ETV Bharat / entertainment

Sidhart Kiara Wedding Pics: 'তেরি মেরি গল্লা হো গায়ি মশহুর...', নতুন পথ চলা শুরু সিড-কিয়ারার - Sidhart Kiara Wedding Pics Goes Viral

অবশেষে চার হাত এক হল সিড-কিয়ারার ৷ বিয়ের প্রথম ছবি এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় (Sidhart Kiara Wedding Pics Goes Viral)৷

Sidharth Ties Knot With Kiara See Wedding Pics
অবশেষে চার হাত এক হল সিড কিয়ারার
author img

By

Published : Feb 7, 2023, 5:27 PM IST

Updated : Feb 7, 2023, 11:07 PM IST

জয়সলমের, 7 ফেব্রুয়ারি: অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন সিড-কিয়ারা ৷ রাজস্থানের সূর্যগড় প্যালেসে সম্পন্ন হল তাঁদের রাজকীয় বিবাহ ৷ গত কয়েকবছর ধরেই তাঁদের এই বিবাহ নিয়ে জল্পনার অন্ত নেই ৷ কিন্তু অবশেষে সব জল্পনার অবসান চার হাত এক হল 'শেরশাহ' ছবির অনস্ক্রিন জুটির ৷ সামনে এল বিয়ের মুহূর্তের ছবিও ৷ সত্যি বলতে এই তারকা জুটির বিবাহ নিয়ে চর্চার অন্ত নেই সোশাল মিডিয়ায় (Sidhart Kiara Wedding Pics Goes Viral) ৷

ভিকি-ক্যাটরিনার মতোই রাজস্থানকেই বিয়ের জন্য় বেছে নিয়েছিলেন সিড-কিয়ারাও ৷ তাঁদের বিয়ের জন্য বেছে নেওয়া হয়েছে জয়সলমেরের সূর্যগড় প্যালেসকে ৷ ইতিমধ্যেই জানা গিয়েছে, এই হোটেলের একটি দিনের ভাড়া প্রায় 2 কোটি টাকা ৷ সিদ্ধার্থ-কিয়ারা শুধু নয় বলিউডের অনেক অভিনত্রীরই প্রথম পছন্দ সুম রোডের এই হোটেলটি ৷ ঘনিষ্ট আত্মীয়-পরিজন তো বটেই তার সঙ্গেই এদিন সিড-কিয়ারার বিয়েতে হাজির ছিলেন বলিউডের অনেকেই ৷ একদিকে যেমন হাজির শাহিদ কাপুর, মীরা রাজপুত তেমনই রয়েছেন পরিচালক তথা লেখক শকুন বাত্রা, অভিনেতা করণ ভোরা ও তাঁর স্ত্রী রিয়া, শাহরুখ খানের বন্ধু কাজল আনন্দ, প্রযোজক আরতি শেঠি, পূজা শেঠি এবং অমৃতপাল সিং বিন্দ্রা ৷

সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কিয়ারা আদবানির সম্পর্ক নিয়ে জল্পনা মোটেই আজকের নয় ৷ সিদ্ধার্থ অর্থাৎ পর্দার বিক্রম বাত্রার সঙ্গে কিয়ারা নাম জড়িয়ে গুঞ্জন শুরু হয়েছিল ছবির শুটিং চলাকালীনই ৷ ছবির শুটিংয়ের মাঝেই ডেটিং শুরু করেন সিড-কিয়ারা ৷ এরপর বহুবার তাঁরা একসঙ্গে ক্যামেরার সামনে এসেছেন ৷ এমনকী তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়েও চর্চা কম হয়নি ৷ তবে ফের তাঁদের একসঙ্গে দেখা যায় দুবাই সফরে ৷ সফর সেরে ফেরার পথে ক্যামেরা বন্দিও হন তিনি ৷

Sidhart Kiara Wedding Pics
বিয়ের প্রথম ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়
আরও পড়ুন: কখন শুরু শেরাবন্দি? জেনে নিন সিড কিয়ারার বিয়ের সাতসতেরো

যদিও সম্পর্ক নিয়ে প্রশ্নে মুখে কুলুপ এঁটেছিলেন দুই তারকাই ৷ এই নিয়ে প্রশ্ন তাঁরা বারবার এড়িয়ে সম্প্রতি করণ জোহরের শোয়ে প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি গাঁটছড়া বাঁধতে চলেছেন এই তারকা কপোত-কপোতী ৷ করণের জেরার সামনে কিয়ারা বলেই দিয়েছিলেন, সিদ্ধার্থ তাঁর কাছে বন্ধুর চেয়ে বেশি কিছু ৷ তখনই করণ এও জানিয়েছিলেন, বিয়েতে নিমন্ত্রণ না পেলে সিদ্ধার্থকে কষিয়ে চড় মারবেন তিনি ৷ সেই পরিস্থিতি অবশ্য় হয়নি ডাক পেয়েছেন করণ ৷ আর এক সূত্রে বাঁধা পড়েছেন সিড-কিয়ারাও ৷

