ETV Bharat / entertainment

Dahaad Teaser Out: কড়া পুলিশ অফিসার অবতারে সোনাক্ষী, মুক্তি পেল 'দাহাড়'-এর টিজার - কড়া পুলিশ অফিসারের অবতারে সোনাক্ষী

মুক্তি পেল ওয়েব সিরিজ 'দাহাড়'-এর টিজার ৷ এই সিরিজের হাত ধরেই ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করতে চলেছেন সোনাক্ষী সিনহা ।

Dahaad Teaser Out
মুক্তি পেল সোনাক্ষীর দাহাড় ওয়েব সিরিজের টিজার
author img

By

Published : Apr 26, 2023, 5:22 PM IST

হায়দরাবাদ, 26 এপ্রিল: বুধবার মুক্তি পেল সোনাক্ষী সিনহা অভিনীত প্রথম সিরিজ 'দাহাড়'-এর টিজার ৷ সোনাক্ষীকে এখান দেখা গিয়েছে একজন দুর্ধর্ষ পুলিশ অফিসার হিসাবে ৷ রাজস্থানের পটভূমিতে তৈরি এই গল্পে সোনাক্ষীর কাজ অপরাধ দমন ৷ সেই লক্ষ্যেই এগিয়ে যেতে দেখা গিয়েছে তাঁকে ৷ দৃঢ় পদক্ষেপ আর বুক ভরা সাহস তাঁর এই চরিত্রের মূল দু'টি দিক বলা যেতে পারে ৷ এই সিরিজে প্রায় 27 জন নারীর খুনের রহস্য়ের কিনারা করবেন সোনাক্ষী ৷ এই সিরিজে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিজয় বর্মাকেও ৷

সিরিজটি পরিচালনা করেছেন রিমা কাগতি এবং রুচিকা ওবেরয় ৷ সিরিজ নিয়ে বলত গিয়ে রিমা বলেন, "দাহাড় সত্যিই একটা দারুণ অভিজ্ঞতার উপহার ৷ বিজয়, সোনাক্ষী, গুলশান এবং সোহম এই সিরিজটিকে প্রাণ দিয়েছেন আর এই সিরিজটি সত্যিই আমাদের খুব প্রিয় ৷" বার্লিনেল 2023-এ প্রথমবার প্রিমিয়ার হয়েছিল এই সিরিজ ৷

আটটি পর্বে ভাগ করা হয়েছে এই সিরিজটিকে ৷ গল্পের পটভূমি রাজস্থান ৷ সেখানে কিছু সুলভ শৌচালয়ে অদ্ভুতভাবে উদ্ধার হতে থাকে বেশকিছু মৃতদেহ ৷ সমস্ত মৃতদেহই নারীর ৷ কেন হঠাৎ এভাবে খুন হচ্ছেন একের পর এক নিরাপরাধ মহিলা ? কেনই বা তাদের খুন করা হচ্ছে বাথরুমের ভিতর ? সেই রহস্য়ের সমাধানের দায়িত্বই তুলে দেওয়া হয় ইন্সপেক্টর অঞ্জলি ভাটির হাতে ৷ এই চরিত্রেই দেখা যাবে সোনাক্ষীকে ৷

12মে স্ট্রিমিং শুরু হতে চলেছে সোনাক্ষীর এই সিরিজটির ৷ আমাজন প্রাইম ভিডিয়োতে আসতে চলেছে 'দাহাড়' ৷ একদিকে যেমন এই সিরিজের পরতে পরতে থাকবে রহস্য ৷ তেমন থাকবে অ্যাকশনও ৷ এর আগে সোনাক্ষীকে শেষবার দেখা গিয়েছিল 'ডাবল এক্স এল' ছবিতে ৷ যদিও সেই ছবি ততটা দর্শকের মন জয় করতে পারেনি ৷ 'দাহাড়' কতটা সফল হবে, সোনাক্ষীই বা অনুরাগীদের মন জয় করতে পারবেন কতখানি; উত্তর দেবে সময়ই ৷

আরও পড়ুন: 'ঐতিহাসিক', প্রধানমন্ত্রীর 'মন কি বাত' নিয়ে উচ্ছ্বসিত আমির

হায়দরাবাদ, 26 এপ্রিল: বুধবার মুক্তি পেল সোনাক্ষী সিনহা অভিনীত প্রথম সিরিজ 'দাহাড়'-এর টিজার ৷ সোনাক্ষীকে এখান দেখা গিয়েছে একজন দুর্ধর্ষ পুলিশ অফিসার হিসাবে ৷ রাজস্থানের পটভূমিতে তৈরি এই গল্পে সোনাক্ষীর কাজ অপরাধ দমন ৷ সেই লক্ষ্যেই এগিয়ে যেতে দেখা গিয়েছে তাঁকে ৷ দৃঢ় পদক্ষেপ আর বুক ভরা সাহস তাঁর এই চরিত্রের মূল দু'টি দিক বলা যেতে পারে ৷ এই সিরিজে প্রায় 27 জন নারীর খুনের রহস্য়ের কিনারা করবেন সোনাক্ষী ৷ এই সিরিজে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিজয় বর্মাকেও ৷

সিরিজটি পরিচালনা করেছেন রিমা কাগতি এবং রুচিকা ওবেরয় ৷ সিরিজ নিয়ে বলত গিয়ে রিমা বলেন, "দাহাড় সত্যিই একটা দারুণ অভিজ্ঞতার উপহার ৷ বিজয়, সোনাক্ষী, গুলশান এবং সোহম এই সিরিজটিকে প্রাণ দিয়েছেন আর এই সিরিজটি সত্যিই আমাদের খুব প্রিয় ৷" বার্লিনেল 2023-এ প্রথমবার প্রিমিয়ার হয়েছিল এই সিরিজ ৷

আটটি পর্বে ভাগ করা হয়েছে এই সিরিজটিকে ৷ গল্পের পটভূমি রাজস্থান ৷ সেখানে কিছু সুলভ শৌচালয়ে অদ্ভুতভাবে উদ্ধার হতে থাকে বেশকিছু মৃতদেহ ৷ সমস্ত মৃতদেহই নারীর ৷ কেন হঠাৎ এভাবে খুন হচ্ছেন একের পর এক নিরাপরাধ মহিলা ? কেনই বা তাদের খুন করা হচ্ছে বাথরুমের ভিতর ? সেই রহস্য়ের সমাধানের দায়িত্বই তুলে দেওয়া হয় ইন্সপেক্টর অঞ্জলি ভাটির হাতে ৷ এই চরিত্রেই দেখা যাবে সোনাক্ষীকে ৷

12মে স্ট্রিমিং শুরু হতে চলেছে সোনাক্ষীর এই সিরিজটির ৷ আমাজন প্রাইম ভিডিয়োতে আসতে চলেছে 'দাহাড়' ৷ একদিকে যেমন এই সিরিজের পরতে পরতে থাকবে রহস্য ৷ তেমন থাকবে অ্যাকশনও ৷ এর আগে সোনাক্ষীকে শেষবার দেখা গিয়েছিল 'ডাবল এক্স এল' ছবিতে ৷ যদিও সেই ছবি ততটা দর্শকের মন জয় করতে পারেনি ৷ 'দাহাড়' কতটা সফল হবে, সোনাক্ষীই বা অনুরাগীদের মন জয় করতে পারবেন কতখানি; উত্তর দেবে সময়ই ৷

আরও পড়ুন: 'ঐতিহাসিক', প্রধানমন্ত্রীর 'মন কি বাত' নিয়ে উচ্ছ্বসিত আমির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.