ETV Bharat / entertainment

HBD Naseeruddin Shah: দশকের পর দশক পেরিয়ে আজও সমান প্রাসঙ্গিক, অভিনয়ের সংজ্ঞা নাসিরউদ্দিন

author img

By

Published : Jul 20, 2023, 1:07 PM IST

Updated : Jul 20, 2023, 1:43 PM IST

আজও নাসিরউদ্দিন শাহ সমান প্রাসঙ্গিক তাঁর অভিনয় গুণে ৷ ফিরে দেখা তাঁর কিছু কাজ যা মাইল ফলক হয়ে আছে বিনোদনের দুনিয়ায় ৷

HBD Naseeruddin Shah
ফিরে দেখা নাসিরউদ্দিন শাহের কিছু মাইলস্টোন কাজ

হায়দরাবাদ, 20 জুলাই: তাঁকে অভিনয়ের প্রতিষ্ঠান হিসেবে দেখেন আজকের প্রজন্মের অনেকে ৷ নওয়াজউদ্দিন সিদ্দিকী, পঙ্কজ ত্রিপাঠী কিংবা প্রয়াত ইরফান খান সকলের কাছেই নাসিরউদ্দিন শাহ অভিনয় শিক্ষার প্রতিষ্ঠান ৷ পদ্মশ্রী, পদ্মভূষণের মতো একাধিক সম্মানে সমান্নিত এই অভিনেতা আজ আরও একটি বসন্ত পার করে ফেললেন ৷

অনুরাগীদের কাছে তিনি পরিচিত নাসিরভাই হিসেবে ৷ রাজনৈতিক পরিসরেও তিনি যথেষ্ট সক্রিয় ৷ অভিনেতার নানা মন্তব্য বিভিন্ন সময় বিতর্কেরও জন্ম দিয়েছে ৷ কিন্তু মানতেই হবে অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন নাসিরউদ্দিন সবসময় নিজস্ব স্বাক্ষর বজায় রেখেছেন ৷ আজ ফিরে দেখা তাঁর এমন কিছু অভিনয়ের দিকে যা অনুরাগীরা কখনও ভুলতে পারবেন না ৷

পার: 1984 সালে বাঙালি পরিচালক গৌতম ঘোষের হাত ধরে মুক্তি পায় 'পার' ছবিটি ৷ এই ছবিতে অভিনয় করেছিলেন উৎপল দত্ত, অনিল চট্টোপাধ্যায়, ওম পুরি, কামু মুখোপাধ্যায় এবং শাবানা আজমির মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ তবে নাসিরউদ্দিন শাহের জন্যও আলাদা করে দেখতে হয় ছবিটি ৷ বিহারের শ্রমিক নওরঙ্গিয়ার চরিত্রে তাঁর অভিনয় রীতিমতো নজর কেড়েছিল সকলের ৷ এই ছবির জন্য় সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কারও জিতে নেন নাসির ৷

স্পর্শ: পরিচালক তপন কুমার নন্দীর 'স্পর্শ' ছবিটি তৈরি হয় আরও বেশ কয়েকবছর আগে ৷ 1980 সালে মুক্তি পায় ছবিটি ৷ এখানে নাসিরউদ্দিন যেভাবে একটি চুড়ান্ত কঠিন চরিত্রকে সহজে পর্দায় ফুটিয়ে তোলেন তা সবদিক থেকেই অনবদ্য ৷ 'স্পর্শ' ছবিতে নাসিরকে অভিনয় করতে হয়েছিল একজন অন্ধের ভূমিকায় ৷ আর তাঁর অভিনয় গুণ মুগ্ধ করেছিল সকলকে ৷

