ETV Bharat / entertainment

Son of Hariharan in Bollywood: শানু-কন্যার পর এবার বলিউডে আত্মপ্রকাশ করছেন হরিহরণ-পুত্র - Karan Hariharan is Making His Acting Debut

কিংবদন্তি হরিহরণ-পুত্র করণ হরিহরণ এবার পা রাখছেন বলিউডে ৷ ছবির নাম 'পেয়ার হ্যায় তো হ্যায়' ৷ সামনে এল সেই ছবির পোস্টার ৷

Son of Singer Hariharan
বলিউডে পা দেবেন হরিহরণ পুত্র করণ
author img

By

Published : Aug 3, 2023, 3:56 PM IST

হায়দরাবাদ, 3 অগস্ট: কিছুদিন আগেই অভিনয় জগতে পা রেখেছেন কুমার শানু-কন্যা শ্যানন কে ৷ শ্যাননের রোড ট্রিপ ছবির নাম ছিল 'চল জিন্দেগি' ৷ এবার সঙ্গীত শিল্পী হরিহরণের পুত্রও পা রাখলেন অভিনয় জগতে ৷ নেপোটিজম নিয়ে চলতে থাকা নানান বিতর্কের মাঝেই আবার এক স্টারকিড অভিষেক করতে চলেছেন বলিউডে ৷ হরিহরণ-পুত্র করণ এখন বেশ পরিচিত নাম ৷ তাঁর অভিনয়ের অভিষেক জল্পনা সামনে এসেছিল আগেই ৷ তবে এবার সামনে এল তাঁর নতুন ছবি 'পেয়ার হ্যায় তো হ্যায়' ছবির পোস্টার ৷

বৃহস্পতিবার সিনে সমালোচক তরণ আদর্শ শেয়ার করেছেন এই ছবির পোস্টার ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রদীপ আর কে চৌধুরী ৷ আর ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রণধীর কুমার এবং সঞ্জীব কুমার ৷ 'পেয়ার হ্যায় তো হ্যায়' ছবির পোস্টারে করণের সঙ্গে দেখা গিয়েছে আরও এক নবাগতা পানি কাশ্যপকে ৷

ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 28 সেপ্টেম্বর ৷ ছবির পোস্টারে দেখা গিয়েছে আবেগে নায়ককে জড়িয়ে রেখেছেন নায়িকা ৷ আর নায়কের হাতে লুকোনো রয়েছে গোলাপ ৷ এই দৃশ্যের সঙ্গে আরও একটি দৃশ্যকেও ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে ৷ যেখানে নায়ক-নায়িকাকে পাশাপাশি বসে কিছুটা সময় কাটাতে দেখা গিয়েছে ৷ ছবিটি যে আদ্যোপান্ত রোম্যান্সে ভরপুর হতে চলেছে এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷

আরও পড়ুন: নিজের বিরুদ্ধেই মামলা লড়বেন কান্তিশরণ, মুক্তি পেল 'ও মাই গড 2' ছবির ট্রেলার

এর আগেও 2016 সালে করণের অভিনয় অভিষেকের কথা সামনে এসেছিল ৷ বিভিন্ন সংবাদমাধ্যমেও দাবি করা হয় যে থ্রিলার ছবির হাত ধরে রূপোলি পর্দায় পা রাখছেন অভিনয়ে ৷ তবে সেই ছবি নিয়ে তারপর আর কোনও তথ্য অবশ্য সামনে আসেনি ৷ তবে এবার অপেক্ষার পালা শেষ ৷ গায়ক-পুত্র এখন কীভাবে সকলের মন জয় করে নেন, সেটাই দেখার ৷

হায়দরাবাদ, 3 অগস্ট: কিছুদিন আগেই অভিনয় জগতে পা রেখেছেন কুমার শানু-কন্যা শ্যানন কে ৷ শ্যাননের রোড ট্রিপ ছবির নাম ছিল 'চল জিন্দেগি' ৷ এবার সঙ্গীত শিল্পী হরিহরণের পুত্রও পা রাখলেন অভিনয় জগতে ৷ নেপোটিজম নিয়ে চলতে থাকা নানান বিতর্কের মাঝেই আবার এক স্টারকিড অভিষেক করতে চলেছেন বলিউডে ৷ হরিহরণ-পুত্র করণ এখন বেশ পরিচিত নাম ৷ তাঁর অভিনয়ের অভিষেক জল্পনা সামনে এসেছিল আগেই ৷ তবে এবার সামনে এল তাঁর নতুন ছবি 'পেয়ার হ্যায় তো হ্যায়' ছবির পোস্টার ৷

বৃহস্পতিবার সিনে সমালোচক তরণ আদর্শ শেয়ার করেছেন এই ছবির পোস্টার ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রদীপ আর কে চৌধুরী ৷ আর ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রণধীর কুমার এবং সঞ্জীব কুমার ৷ 'পেয়ার হ্যায় তো হ্যায়' ছবির পোস্টারে করণের সঙ্গে দেখা গিয়েছে আরও এক নবাগতা পানি কাশ্যপকে ৷

ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 28 সেপ্টেম্বর ৷ ছবির পোস্টারে দেখা গিয়েছে আবেগে নায়ককে জড়িয়ে রেখেছেন নায়িকা ৷ আর নায়কের হাতে লুকোনো রয়েছে গোলাপ ৷ এই দৃশ্যের সঙ্গে আরও একটি দৃশ্যকেও ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে ৷ যেখানে নায়ক-নায়িকাকে পাশাপাশি বসে কিছুটা সময় কাটাতে দেখা গিয়েছে ৷ ছবিটি যে আদ্যোপান্ত রোম্যান্সে ভরপুর হতে চলেছে এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷

আরও পড়ুন: নিজের বিরুদ্ধেই মামলা লড়বেন কান্তিশরণ, মুক্তি পেল 'ও মাই গড 2' ছবির ট্রেলার

এর আগেও 2016 সালে করণের অভিনয় অভিষেকের কথা সামনে এসেছিল ৷ বিভিন্ন সংবাদমাধ্যমেও দাবি করা হয় যে থ্রিলার ছবির হাত ধরে রূপোলি পর্দায় পা রাখছেন অভিনয়ে ৷ তবে সেই ছবি নিয়ে তারপর আর কোনও তথ্য অবশ্য সামনে আসেনি ৷ তবে এবার অপেক্ষার পালা শেষ ৷ গায়ক-পুত্র এখন কীভাবে সকলের মন জয় করে নেন, সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.