মুম্বই, 2 জুন : শুরু হয়ে গিয়েছে কেকে'র শেষ যাত্রার প্রস্তুতি ৷ মাত্র 53 বছর বয়সে চির ঘুমের দেশে চলে যাওয়া এই কিংবদন্তিকে আজ চোখের জলে বিদায় দিলেন অনুরাগীরা ৷ বুধবার কলকাতায় গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানিয়ে এই কিংবদন্তীর মরদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে ৷ আজই মুম্বইয়ের ভারসোভায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত সঙ্গীতশিল্পীর (KK cremation)৷
তাঁর আগে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন হাজির হন গায়িকা অলকা ইয়াগনিক, শ্রেয়া ঘোষাল, অভিজিৎ, হরি হরণ, সেলিম মার্চেন্ট, উদিত নারায়ণরা ৷ নীরবেই আজ এই গায়ককে আলবিদা জানাল ফিল্মি দুনিয়া ৷ পাঁচশোর বেশি হিন্দি গানে যে শহরে বসে গলা দিয়েছেন কেকে সেই মায়ানগরী অবশেষে বিদায় দিল তার আরও এক গোল্ডেন ভয়েসকে ৷ দীর্ঘদিন ধরে মুম্বইয়ে বাস কে কে'র ৷ তবু গানের জগতের মানুষদের দেখা মিললেও অভিনয় জগৎ দূরেই রইল ৷ দু'লাইনের টুইট, ইনস্টা স্টোরিতে একটা ছবি সেঁটে R.I.P লিখে দায় সারল বলিউড ৷
আরও পড়ুন : শেষশ্রদ্ধার পর মুম্বইয়ে আজ শেষকৃত্য কেকে'র
শিল্পীর অন্তিম যাত্রাতেও সঙ্গী হলেন অনুরাগীদের অনেকেই ৷ 1999 সালের সেই অমোঘ গান 'হাম রহে ইয়া না রহে ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল' আজও অনুরণন তুলছে তাঁর ফ্যানেদের মনে ৷ গতকাল কেকে'র মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছিল পুলিশ ৷ পুলিশ জানিয়েছিল, শিল্পীর মুখে ও মাথায় আঘাত রয়েছে ৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট অস্বাভাবিক মামলার তত্ত্বকে খারিজ করে দিয়েছে ৷ রিপোর্ট অনুযায়ী, কার্ডিয়ার অ্যারেস্টে মৃত্যু হয়েছে জনপ্রিয় গায়কের ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">