দুর্গাপুর, 11 মে : রবি ঠাকুরের গানকে আশ্রয় করে বাংলায় যে কয়েকজন শিল্পী আপামর বাঙালির হৃদয়ে জায়গা করে নিতে পেরেছেন তাঁদের মধ্যে অন্যতম জয়তি চক্রবর্তী । তাঁর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উঠে এল বাদামকাকু ভুবন বাদ্যকরের সেলিব্রেটি হয়ে ওঠার কথাও (Jayati Chakraborty on Bhuban Badyakar) ৷ ভুবন বাদ্যকরের সেলিব্রেটি গায়ক হয়ে ওঠা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন "একটা শিল্পকে আঁকড়ে ধরে তিনি কর্ম করছিলেন । আমার ভয় হচ্ছে তাঁর সেই আশ্রয়টুকু যাতে না চলে যায় ৷"
অর্থাৎ ভুবন বাদ্যকরের যে প্রকৃত কর্ম সেই বাদাম বিক্রি আজ বন্ধ । জয়তী চক্রবর্তী ভীত তাঁর যেন সেই কর্মটুকুই না শেষ হয়ে যায় ৷ এখন বিভিন্ন চ্যানেলে চলছে বিভিন্ন রিয়ালিটি শো ৷ মঞ্চ পাচ্ছেন বহু তরুণ প্রতিভা ৷ কিন্তু অনেকেই বেশিদূর এগোতে পারছেন না ৷ ঠিক যেভাবে জনপ্রিয় হয়ে উঠছেন হারিয়েও যাচ্ছেন সেভাবেই ৷
আরও পড়ুন : বড় হিন্দি প্রজেক্টের খাবারের টাকায় আস্ত বাংলা ছবি হয়ে যাবে : শাশ্বত
জয়তী চক্রবর্তীর কথায়, এদের প্রতিভা দারুণ । তবে এখনকার ছেলেমেয়েদের বুদ্ধি অনেক কিন্তু তাদের বোধ কম ৷ তবে আধুনিক প্রজন্মকেও রবীন্দ্রনাথের লেখা গান যেভাবে আকৃষ্ট করছে তা অত্যন্ত আনন্দের বলেও জানান জয়তি ৷