কলকাতা, 13 সেপ্টেম্বর: আদরের বোন পিয়াসী চট্টোপাধ্যায়কে হারালেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় ৷ তিন দিনের সমস্ত লড়াই শেষ হয়ে গেল নিমেষে ৷ বুধবার নিজেই সোশাল মিডিয়ায় খবরটি শেয়ার করেছেন অভিনেতা ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পিয়াসী ছিলেন সাহেবের মাসতুতো বোন ৷ এক বাড়িতেই দু'জনের বেড়ে ওঠা ৷ মাত্র 40 বছর বয়সেই মৃত্যু হল অভিনেতা-গায়কের ছোটবেলার সঙ্গীর ৷ প্রাণঘাতী ডেঙ্গির জেরেই মাল্টি অরগান ফেলিওর হয়ে যায় পিয়াসীর ৷ ছোটাছুটি করেও আর বাঁচানো সম্ভব হয়নি ৷
মঙ্গলবার রাতেই তাঁর চিকিৎসার জন্য় এ পজিটিভ গ্রুপের রক্তের খোঁজে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অভিনেতা ৷ সেই পোস্ট দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন বহু মানুষ ৷ কিন্তু বৃথা গেল সেই প্রচেষ্টা ৷ বুধবার সোশালে অভিনেতা লেখেন, "আমার বোন পিয়াসী চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য় এ গ্রুপের ডোনারদের এগিয়ে আসতে অনুরোধ করেছিলাম আমার আগের পোস্টে ৷ অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ৷ তাঁদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ ৷ কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই আমরা ওকে হারিয়েছি ৷ মাত্র তিন রাতের ব্যবধান ৷ আর তাতেই ওকে কেড়ে নিল মারণ রোগ ডেঙ্গি ৷"
বুধবার ভোর রাতে মৃত্যু হয় অভিনেতার বোনের ৷ এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাহেব জানিয়েছেন, পিয়াসীর এক কন্যাসন্তানও রয়েছে ৷ তার বয়স মাত্র 2 মাস ৷ অভিনেতার জন্য় যে এটা সাঙ্ঘাতিক মানসিক যন্ত্রণার, তা বলাই বাহুল্য ৷ তাঁর এই যন্ত্রণা ছুঁয়ে গিয়েছে অনুরাগীদেরও ৷
আরও পড়ুন: জন্মদিন নিয়ে মেতে উঠলেন রামকমল, সোশালে পোস্ট 'বিনোদিনী'র পরিচালকের
সাহেব বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত মুখ ৷ ছোট পর্দা থেকে বড় পর্দা সবক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ ৷ গানের গলাও দুরন্ত ৷ সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে সন্দীপ রায়ের তৈরি 'হত্যাপুরী' ছবিতেও ৷ আগামীতেও বেশ কয়েকটি কাজ রয়েছে অভিনেতার হাতে ৷