ETV Bharat / entertainment

Indian Railway Message to Sonu: ট্রেনের দরজায় বসে সফর, সোনু সুদকে সাবধান করল ভারতীয় রেল - ট্রেনের দরজায় বসে সফর সোনুকে সাবধান করল ভারতীয় রেল

গত ডিসেম্বরে ট্রেনের দরজার পাশে বসে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন সোনু সুদ (Sonu Sood) ৷ এবার সেই ভিডিয়ো সোনুকে সাবধান করল ভারতীয় রেল ৷

Etv Bharat
গত ডিসেম্বরে ট্রেনের দরজার পাশে বসে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন সোনু সুদ
author img

By

Published : Jan 5, 2023, 3:09 PM IST

মুম্বই, 5 জানুয়ারি: বলিউড অভিনেতা সোনু সুদ অভিনয়ের পাশাপাশি তাঁর সামাজিক কাজকর্মের জন্যও বিশেষ পরিচিত ৷ লকডাউন এবং পরবর্তীতে তাঁর কর্মকাণ্ডের জন্য় তিনি এখন অনেকের রোল মডেল ৷ সম্প্রতি এই অভিনেতার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ যেখানে দেখা যায়, তিনি ট্রেনের দরজায় বসে রয়েছেন ৷ দ্রুত গতিতে ছুটে চলেছে ট্রেন আর দরজায় বসে বাইরে থেকে ছুটে আসা হাওয়ার মজা নিচ্ছেন অভিনেতা ৷ ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি ছবির বিখ্য়াত গান 'মুশাফির হো ইয়ারো...' (Sonu Sood Sitting at door of A moving train)৷ সোনুর এই ভিডিয়োটি গত ডিসেম্বর মাসের ৷ নিজেই তিনি শেয়ার করেছিলেন ভিডিয়োটি ৷ তবে এই ভিডিয়োর জন্য় তাঁকে সাবধান করল মুম্বই রেলওয়ে পুলিশ (Sonu Sood Sitting at door of A moving train Indian Railway warns actor)৷

মুম্বই রেলওয়ে পুলিশের তরফে একটি টুইট করে জানানো হয়েছে, 'ফুটবোর্ডে বসে সফর করা ছবিতে 'বিনোদনের' বিষয় হতে পারে সোনু, তবে বাস্তব জীবনে নয় ৷ আসুন সমস্ত সুরক্ষা বিধি মেনে চলি ৷ আর সকলে সুরক্ষিত থাকি। শুভ নববর্ষ(Indian Railway Message to Sonu) ৷' শুধু মুম্বই রেলওয়ে পুলিশ নয় অনেক নেটিজেনও সোনু সুদকে সাবধান করেছেন ৷ তাঁর অগনিত ভক্তের একজন লিখেছেন, 'স্য়র সারা দেশের মানুষের কাছে আপনি একজন রোলমডেল ৷ আপনার এই ধরনের ভিডিয়ো শেয়ার করা উচিত নয় ৷ যদি আপনার অনুরাগীরা চলন্ত ট্রেনের দরজার বসে এই ধরনের ভিডিয়ো তৈরি করতে শুরু করে তাহলে তাঁদের বিপদ বাড়বে' ৷

  • प्रिय, @SonuSood

    देश और दुनिया के लाखों लोगों के लिए आप एक आदर्श हैं। ट्रेन के पायदान पर बैठकर यात्रा करना खतरनाक है, इस प्रकार की वीडियो से आपके प्रशंसकों को गलत संदेश जा सकता है।

    कृपया ऐसा न करें! सुगम एवं सुरक्षित यात्रा का आनंद उठाएं। https://t.co/lSMGdyJcMO

    — Northern Railway (@RailwayNorthern) January 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'তোমার জন্য গর্বিত', জন্মদিনে দীপিকাকে শুভেচ্ছা কিং খানের

এই ভিডিয়োটি নিয়ে টুইট করেছে উত্তর রেলওয়েও ৷ উত্তর রেলওয়ের তরফে লেখা হয়, 'প্রিয় সোনু সুদ, আপনি দেশ ও বিশ্বের কোটি কোটি মানুষের অনুপ্রেরণা ৷ ট্রেনের ফুটবোর্ডে বসে সফর করা বিপজ্জনক হতে পারে ৷ আপনার জন্য এমনকী আপনার ভক্তদের জন্যও ৷ এই ধরনের ভিডিয়ো আপনার অনুরাগীদের ভুল বার্তা দিতে পারে ৷ দয়া করে এটা করবেন না ৷'