জয়সলমের, 7 ফেব্রুয়ারি: অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন সিড-কিয়ারা ৷ রাজস্থানের সূর্যগড় প্যালেসে সম্পন্ন হল তাঁদের রাজকীয় বিবাহ ৷ গত কয়েকবছর ধরেই তাঁদের এই বিবাহ নিয়ে জল্পনার অন্ত নেই ৷ কিন্তু অবশেষে সব জল্পনার অবসান চার হাত এক হল 'শেরশাহ' ছবির অনস্ক্রিন জুটির ৷ সামনে এল বিয়ের মুহূর্তের ছবিও ৷ সত্যি বলতে এই তারকা জুটির বিবাহ নিয়ে চর্চার অন্ত নেই সোশাল মিডিয়ায় (Sidhart Kiara Wedding Pics Goes Viral) ৷

ভিকি-ক্যাটরিনার মতোই রাজস্থানকেই বিয়ের জন্য় বেছে নিয়েছিলেন সিড-কিয়ারাও ৷ তাঁদের বিয়ের জন্য বেছে নেওয়া হয়েছে জয়সলমেরের সূর্যগড় প্যালেসকে ৷ ইতিমধ্যেই জানা গিয়েছে, এই হোটেলের একটি দিনের ভাড়া প্রায় 2 কোটি টাকা ৷ সিদ্ধার্থ-কিয়ারা শুধু নয় বলিউডের অনেক অভিনত্রীরই প্রথম পছন্দ সুম রোডের এই হোটেলটি ৷ ঘনিষ্ট আত্মীয়-পরিজন তো বটেই তার সঙ্গেই এদিন সিড-কিয়ারার বিয়েতে হাজির ছিলেন বলিউডের অনেকেই ৷ একদিকে যেমন হাজির শাহিদ কাপুর, মীরা রাজপুত তেমনই রয়েছেন পরিচালক তথা লেখক শকুন বাত্রা, অভিনেতা করণ ভোরা ও তাঁর স্ত্রী রিয়া, শাহরুখ খানের বন্ধু কাজল আনন্দ, প্রযোজক আরতি শেঠি, পূজা শেঠি এবং অমৃতপাল সিং বিন্দ্রা ৷

সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কিয়ারা আদবানির সম্পর্ক নিয়ে জল্পনা মোটেই আজকের নয় ৷ সিদ্ধার্থ অর্থাৎ পর্দার বিক্রম বাত্রার সঙ্গে কিয়ারা নাম জড়িয়ে গুঞ্জন শুরু হয়েছিল ছবির শুটিং চলাকালীনই ৷ ছবির শুটিংয়ের মাঝেই ডেটিং শুরু করেন সিড-কিয়ারা ৷ এরপর বহুবার তাঁরা একসঙ্গে ক্যামেরার সামনে এসেছেন ৷ এমনকী তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়েও চর্চা কম হয়নি ৷ তবে ফের তাঁদের একসঙ্গে দেখা যায় দুবাই সফরে ৷ সফর সেরে ফেরার পথে ক্যামেরা বন্দিও হন তিনি ৷

Sidhart Kiara Wedding Pics
বিয়ের প্রথম ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়
আরও পড়ুন: কখন শুরু শেরাবন্দি? জেনে নিন সিড কিয়ারার বিয়ের সাতসতেরো

যদিও সম্পর্ক নিয়ে প্রশ্নে মুখে কুলুপ এঁটেছিলেন দুই তারকাই ৷ এই নিয়ে প্রশ্ন তাঁরা বারবার এড়িয়ে সম্প্রতি করণ জোহরের শোয়ে প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি গাঁটছড়া বাঁধতে চলেছেন এই তারকা কপোত-কপোতী ৷ করণের জেরার সামনে কিয়ারা বলেই দিয়েছিলেন, সিদ্ধার্থ তাঁর কাছে বন্ধুর চেয়ে বেশি কিছু ৷ তখনই করণ এও জানিয়েছিলেন, বিয়েতে নিমন্ত্রণ না পেলে সিদ্ধার্থকে কষিয়ে চড় মারবেন তিনি ৷ সেই পরিস্থিতি অবশ্য় হয়নি ডাক পেয়েছেন করণ ৷ আর এক সূত্রে বাঁধা পড়েছেন সিড-কিয়ারাও ৷

Last Updated : Feb 7, 2023, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.