মাসুম: একইভাবে বলতে হবে 'মাসুম' ছবির কথাও ৷ একজন বাবার যন্ত্রণাকে ছবিতে ফুটিয়ে তুলেছেন নাসির ৷ বাবা ও ছেলের সম্পর্কের বিভিন্ন দিক এই গল্পের মুল ভিত্তি ৷ ছবিতে অভিনয় করেছিলেন তনুজা, শাবানা আজমি এবং সুপ্রিয়া পাঠকের মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ 1983 সালে মুক্তি পায় ছবিটি ৷

জানে ভি দো ইয়ারো: একই বছর মুক্তি পায় 'জানে ভি দো ইয়ারো' ছবিটিও ৷ সাধারণ সিরিয়াস চরিত্রে নাসিরউদ্দিন দেখতে যাঁরা অভ্যস্ত তাঁদের এই ছবিটি দেখা দরকার ৷ এখানে তিনি প্রমাণ করেছেন হাস্যরসেও ঠিক কতটা সাবলীল তিনি ৷

ইকবাল: 2005 সালে মুক্তি পাওয়া এই ছবির জন্য আরও একবার তিনি জিতে নেন জাতীয় পুরস্কার ৷ নাসিরকে এখানে দেখা গিয়েছে এক মূক ও বধির জোরে বোলারের কোচ হিসেবে ৷ ছবিতে দেখানো হয়েছে জীবন থেকে সমস্ত আশা হারিয়ে ফেলেছেন তিনি। ক্রিকেট থেকে অনেক দূরে সরে গিয়ে নিজেকে নেশায় ডুবিয়ে দিয়েছেন। ঠিক সে সময়ে তরুণ ক্রিকেটারের হাত ধরে তিনি নতুন করে ফিরে আসেন জীবনের মূল ধারায় ৷ ছাত্র-শিক্ষকের সম্পর্কের দারুণ গল্প বলে ছবিটি ৷

আরও পড়ুন: জাহ্নবীর কান কামড়ে 'বাওয়াল' বরুণের! কটাক্ষ নেটিজেনদের

তাজ: আজকের ওয়েবসিরিজের যুগেও সমান প্রাসঙ্গিক নাসির ৷ 'তাজ: ডিভাইডেড বাই ব্লাড' সিরিজে তাঁর অভিনয় সে কথাই আবারও মনে করিয়ে দেয় ৷ মুঘল যুগের এই কাহিনিতেও যেভাবে নিজেকে ফুটিয়ে তুলেছেন এই প্রবীণ অভিনেতা তা সত্যিই অনবদ্য ৷

হায়দরাবাদ, 20 জুলাই: তাঁকে অভিনয়ের প্রতিষ্ঠান হিসেবে দেখেন আজকের প্রজন্মের অনেকে ৷ নওয়াজউদ্দিন সিদ্দিকী, পঙ্কজ ত্রিপাঠী কিংবা প্রয়াত ইরফান খান সকলের কাছেই নাসিরউদ্দিন শাহ অভিনয় শিক্ষার প্রতিষ্ঠান ৷ পদ্মশ্রী, পদ্মভূষণের মতো একাধিক সম্মানে সমান্নিত এই অভিনেতা আজ আরও একটি বসন্ত পার করে ফেললেন ৷

অনুরাগীদের কাছে তিনি পরিচিত নাসিরভাই হিসেবে ৷ রাজনৈতিক পরিসরেও তিনি যথেষ্ট সক্রিয় ৷ অভিনেতার নানা মন্তব্য বিভিন্ন সময় বিতর্কেরও জন্ম দিয়েছে ৷ কিন্তু মানতেই হবে অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন নাসিরউদ্দিন সবসময় নিজস্ব স্বাক্ষর বজায় রেখেছেন ৷ আজ ফিরে দেখা তাঁর এমন কিছু অভিনয়ের দিকে যা অনুরাগীরা কখনও ভুলতে পারবেন না ৷

