ETV Bharat / entertainment

Sidhu on KK : গান গাইতে গাইতে চলে গেলেন কে কে, শিল্পীর জন্য় এর চেয়ে ভাল আর হয় না: সিধু - Sidhu on KK

কে কে'র মৃত্যুতে শুধু বলিউড নয়, শোকাহত কলকাতার শিল্পীরাও । এবার এই নিয়ে মুখ খুললেন সঙ্গীত শিল্পী সিধুও (Sidhu on the Demise of KK)৷ তিনি বলেন "আমি কে কে'র ফ্যান। শুধু আমি না, আমার মতো কোটি কোটি ভারতবাসী কে কে'র ফ্যান। একজন শিল্পী গান গাইতে গাইতে চলে গেলেন। এর থেকে ভাল মৃত্যু হতে পারে না একজন শিল্পীর জন্য ।"

Sidhu regarding KK
গান গাইতে গাইতে চলে যাওয়ার মতো ভাল যাওয়া আর হয় নাঃ শোকাতুর সিধু
author img

By

Published : Jun 1, 2022, 3:25 PM IST

Updated : Jun 1, 2022, 4:08 PM IST

কলকাতা, 1 জুন : কৃষ্ণকুমার কুন্নাথ অর্থাৎ গায়ক কে কে-র মৃত্যুতে শোকাহত কলকাতার শিল্পীমহলও । আসমুদ্র হিমাচল আজ কে কে-র জন্য চোখের জল ফেলছে । এমনই জাদু শিল্পীর তথা শিল্পের । মাত্র 53 বছর বয়সে কে কে'র অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই । শোকপ্রকাশ করলেন সঙ্গীত শিল্পী সিধুও (Sidhu on the Demise of KK)৷

সঙ্গীত শিল্পী সিধু বলেন, "আমি কে কে-র ফ্যান। শুধু আমি না, আমার মতো কোটি কোটি ভারতবাসী কে কে-র ফ্যান । একজন শিল্পী গান গাইতে গাইতে চলে গেলেন । এর থেকে ভাল মৃত্যু হতে পারে না একজন শিল্পীর জন্য । তবে, সময়ের অনেকটা আগে চলে গেলেন কে কে । এটার দরকার ছিল না ।"

সিধু বলেন, "যে মানুষটা কিছুক্ষণ আগেও গান গাইছেন, দর্শকের মন মাতাচ্ছেন সেই মানুষটা হঠাৎ করে এভাবে চলে যাবেন, এটা মেনে নিতে আমাদের খুব অসুবিধা হচ্ছে । এটা খুব অবিশ্বাস্য ঘটনা । আমার মনে হয় উনি খুব বেশি উপসর্গ বুঝতে পারেননি । তাহলে হয়ত কিছুক্ষণের জন্য হলেও গান থামাতেন । উনি বিশ্রাম নিতেন বা শো করেই হাসপাতালে যেতেন । হোটেলে যেতেন না । আমি শুনেছি উনি ফিটনেস ফ্রিক ছিলেন । এরকম একজন মানুষ এরকম ম্যাসিভ কার্ডিয়াক অ্যাটাক-এ চলে গেলেন !"

তাঁর কথায়, "জীবন মৃত্যু নিয়ে আর কোনও ভরসা রইল না । সামনে অগণিত দর্শক । তাদের মনোরঞ্জন করতে করতেই চলে গেলেন তিনি । গানের মধ্যে থাকতে থাকতে চলে গেলেন, এর থেকে ভাল চলে যাওয়া হয় না আর । তবে, বড্ড সময়ের আগে হয়ে গেল ব্যাপারটা ।"

