জলপাইগুড়ি, 14 সেপ্টেম্বর: একজন বিধায়ক, একজন সাংসদ । দু'জনেই আবার অভিনেতা । কীভাবে বন্যপ্রাণ নিয়ে তাঁরা এতটা অসচেতন? ছবির শুটিংয়ে এসে বৃহৎ অজগর নিয়ে নায়ক সোহমের ছবি তোলা, এমনকী রিসর্টে কর্মরত ব্যক্তির অজগরের উপর দাঁড়িয়ে তোলা ছবি, আপাতত সেই প্রশ্নই ছুড়ে দিল । গোটা বিষয়টি আবার ঘটেছে দেবের উপস্থিতিতেই বলে খবর। যেভাবে অজগর সাপটিকে নিয়ে 'ছেলেখেলা' করা হয়েছে, তাতে হতভম্ব পরিবেশপ্রেমী ও বন্যপ্রাণপ্রেমীরা ৷ দূর থেকে ছবি ক্যামেরাবন্দি করেছেন খোদ অভিনেতা-সাংসদ দেব। ঘটনায় ক্ষোভ প্রকাশ বন্যপ্রাণী প্রেমীদের। তীব্র নিন্দা করলেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণী)।
-
Good morning. Ajker sokaler #Pradhan akorshon😄😄 #loveanimals pic.twitter.com/raKqowCY7s
— Soham Chakraborty (@myslf_soham) September 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Good morning. Ajker sokaler #Pradhan akorshon😄😄 #loveanimals pic.twitter.com/raKqowCY7s
— Soham Chakraborty (@myslf_soham) September 14, 2023Good morning. Ajker sokaler #Pradhan akorshon😄😄 #loveanimals pic.twitter.com/raKqowCY7s
— Soham Chakraborty (@myslf_soham) September 14, 2023
বৃহস্পতিবার জলপাইগুড়ি স্পোর নামে স্বেচ্ছাসেবী সংগঠনের মুখপাত্র শ্যামা প্রসাদ পাণ্ডে বলেন, "অভিনেতার অজগর সাপ ধরার যে ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে অজগরটিকে নিয়ে ছেলেখেলা করা হয়েছে। এটা বন্যপ্রাণী প্রোটেকশন অ্যাক্ট বিরোধী। অজগরটির শরীরের ওপরে যেভাবে দাঁড়ানো হয়েছে তা 1972 সালের ওয়াইল্ড প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী গুরুতর অপরাধ। অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়া উচিৎ।"
তিনি আরও বলেন, "একজন বিধায়ক তথা অভিনেতা সোহম তিনি দায়িত্বশীল নাগরিক। তাঁর সামনে অজগরের ওপরে দাঁড়িয়ে গেলেন এক ব্যক্তি। বনকর্মীরাও সঠিক কাজ করেননি। তাঁদের উচিৎ ছিল সাপটিকে উদ্ধার করে সোজা নিয়ে চলে যাওয়া। সাপ নিয়ে শুটিং করার কোনও মানে হয় না। ঘাটালের সাংসদ দেব, তিনি কিছুই বললেন না দেখে অবাক লাগছে ৷ আমরা বন দফতরের কাছে অভিযোগ করব।"
রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণী) দেবল রায় বলেন, "এই ধরনের ঘটনা কাম্য নয়। অজগরটি উদ্ধারের সময় বনকর্মীরা থাকা সত্বেও কেন এমন ঘটনা ঘটল খতিয়ে দেখতে হবে। এই ভাবে সাপের ওপর দাড়িয়ে ছবি তোলা যায় না। আমি খোঁজ নিচ্ছি কেন এমন হল।"
উত্তরবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণী) রাজেন্দ্র জাখর বলেন, "অজগর সাপ যেখানে উদ্ধার হয়েছিল সেখানে গরুমারা বন্যপ্রাণী বিভাগের আধিকারিকদের পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে। বনকর্মীদের কোনও গাফিলতি থাকলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।" পাশাপাশি সাপের ওপরে কেউ দাঁড়িয়ে থাকলেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷
প্রধান ছবির শুটিংয়ের জন্য উত্তরবঙ্গে রয়েছেন দেব-সোহম-সহ ছবির কলাকুশলীরা ৷ মূর্তি নদীর ধারে একটি বেসরকারি রিসোর্টে শুটিং-এর কাজে ব্যস্ত রয়েছেন তারকারা ৷ সেই সময় রিসোর্টের পাশে কর্মীরা বৃহৎ অজগর সাপ দেখতে পান। খবর দেওয়া হয় বনকর্মীদের ৷ বনকর্মীরা রিসোর্টে এসে সাপটি ধরেন ৷ সেখানে অভিনেতা সোহম সাপটিকে ধরে দেখেন। সেই ছবি দূর থেকে ক্যামেরাবন্দি করতে দেখা গিয়েছে অভিনেতা সাংসদ দেবকে। যা অভিনেতা সোহম সামাজিক মাধ্যমে শেয়ারও করেছেন ৷
আরও পড়ুন: 'প্রধান' ছবির শুটিং স্পটে দেখা মিলল বিশাল অজগরের! তারপর?
অন্যদিকে, দেব-সোহমের সামনেই এক ব্যক্তিকে দেখা গিয়েছে সাপটির উপর দু'পায়ে দাঁড়িয়ে ছবি তুলেছেন ৷ সেই ছবি ও ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ সরব বন্যপ্রাণপ্রেমীরা ৷ এই ঘটনায় অভিনেতা সোহম চক্রবর্তী ফোন করা হলে, তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।