ETV Bharat / entertainment

Jayati Chakraborty : ভুবন বাদ্যকরের মূল আশ্রয়টুকু যেন কেড়ে নেওয়া না হয় : জয়তি চক্রবর্তী - Jayati Chakraborty

সদ্য সেলিব্রেটি হয়ে ওঠা ভুবন বাদ্যকর ওরফে বাদামকাকুকে মুখ খুললেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী জয়তি চক্রবর্তী (Jayati Chakraborty on Bhuban Badyakar)৷ তিনি বলেন "একটা শিল্পকে আঁকড়ে ধরে তিনি কর্ম করছিলেন । আমার ভয় হচ্ছে তার সেই আশ্রয় টুকু যাতে না চলে যায় ৷"

jayati Chakrabarty with Etv Bharat
ভুবন বাদ্যকরের আশ্রয়টুকু যেন কেড়ে নেওয়া না হয়,যে শিল্পসত্তাকে আশ্রয় করে উনি কর্ম করতেন তাই করুন এমন পরামর্শ 'বাদামকাকু"র প্রতি শিল্পী জয়তি চক্রবর্তীর
author img

By

Published : May 11, 2022, 11:12 AM IST

দুর্গাপুর, 11 মে : রবি ঠাকুরের গানকে আশ্রয় করে বাংলায় যে কয়েকজন শিল্পী আপামর বাঙালির হৃদয়ে জায়গা করে নিতে পেরেছেন তাঁদের মধ্যে অন্যতম জয়তি চক্রবর্তী । তাঁর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উঠে এল বাদামকাকু ভুবন বাদ্যকরের সেলিব্রেটি হয়ে ওঠার কথাও (Jayati Chakraborty on Bhuban Badyakar) ৷ ভুবন বাদ্যকরের সেলিব্রেটি গায়ক হয়ে ওঠা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন "একটা শিল্পকে আঁকড়ে ধরে তিনি কর্ম করছিলেন । আমার ভয় হচ্ছে তাঁর সেই আশ্রয়টুকু যাতে না চলে যায় ৷"

অর্থাৎ ভুবন বাদ্যকরের যে প্রকৃত কর্ম সেই বাদাম বিক্রি আজ বন্ধ । জয়তী চক্রবর্তী ভীত তাঁর যেন সেই কর্মটুকুই না শেষ হয়ে যায় ৷ এখন বিভিন্ন চ্যানেলে চলছে বিভিন্ন রিয়ালিটি শো ৷ মঞ্চ পাচ্ছেন বহু তরুণ প্রতিভা ৷ কিন্তু অনেকেই বেশিদূর এগোতে পারছেন না ৷ ঠিক যেভাবে জনপ্রিয় হয়ে উঠছেন হারিয়েও যাচ্ছেন সেভাবেই ৷

আরও পড়ুন : বড় হিন্দি প্রজেক্টের খাবারের টাকায় আস্ত বাংলা ছবি হয়ে যাবে : শাশ্বত

জয়তী চক্রবর্তীর কথায়, এদের প্রতিভা দারুণ । তবে এখনকার ছেলেমেয়েদের বুদ্ধি অনেক কিন্তু তাদের বোধ কম ৷ তবে আধুনিক প্রজন্মকেও রবীন্দ্রনাথের লেখা গান যেভাবে আকৃষ্ট করছে তা অত্যন্ত আনন্দের বলেও জানান জয়তি ৷

দুর্গাপুর, 11 মে : রবি ঠাকুরের গানকে আশ্রয় করে বাংলায় যে কয়েকজন শিল্পী আপামর বাঙালির হৃদয়ে জায়গা করে নিতে পেরেছেন তাঁদের মধ্যে অন্যতম জয়তি চক্রবর্তী । তাঁর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উঠে এল বাদামকাকু ভুবন বাদ্যকরের সেলিব্রেটি হয়ে ওঠার কথাও (Jayati Chakraborty on Bhuban Badyakar) ৷ ভুবন বাদ্যকরের সেলিব্রেটি গায়ক হয়ে ওঠা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন "একটা শিল্পকে আঁকড়ে ধরে তিনি কর্ম করছিলেন । আমার ভয় হচ্ছে তাঁর সেই আশ্রয়টুকু যাতে না চলে যায় ৷"

অর্থাৎ ভুবন বাদ্যকরের যে প্রকৃত কর্ম সেই বাদাম বিক্রি আজ বন্ধ । জয়তী চক্রবর্তী ভীত তাঁর যেন সেই কর্মটুকুই না শেষ হয়ে যায় ৷ এখন বিভিন্ন চ্যানেলে চলছে বিভিন্ন রিয়ালিটি শো ৷ মঞ্চ পাচ্ছেন বহু তরুণ প্রতিভা ৷ কিন্তু অনেকেই বেশিদূর এগোতে পারছেন না ৷ ঠিক যেভাবে জনপ্রিয় হয়ে উঠছেন হারিয়েও যাচ্ছেন সেভাবেই ৷

আরও পড়ুন : বড় হিন্দি প্রজেক্টের খাবারের টাকায় আস্ত বাংলা ছবি হয়ে যাবে : শাশ্বত

জয়তী চক্রবর্তীর কথায়, এদের প্রতিভা দারুণ । তবে এখনকার ছেলেমেয়েদের বুদ্ধি অনেক কিন্তু তাদের বোধ কম ৷ তবে আধুনিক প্রজন্মকেও রবীন্দ্রনাথের লেখা গান যেভাবে আকৃষ্ট করছে তা অত্যন্ত আনন্দের বলেও জানান জয়তি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.