কে কে' প্রয়াণে সিধুর প্রতিক্রিয়া

আরও পড়ুন : কে কে-র মৃত্য়ুর তদন্তে ধর্মতলার হোটেলে ফরেন্সিক দল

এই ঘটনায় আহত বাবুল সুপ্রিয়ও ৷ তাঁর কথায়, "গানের জগতে সবচেয়ে ভাল মানুষদের এক জন কে কে । সবচেয়ে সুকণ্ঠী গায়কদেরও এক জন.. কে কে-র এমন আকস্মিক এবং অকালপ্রয়াণ কী অভাবনীয় এবং ভয়ানক বাস্তব! শান্তিতে থেকো বন্ধু ।" সাংসদ তথা অভিনেতা দেবের কথায়, "জানি না কী বলা উচিত এই নিয়ে । শান্তিতে থেকো কে কে...।"

কলকাতা, 1 জুন : কৃষ্ণকুমার কুন্নাথ অর্থাৎ গায়ক কে কে-র মৃত্যুতে শোকাহত কলকাতার শিল্পীমহলও । আসমুদ্র হিমাচল আজ কে কে-র জন্য চোখের জল ফেলছে । এমনই জাদু শিল্পীর তথা শিল্পের । মাত্র 53 বছর বয়সে কে কে'র অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই । শোকপ্রকাশ করলেন সঙ্গীত শিল্পী সিধুও (Sidhu on the Demise of KK)৷

সঙ্গীত শিল্পী সিধু বলেন, "আমি কে কে-র ফ্যান। শুধু আমি না, আমার মতো কোটি কোটি ভারতবাসী কে কে-র ফ্যান । একজন শিল্পী গান গাইতে গাইতে চলে গেলেন । এর থেকে ভাল মৃত্যু হতে পারে না একজন শিল্পীর জন্য । তবে, সময়ের অনেকটা আগে চলে গেলেন কে কে । এটার দরকার ছিল না ।"

সিধু বলেন, "যে মানুষটা কিছুক্ষণ আগেও গান গাইছেন, দর্শকের মন মাতাচ্ছেন সেই মানুষটা হঠাৎ করে এভাবে চলে যাবেন, এটা মেনে নিতে আমাদের খুব অসুবিধা হচ্ছে । এটা খুব অবিশ্বাস্য ঘটনা । আমার মনে হয় উনি খুব বেশি উপসর্গ বুঝতে পারেননি । তাহলে হয়ত কিছুক্ষণের জন্য হলেও গান থামাতেন । উনি বিশ্রাম নিতেন বা শো করেই হাসপাতালে যেতেন । হোটেলে যেতেন না । আমি শুনেছি উনি ফিটনেস ফ্রিক ছিলেন । এরকম একজন মানুষ এরকম ম্যাসিভ কার্ডিয়াক অ্যাটাক-এ চলে গেলেন !"

তাঁর কথায়, "জীবন মৃত্যু নিয়ে আর কোনও ভরসা রইল না । সামনে অগণিত দর্শক । তাদের মনোরঞ্জন করতে করতেই চলে গেলেন তিনি । গানের মধ্যে থাকতে থাকতে চলে গেলেন, এর থেকে ভাল চলে যাওয়া হয় না আর । তবে, বড্ড সময়ের আগে হয়ে গেল ব্যাপারটা ।"

কে কে' প্রয়াণে সিধুর প্রতিক্রিয়া

আরও পড়ুন : কে কে-র মৃত্য়ুর তদন্তে ধর্মতলার হোটেলে ফরেন্সিক দল

এই ঘটনায় আহত বাবুল সুপ্রিয়ও ৷ তাঁর কথায়, "গানের জগতে সবচেয়ে ভাল মানুষদের এক জন কে কে । সবচেয়ে সুকণ্ঠী গায়কদেরও এক জন.. কে কে-র এমন আকস্মিক এবং অকালপ্রয়াণ কী অভাবনীয় এবং ভয়ানক বাস্তব! শান্তিতে থেকো বন্ধু ।" সাংসদ তথা অভিনেতা দেবের কথায়, "জানি না কী বলা উচিত এই নিয়ে । শান্তিতে থেকো কে কে...।"

Last Updated : Jun 1, 2022, 4:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.