মুম্বই, 5 জানুয়ারি: বলিউড অভিনেতা সোনু সুদ অভিনয়ের পাশাপাশি তাঁর সামাজিক কাজকর্মের জন্যও বিশেষ পরিচিত ৷ লকডাউন এবং পরবর্তীতে তাঁর কর্মকাণ্ডের জন্য় তিনি এখন অনেকের রোল মডেল ৷ সম্প্রতি এই অভিনেতার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ যেখানে দেখা যায়, তিনি ট্রেনের দরজায় বসে রয়েছেন ৷ দ্রুত গতিতে ছুটে চলেছে ট্রেন আর দরজায় বসে বাইরে থেকে ছুটে আসা হাওয়ার মজা নিচ্ছেন অভিনেতা ৷ ব্যাকগ্রাউন্ডে বাজছে হিন্দি ছবির বিখ্য়াত গান 'মুশাফির হো ইয়ারো...' (Sonu Sood Sitting at door of A moving train)৷ সোনুর এই ভিডিয়োটি গত ডিসেম্বর মাসের ৷ নিজেই তিনি শেয়ার করেছিলেন ভিডিয়োটি ৷ তবে এই ভিডিয়োর জন্য় তাঁকে সাবধান করল মুম্বই রেলওয়ে পুলিশ (Sonu Sood Sitting at door of A moving train Indian Railway warns actor)৷

মুম্বই রেলওয়ে পুলিশের তরফে একটি টুইট করে জানানো হয়েছে, 'ফুটবোর্ডে বসে সফর করা ছবিতে 'বিনোদনের' বিষয় হতে পারে সোনু, তবে বাস্তব জীবনে নয় ৷ আসুন সমস্ত সুরক্ষা বিধি মেনে চলি ৷ আর সকলে সুরক্ষিত থাকি। শুভ নববর্ষ(Indian Railway Message to Sonu) ৷' শুধু মুম্বই রেলওয়ে পুলিশ নয় অনেক নেটিজেনও সোনু সুদকে সাবধান করেছেন ৷ তাঁর অগনিত ভক্তের একজন লিখেছেন, 'স্য়র সারা দেশের মানুষের কাছে আপনি একজন রোলমডেল ৷ আপনার এই ধরনের ভিডিয়ো শেয়ার করা উচিত নয় ৷ যদি আপনার অনুরাগীরা চলন্ত ট্রেনের দরজার বসে এই ধরনের ভিডিয়ো তৈরি করতে শুরু করে তাহলে তাঁদের বিপদ বাড়বে' ৷

  • प्रिय, @SonuSood

    देश और दुनिया के लाखों लोगों के लिए आप एक आदर्श हैं। ट्रेन के पायदान पर बैठकर यात्रा करना खतरनाक है, इस प्रकार की वीडियो से आपके प्रशंसकों को गलत संदेश जा सकता है।

    कृपया ऐसा न करें! सुगम एवं सुरक्षित यात्रा का आनंद उठाएं। https://t.co/lSMGdyJcMO

    — Northern Railway (@RailwayNorthern) January 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'তোমার জন্য গর্বিত', জন্মদিনে দীপিকাকে শুভেচ্ছা কিং খানের

এই ভিডিয়োটি নিয়ে টুইট করেছে উত্তর রেলওয়েও ৷ উত্তর রেলওয়ের তরফে লেখা হয়, 'প্রিয় সোনু সুদ, আপনি দেশ ও বিশ্বের কোটি কোটি মানুষের অনুপ্রেরণা ৷ ট্রেনের ফুটবোর্ডে বসে সফর করা বিপজ্জনক হতে পারে ৷ আপনার জন্য এমনকী আপনার ভক্তদের জন্যও ৷ এই ধরনের ভিডিয়ো আপনার অনুরাগীদের ভুল বার্তা দিতে পারে ৷ দয়া করে এটা করবেন না ৷'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.