ETV Bharat / entertainment

Asaram Bapu on Manoj Film: মনোজের ছবির বিরুদ্ধে আইনি নোটিশ জারি আশারাম বাপুর - Asaram Bapu on Sirf Ek Bandaa Kaafi Hai

সির্ফ এক বান্দা কাফি হ্যায়'-এর বিরুদ্ধে আইনি নোটিশ জারি আশারাম বাপুর ৷ মনোজের এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী 23 মে ৷

Asaram Bapu on Sirf Ek Bandaa Kaafi Hai
মনোজের ছবির বিরুদ্ধে আইনি নোটিশ জারি
author img

By

Published : May 10, 2023, 2:27 PM IST

হায়দরাবাদ, 10 মে: মনোজ বাজপেয়ীর আসন্ন কোর্টরুম ড্রামা 'সির্ফ এক বান্দা কাফি হ্যায়'-এর বিরুদ্ধে জারি হল আইনি নোটিশ ৷ আশারাম বাপুর তরফে নোটিশটি পাঠানো হয়েছে ৷ আশারাম বাপুর চ্য়ারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে জারি করা এই নোটিশে দাবি করা হয়েছে এই ছবি তাঁদের মক্কেলের জন্য় আপত্তিকর এবং মানহানিকর ৷ আর তাই এই ছবিটির প্রচার যাতে নিষিদ্ধ করা হয় তার জন্য় আদালতের কাছে আবেদন জানিয়েছেন আশারামের আইনজীবীরা ৷

ট্রেলারেই উল্লেখ করা হয়েছে এই ছবির কাহিনি বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত ৷ ছবির কাহিনি গড়ে উঠেছে একজন নাবালিকার ওপর অত্যাচার এবং তার ন্য়ায় বিচারের জন্য় লড়াইকে ঘিরে ৷ ছবিতে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন মনোজ বাজপেয়ী ৷ পকসো আইনের অধীনে তিনি এই মামলাটি লড়েন এক তথাকথিত সাধুবাবার বিরুদ্ধে ৷ এই ছবির লেখক দীপক কিংরানি। আর ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অপূর্ব সিং কার্কি ৷

ছবির প্রযোজক আসিফ শেখ বলেন, "হ্যাঁ, আমরা নোটিশ পেয়েছি । এ বিষয়ে পরবর্তী যা যা করণীয় তা আমাদের আইনজীবীরা ঠিক করবেন । আমরা পিসি সোলাঙ্কির উপর একটি বায়োপিক তৈরি করেছি ৷ এর জন্য আমি তার সঙ্গে আলোচনা করে তারপরে ছবির স্বত্ব কিনেছি । যার যা খুশি ভাবতে পারেন ।" তাঁর মতে, কারও চিন্তায় তো আর হস্তক্ষেপ করা যায় না ৷ তবে ছবি মুক্তি পেলেই সব সত্য়ি সামনে আসবে ৷

'সির্ফ এক বান্দা কাফি হ্যায়' জি5-এ আগামী 23 মে মুক্তি পেতে চলেছে৷ তার আগেই অবশ্য নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে এই ছবি ৷ আগামী 13 মে নিউইয়র্কে দেখানো হবে এই ছবি ৷ সেখানে উপস্থিত থাকবেন মনোজ নিজেও ৷ মনোজকে এর আগে দেখা গিয়েছে ডিজনি প্লাস হটস্টারের প্রজেক্ট 'গুলমোহর'-এ ৷ এই ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করেছিলেন শর্মিলা ঠাকুরের সঙ্গে ৷ তাঁর অভিনয় প্রশংসাও কুড়িয়েছিল সমালোচকদের ৷

আরও পড়ুন: দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত অগণতান্ত্রিক, মত সেন্সরবোর্ডের সদস্যের

হায়দরাবাদ, 10 মে: মনোজ বাজপেয়ীর আসন্ন কোর্টরুম ড্রামা 'সির্ফ এক বান্দা কাফি হ্যায়'-এর বিরুদ্ধে জারি হল আইনি নোটিশ ৷ আশারাম বাপুর তরফে নোটিশটি পাঠানো হয়েছে ৷ আশারাম বাপুর চ্য়ারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে জারি করা এই নোটিশে দাবি করা হয়েছে এই ছবি তাঁদের মক্কেলের জন্য় আপত্তিকর এবং মানহানিকর ৷ আর তাই এই ছবিটির প্রচার যাতে নিষিদ্ধ করা হয় তার জন্য় আদালতের কাছে আবেদন জানিয়েছেন আশারামের আইনজীবীরা ৷

ট্রেলারেই উল্লেখ করা হয়েছে এই ছবির কাহিনি বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত ৷ ছবির কাহিনি গড়ে উঠেছে একজন নাবালিকার ওপর অত্যাচার এবং তার ন্য়ায় বিচারের জন্য় লড়াইকে ঘিরে ৷ ছবিতে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন মনোজ বাজপেয়ী ৷ পকসো আইনের অধীনে তিনি এই মামলাটি লড়েন এক তথাকথিত সাধুবাবার বিরুদ্ধে ৷ এই ছবির লেখক দীপক কিংরানি। আর ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অপূর্ব সিং কার্কি ৷

ছবির প্রযোজক আসিফ শেখ বলেন, "হ্যাঁ, আমরা নোটিশ পেয়েছি । এ বিষয়ে পরবর্তী যা যা করণীয় তা আমাদের আইনজীবীরা ঠিক করবেন । আমরা পিসি সোলাঙ্কির উপর একটি বায়োপিক তৈরি করেছি ৷ এর জন্য আমি তার সঙ্গে আলোচনা করে তারপরে ছবির স্বত্ব কিনেছি । যার যা খুশি ভাবতে পারেন ।" তাঁর মতে, কারও চিন্তায় তো আর হস্তক্ষেপ করা যায় না ৷ তবে ছবি মুক্তি পেলেই সব সত্য়ি সামনে আসবে ৷

'সির্ফ এক বান্দা কাফি হ্যায়' জি5-এ আগামী 23 মে মুক্তি পেতে চলেছে৷ তার আগেই অবশ্য নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে এই ছবি ৷ আগামী 13 মে নিউইয়র্কে দেখানো হবে এই ছবি ৷ সেখানে উপস্থিত থাকবেন মনোজ নিজেও ৷ মনোজকে এর আগে দেখা গিয়েছে ডিজনি প্লাস হটস্টারের প্রজেক্ট 'গুলমোহর'-এ ৷ এই ছবিতে তিনি স্ক্রিনশেয়ার করেছিলেন শর্মিলা ঠাকুরের সঙ্গে ৷ তাঁর অভিনয় প্রশংসাও কুড়িয়েছিল সমালোচকদের ৷

আরও পড়ুন: দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত অগণতান্ত্রিক, মত সেন্সরবোর্ডের সদস্যের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.