পার: 1984 সালে বাঙালি পরিচালক গৌতম ঘোষের হাত ধরে মুক্তি পায় 'পার' ছবিটি ৷ এই ছবিতে অভিনয় করেছিলেন উৎপল দত্ত, অনিল চট্টোপাধ্যায়, ওম পুরি, কামু মুখোপাধ্যায় এবং শাবানা আজমির মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ তবে নাসিরউদ্দিন শাহের জন্যও আলাদা করে দেখতে হয় ছবিটি ৷ বিহারের শ্রমিক নওরঙ্গিয়ার চরিত্রে তাঁর অভিনয় রীতিমতো নজর কেড়েছিল সকলের ৷ এই ছবির জন্য় সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কারও জিতে নেন নাসির ৷

স্পর্শ: পরিচালক তপন কুমার নন্দীর 'স্পর্শ' ছবিটি তৈরি হয় আরও বেশ কয়েকবছর আগে ৷ 1980 সালে মুক্তি পায় ছবিটি ৷ এখানে নাসিরউদ্দিন যেভাবে একটি চুড়ান্ত কঠিন চরিত্রকে সহজে পর্দায় ফুটিয়ে তোলেন তা সবদিক থেকেই অনবদ্য ৷ 'স্পর্শ' ছবিতে নাসিরকে অভিনয় করতে হয়েছিল একজন অন্ধের ভূমিকায় ৷ আর তাঁর অভিনয় গুণ মুগ্ধ করেছিল সকলকে ৷

মাসুম: একইভাবে বলতে হবে 'মাসুম' ছবির কথাও ৷ একজন বাবার যন্ত্রণাকে ছবিতে ফুটিয়ে তুলেছেন নাসির ৷ বাবা ও ছেলের সম্পর্কের বিভিন্ন দিক এই গল্পের মুল ভিত্তি ৷ ছবিতে অভিনয় করেছিলেন তনুজা, শাবানা আজমি এবং সুপ্রিয়া পাঠকের মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ 1983 সালে মুক্তি পায় ছবিটি ৷

জানে ভি দো ইয়ারো: একই বছর মুক্তি পায় 'জানে ভি দো ইয়ারো' ছবিটিও ৷ সাধারণ সিরিয়াস চরিত্রে নাসিরউদ্দিন দেখতে যাঁরা অভ্যস্ত তাঁদের এই ছবিটি দেখা দরকার ৷ এখানে তিনি প্রমাণ করেছেন হাস্যরসেও ঠিক কতটা সাবলীল তিনি ৷

ইকবাল: 2005 সালে মুক্তি পাওয়া এই ছবির জন্য আরও একবার তিনি জিতে নেন জাতীয় পুরস্কার ৷ নাসিরকে এখানে দেখা গিয়েছে এক মূক ও বধির জোরে বোলারের কোচ হিসেবে ৷ ছবিতে দেখানো হয়েছে জীবন থেকে সমস্ত আশা হারিয়ে ফেলেছেন তিনি। ক্রিকেট থেকে অনেক দূরে সরে গিয়ে নিজেকে নেশায় ডুবিয়ে দিয়েছেন। ঠিক সে সময়ে তরুণ ক্রিকেটারের হাত ধরে তিনি নতুন করে ফিরে আসেন জীবনের মূল ধারায় ৷ ছাত্র-শিক্ষকের সম্পর্কের দারুণ গল্প বলে ছবিটি ৷

আরও পড়ুন: জাহ্নবীর কান কামড়ে 'বাওয়াল' বরুণের! কটাক্ষ নেটিজেনদের

তাজ: আজকের ওয়েবসিরিজের যুগেও সমান প্রাসঙ্গিক নাসির ৷ 'তাজ: ডিভাইডেড বাই ব্লাড' সিরিজে তাঁর অভিনয় সে কথাই আবারও মনে করিয়ে দেয় ৷ মুঘল যুগের এই কাহিনিতেও যেভাবে নিজেকে ফুটিয়ে তুলেছেন এই প্রবীণ অভিনেতা তা সত্যিই অনবদ্য ৷

Last Updated : Jul 20, 2023, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.