ETV Bharat / entertainment

Soham Dev New Film: জল্পনায় সিলমোহর দিলেন সোহম, দেবের নতুন ছবিতে 'ডাবল ধামাকা' - Soham Chakraborty New Project Pradhan

দেবের সঙ্গে কাজের খবর রটে গিয়েছিল আগেই ৷ এবার তাতে নিজেই সিলমোহর দিয়ে দিলেন অভিনেতা সোহম চক্রবর্তী ৷

Soham Dev New Film
দেবের নতুন ছবিতে সোহম
author img

By

Published : Aug 5, 2023, 7:34 PM IST

কলকাতা, 5 অগস্ট: কানাঘুষো রটতে রটতে খবরটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল অনেক দিন আগেই ৷ অনেক সংবাদমাধ্যমেই জল্পনা শুরু হয়েছিল হয়তো সোহম চক্রবর্তী এবার কাজ করতে পারেন দেবের সঙ্গে ৷ রাজনীতির ময়দানে তো এক দলের হয়ে কাজ করছেনই তাঁরা ৷ এবার নাকি রূপোলি পর্দাতেও তাঁদের দেখা যাবে একসঙ্গে ৷ হ্যাঁ, অবশেষে শনিবার নিজেই অনুরাগীদের সুখবর জানালেন সোহম ৷

অভিনেতা এদিন দেবের একটি পুরোনো ছবি শেয়ার করেছেন ৷ যেখানে অভিনেতাকে দেখা গিয়েছে তাঁর নতুন ছবি 'প্রধান'-এর প্রস্তুতি নিতে ৷ ছবির শুটিং শুরুর আগে শরীরের যন্ত্রণা কমাতে কাপ থেরাপির আশ্রয় নিয়েছিলেন দেব ৷ ছবিটি শেয়ারও করেছিলেন তিনি ৷ এদিন সোহমও সেই একই ছবি শেয়ার করলেন ৷ আর তার সঙ্গে ছিল তাঁরও একটি ছবি ৷ যেখানে অভিনেতা ক্যামেরায় ধরা দিলেন খালি গায়ে ৷

ছবির ক্যাপশানে তিনি লেখেন, "একই ট্র্যাকে যখন দু'টো ট্রেন এসে পড়ে তখন বিস্ফোরণ তো অবশ্য়ম্ভাবী ৷ প্রধানে দেবের সঙ্গে ৷" সোহমের নতুন ছবির খবর শুনে বেশ খুশি অনুরাগীরা ৷ কেউ লিখেছেন, "জিয়ো দাদা ৷" কেউ আবার শেয়ার করেছেন আগুনের ইমোজি ৷ আবার কেউ লিখেছেন, "আপনার অভিনয় নিয়ে কোনও কথা হবে না ৷ কিন্তু দাদা প্লিজ 2009 থেকে 2012 সাল পর্যন্ত আপনার যে লুক ছিল ঐ লুকে যদি আপনি আর একবার ফিরে আসেন তাহলে আমরা খুব খুশি হব ।"

আরও পড়ুন: 80 কোটির ক্লাবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি', উইকএন্ডেই বাজি মারতে হবে করণকে

দেবের এই নতুন ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিজিৎ সেন ৷ অভিজিতের হাত ধরে এর আগে 'টনিক' এবং 'প্রজাপতি'র মতো দু'টি দারুণ ছবি উপহার দিয়েছেন দেব ৷ তাই এই ছবি নিয়েও উত্তেজনা তুঙ্গে ৷ 'প্রজাপতি'র ট্র্যাডিশন বজায় রেখেই এই ছবিতেও একজন ছোটপর্দার অভিনেত্রীকে সুযোগ দিয়েছেন নির্মাতারা ৷ দেব-সোহমের পাশে এই ছবিতে অভিনয় করবেন সৌমিতৃষা কুণ্ডু ৷

কলকাতা, 5 অগস্ট: কানাঘুষো রটতে রটতে খবরটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল অনেক দিন আগেই ৷ অনেক সংবাদমাধ্যমেই জল্পনা শুরু হয়েছিল হয়তো সোহম চক্রবর্তী এবার কাজ করতে পারেন দেবের সঙ্গে ৷ রাজনীতির ময়দানে তো এক দলের হয়ে কাজ করছেনই তাঁরা ৷ এবার নাকি রূপোলি পর্দাতেও তাঁদের দেখা যাবে একসঙ্গে ৷ হ্যাঁ, অবশেষে শনিবার নিজেই অনুরাগীদের সুখবর জানালেন সোহম ৷

অভিনেতা এদিন দেবের একটি পুরোনো ছবি শেয়ার করেছেন ৷ যেখানে অভিনেতাকে দেখা গিয়েছে তাঁর নতুন ছবি 'প্রধান'-এর প্রস্তুতি নিতে ৷ ছবির শুটিং শুরুর আগে শরীরের যন্ত্রণা কমাতে কাপ থেরাপির আশ্রয় নিয়েছিলেন দেব ৷ ছবিটি শেয়ারও করেছিলেন তিনি ৷ এদিন সোহমও সেই একই ছবি শেয়ার করলেন ৷ আর তার সঙ্গে ছিল তাঁরও একটি ছবি ৷ যেখানে অভিনেতা ক্যামেরায় ধরা দিলেন খালি গায়ে ৷

ছবির ক্যাপশানে তিনি লেখেন, "একই ট্র্যাকে যখন দু'টো ট্রেন এসে পড়ে তখন বিস্ফোরণ তো অবশ্য়ম্ভাবী ৷ প্রধানে দেবের সঙ্গে ৷" সোহমের নতুন ছবির খবর শুনে বেশ খুশি অনুরাগীরা ৷ কেউ লিখেছেন, "জিয়ো দাদা ৷" কেউ আবার শেয়ার করেছেন আগুনের ইমোজি ৷ আবার কেউ লিখেছেন, "আপনার অভিনয় নিয়ে কোনও কথা হবে না ৷ কিন্তু দাদা প্লিজ 2009 থেকে 2012 সাল পর্যন্ত আপনার যে লুক ছিল ঐ লুকে যদি আপনি আর একবার ফিরে আসেন তাহলে আমরা খুব খুশি হব ।"

আরও পড়ুন: 80 কোটির ক্লাবে 'রকি অউর রানি কি প্রেম কাহানি', উইকএন্ডেই বাজি মারতে হবে করণকে

দেবের এই নতুন ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিজিৎ সেন ৷ অভিজিতের হাত ধরে এর আগে 'টনিক' এবং 'প্রজাপতি'র মতো দু'টি দারুণ ছবি উপহার দিয়েছেন দেব ৷ তাই এই ছবি নিয়েও উত্তেজনা তুঙ্গে ৷ 'প্রজাপতি'র ট্র্যাডিশন বজায় রেখেই এই ছবিতেও একজন ছোটপর্দার অভিনেত্রীকে সুযোগ দিয়েছেন নির্মাতারা ৷ দেব-সোহমের পাশে এই ছবিতে অভিনয় করবেন সৌমিতৃষা কুণ্ডু ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.