ETV Bharat / entertainment

Sonali Phogat Last Film: আসছে প্রয়াত বিজেপি নেত্রী সোনালির শেষ ছবি 'প্রেরণা' - আসছে প্রয়াত বিজেপি নেত্রী সোনালির শেষ ছবি প্রেরণা

বিজেপি নেত্রী তথা অভিনেত্রী সোনালি ফোগাটের মৃত্যু ঘিরে শুরু হওয়া চর্চা এখনও পুরোপুরি শান্ত হয়নি ৷ এরইমধ্যে মুক্তি পেতে চলেছে তাঁর শেষ ছবি 'প্রেরণা' (Sonali Phogat last film Prerna)৷

Sonali Phogat Last Film
আসছে প্রয়াত বিজেপি নেত্রী সোনালির শেষ ছবি প্রেরণা
author img

By

Published : Sep 12, 2022, 11:44 AM IST

হিসার, 12 সেপ্টেম্বর: বিজেপি নেত্রী তথা অভিনেত্রী সোনালি ফোগাটের রহস্য মৃত্যু নিয়ে চর্চা এখনও চলছে ৷ তদন্তে নেমে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ সূত্র হাতে আসছে তদন্তকারীদের । শুধু তাই নয় সোমবার জানা গেল এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে গিয়েছে । এরইমাঝে মুক্তি পেতে চলেছে তাঁর শেষ ছবি 'প্রেরণা' ৷ সোমবার এমনটাই জানিয়েছেন নির্মাতারা ৷ পরিচালক তথা প্রযোজক নরেশ ধন্দার হাত ধরে পর্দায় আসতে চলেছে এই ছবি(Prerna to be released soon ) ৷

ছবিতে সোনালির শ্বশুরের চরিত্রে অভিনয় করতেও দেখা যাবে নরেশকে(prerna film Director or producer Naresh Dhanda) ৷ নরেশ সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, "এই ছবির শিরোনাম হল প্রেরণা । ছবিতে সোনালি ম্যাডামেরই প্রধান ভূমিকা ছিল ৷ এই ছবির গল্প মানুষকে অনুপ্রেরণা জোগাবে ৷ এখানে দেখানো হয়েছে কীভাবে সোনালি অভিনীত চরিত্র (প্রেরণা) ছাত্রছাত্রীদের শেখান জীবনে কখনও সাহস এবং আশা হারাতে নেই ৷"

মাত্র দু'দিন আগেই সোনালির মেয়ে যশোধরা এই নতুন ছবির একটি পোস্টার শেয়ার করেছেন (Sonali Phogat daughter Yashodhara)৷ নরেশ জানিয়েছেন আগামীতে প্রয়াত অভিনেত্রীর মেয়ের সঙ্গে একটি গানের শ্যুটিং করতে চান তিনি ৷ তারপরেই জানানো হবে সোনালির শেষ ছবির মুক্তির তারিখ ৷ তিনি বলেন, "ছবিটি এখন প্রস্তুত, তবে আমি যশোধরার সঙ্গে একটি গানের শ্য়ুটিং করতে চাই যা আপনারা সবাই সিনেমার শেষে দেখতে পাবেন ৷ এটাই হবে সোনালির প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ ৷" পরবর্তী সময়ে সোনালির একটি বায়োপিক তৈরিরও পরিকল্পনা রয়েছে নরেশের ৷

আরও পড়ুন: সত্যিই অন্যনা ! নাইরোবিতে ভিন্ন স্বাদের দুর্গোৎসব পালন বাংলার মেয়ের

হিসার, 12 সেপ্টেম্বর: বিজেপি নেত্রী তথা অভিনেত্রী সোনালি ফোগাটের রহস্য মৃত্যু নিয়ে চর্চা এখনও চলছে ৷ তদন্তে নেমে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ সূত্র হাতে আসছে তদন্তকারীদের । শুধু তাই নয় সোমবার জানা গেল এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে গিয়েছে । এরইমাঝে মুক্তি পেতে চলেছে তাঁর শেষ ছবি 'প্রেরণা' ৷ সোমবার এমনটাই জানিয়েছেন নির্মাতারা ৷ পরিচালক তথা প্রযোজক নরেশ ধন্দার হাত ধরে পর্দায় আসতে চলেছে এই ছবি(Prerna to be released soon ) ৷

ছবিতে সোনালির শ্বশুরের চরিত্রে অভিনয় করতেও দেখা যাবে নরেশকে(prerna film Director or producer Naresh Dhanda) ৷ নরেশ সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, "এই ছবির শিরোনাম হল প্রেরণা । ছবিতে সোনালি ম্যাডামেরই প্রধান ভূমিকা ছিল ৷ এই ছবির গল্প মানুষকে অনুপ্রেরণা জোগাবে ৷ এখানে দেখানো হয়েছে কীভাবে সোনালি অভিনীত চরিত্র (প্রেরণা) ছাত্রছাত্রীদের শেখান জীবনে কখনও সাহস এবং আশা হারাতে নেই ৷"

মাত্র দু'দিন আগেই সোনালির মেয়ে যশোধরা এই নতুন ছবির একটি পোস্টার শেয়ার করেছেন (Sonali Phogat daughter Yashodhara)৷ নরেশ জানিয়েছেন আগামীতে প্রয়াত অভিনেত্রীর মেয়ের সঙ্গে একটি গানের শ্যুটিং করতে চান তিনি ৷ তারপরেই জানানো হবে সোনালির শেষ ছবির মুক্তির তারিখ ৷ তিনি বলেন, "ছবিটি এখন প্রস্তুত, তবে আমি যশোধরার সঙ্গে একটি গানের শ্য়ুটিং করতে চাই যা আপনারা সবাই সিনেমার শেষে দেখতে পাবেন ৷ এটাই হবে সোনালির প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ ৷" পরবর্তী সময়ে সোনালির একটি বায়োপিক তৈরিরও পরিকল্পনা রয়েছে নরেশের ৷

আরও পড়ুন: সত্যিই অন্যনা ! নাইরোবিতে ভিন্ন স্বাদের দুর্গোৎসব পালন বাংলার মেয়ের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.