে গিয়েছেন, যার অভিযোগের আঙুল ছিল সুরজের দিকে । এই মামলায় সরকার পক্ষের আইনজীবী জিয়ার মা রাবিয়া-সহ 22 জন সাক্ষীর বক্তব্য শুনেছেন এবং পরীক্ষা করেছেন ৷ অ্যাডভোকেট প্রশান্ত পাতিল মামলা লড়েন সুরজের পক্ষে ৷ তিনি বারবারই দাবি করেছিলেন যে, জিয়ার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল সুরজের ৷

আরও পড়ুন: জিয়া খানের শেষকৃত্যে পরা কুর্তা নিলামে চড়িয়ে রোষের মুখে দীপিকা

Last Updated : Apr 28, 2023, 12:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.