হায়দরাবাদ, 3 অগস্ট: কিছুদিন আগেই অভিনয় জগতে পা রেখেছেন কুমার শানু-কন্যা শ্যানন কে ৷ শ্যাননের রোড ট্রিপ ছবির নাম ছিল 'চল জিন্দেগি' ৷ এবার সঙ্গীত শিল্পী হরিহরণের পুত্রও পা রাখলেন অভিনয় জগতে ৷ নেপোটিজম নিয়ে চলতে থাকা নানান বিতর্কের মাঝেই আবার এক স্টারকিড অভিষেক করতে চলেছেন বলিউডে ৷ হরিহরণ-পুত্র করণ এখন বেশ পরিচিত নাম ৷ তাঁর অভিনয়ের অভিষেক জল্পনা সামনে এসেছিল আগেই ৷ তবে এবার সামনে এল তাঁর নতুন ছবি 'পেয়ার হ্যায় তো হ্যায়' ছবির পোস্টার ৷
বৃহস্পতিবার সিনে সমালোচক তরণ আদর্শ শেয়ার করেছেন এই ছবির পোস্টার ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রদীপ আর কে চৌধুরী ৷ আর ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন রণধীর কুমার এবং সঞ্জীব কুমার ৷ 'পেয়ার হ্যায় তো হ্যায়' ছবির পোস্টারে করণের সঙ্গে দেখা গিয়েছে আরও এক নবাগতা পানি কাশ্যপকে ৷
ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 28 সেপ্টেম্বর ৷ ছবির পোস্টারে দেখা গিয়েছে আবেগে নায়ককে জড়িয়ে রেখেছেন নায়িকা ৷ আর নায়কের হাতে লুকোনো রয়েছে গোলাপ ৷ এই দৃশ্যের সঙ্গে আরও একটি দৃশ্যকেও ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে ৷ যেখানে নায়ক-নায়িকাকে পাশাপাশি বসে কিছুটা সময় কাটাতে দেখা গিয়েছে ৷ ছবিটি যে আদ্যোপান্ত রোম্যান্সে ভরপুর হতে চলেছে এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷
-
SINGER HARIHARAN’S SON KARAN MAKES HIS ACTING DEBUT… #TeaserPoster of #PyaarHaiTohHai - which introduces #KaranHariharan [son of singer #Hariharan] and #PaanieKashyap - unveils… In *cinemas* 28 Sept 2023.
— taran adarsh (@taran_adarsh) August 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The film is produced by Sanjeev Kumar and Randhir Kumar and directed by… pic.twitter.com/lnGgsSTXBF
">SINGER HARIHARAN’S SON KARAN MAKES HIS ACTING DEBUT… #TeaserPoster of #PyaarHaiTohHai - which introduces #KaranHariharan [son of singer #Hariharan] and #PaanieKashyap - unveils… In *cinemas* 28 Sept 2023.
— taran adarsh (@taran_adarsh) August 3, 2023
The film is produced by Sanjeev Kumar and Randhir Kumar and directed by… pic.twitter.com/lnGgsSTXBFSINGER HARIHARAN’S SON KARAN MAKES HIS ACTING DEBUT… #TeaserPoster of #PyaarHaiTohHai - which introduces #KaranHariharan [son of singer #Hariharan] and #PaanieKashyap - unveils… In *cinemas* 28 Sept 2023.
— taran adarsh (@taran_adarsh) August 3, 2023
The film is produced by Sanjeev Kumar and Randhir Kumar and directed by… pic.twitter.com/lnGgsSTXBF
আরও পড়ুন: নিজের বিরুদ্ধেই মামলা লড়বেন কান্তিশরণ, মুক্তি পেল 'ও মাই গড 2' ছবির ট্রেলার
এর আগেও 2016 সালে করণের অভিনয় অভিষেকের কথা সামনে এসেছিল ৷ বিভিন্ন সংবাদমাধ্যমেও দাবি করা হয় যে থ্রিলার ছবির হাত ধরে রূপোলি পর্দায় পা রাখছেন অভিনয়ে ৷ তবে সেই ছবি নিয়ে তারপর আর কোনও তথ্য অবশ্য সামনে আসেনি ৷ তবে এবার অপেক্ষার পালা শেষ ৷ গায়ক-পুত্র এখন কীভাবে সকলের মন জয় করে নেন, সেটাই দেখার ৷