মুম্বই, 18 ফেব্রুয়ারি: পরিচালক সঞ্জয় লীলা বনশালি ওটিটিতে পা রাখতে চলেছেন 'হীরামাণ্ডি'-র হাত ধরে ৷ বলিউডের প্রথমসারির পরিচালকের ডিজিটাল মিডিয়ায় প্রথম পদক্ষেপ হওয়ায় হীরামাণ্ডির কাহিনি দেখতে মুখিয়ে আছেন অনেকেই ৷ শনিবার সামনে এল এই কাহিনির টিজার পোস্টার ৷ শনিবার নেটফ্লিক্সের তরফে সামনে আনা হয়েছে এই প্রজেক্টের একটি টিজার পোস্টার ৷ যেখানে সামনে এসেছে চরিত্রদের প্রথম লুক (Heeramandi Teaser Poster is Out Now)৷
শনিবার নির্মাতাদের তরফে যে টিজার পোস্টারটি শেয়ার করা হয় তার ক্যাপশনে লেখা হয়েছে, 'অন্য এক যুগ, অন্য এক সময় ৷ সঞ্জয় লীলা বনশালি যে ম্যাজিকাল দুনিয়ার সৃষ্টি করেছেন তার অংশ হতে আর অপেক্ষা করতে পারছি না আমরা ৷ হিরামাণ্ডির অদ্ভুত জগতের কিছু ঝলক রইল এখানে ৷' সঞ্জয় লীলা বনশালি এবার কাজ করবেন অদিতি রাও হায়দারি, মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহাদের, রিচা চাড্ডাদের সঙ্গে ৷ প্রথম ঝলকে সামনে এসেছেন আরও দু'জন- শরমিন সেগাল এবং সঞ্জিদা শেখ ৷
এই বিশেষ সিরিজটি নিয়ে কাজের অভিজ্ঞতা কেমন তা নিয়ে ইতিমধ্য়েই মুখ খুলেছেন বনশালি ৷ তিনি বলেন, "আমি বড় ছবি বানিয়েছি ঠিকই কিন্তু ডিজিটাল দুনিয়ায় পা রাখা আমার কাছে অনেক বড় কাজ ৷" হিরামাণ্ডি-কে তাঁর সবচেয়ে বড় প্রজেক্ট বলেও উল্লেখ করেছেন তিনি ৷ শুধু তাই নয় ওয়েব সিরিজ বানানো আর 2-3 ঘণ্টার ছবির তৈরির মধ্যে কতটা পার্থক্য় রয়েছে তাও ব্যাখ্য়া করে তিনি জানান, দু-তিন ঘণ্টার ছবি বানানো পরিচালককে ততখানি বিধ্বস্ত করে না যতটা পর্বে পর্বে তৈরি সিরিজ তাঁকে ক্লান্ত করে দেয় ৷ কারণ গল্পটাই অনেক নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হয় ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: সংস্কার কুসংস্কার কতটা ভাবায় দেবলীনা কুমারকে?
বনশালির এই ওটিটি মহাকাব্যের গল্প ঠিক কেমন হতে চলেছে তা অবশ্য় এখনও জানা যায়নি ৷ এর আগে বড় পর্দায় তাঁর গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ছবিটি বিপুল প্রশংসা কুড়িয়েছে ৷ আলিয়ার অভিনয় যেমন তাঁকে খ্যাতি এনে দিয়েছে তেমনই প্রশংসা পেয়েছেন পরিচালকও ৷ আর এবার সঞ্জয় পা রাখছেন একেবারে নতুন এক জগতে ৷ এই নতুন জগত তাঁর জন্য় কেমন হবে, সেটাই এখন দেখার ৷