ETV Bharat / entertainment

Mission Majnu Success Party: 'মিশন মজনু'র সাকসেস পার্টিতে হাজির রশ্মিকা-সিদ্ধার্থ - Sidharth Rashmika At Mission Majnu Success Party

'মিশন মজনু' ছবির সাফল্য উদযাপনের পার্টিতে দেখা গেল রশ্মিকা-সিদ্ধার্থকে(Sidharth Rashmika At Mission Majnu Success Party) ৷ শুক্রবার এই পার্টিতে হাজির ছিলেন সহ-অভিনেতা ও অনান্য কলাকুশলীরা ৷

Mission Majnu Success Party
ছবির সাকসেস পার্টিতে হাজির রশ্মিকা সিদ্ধার্থ
author img

By

Published : Jan 28, 2023, 8:20 PM IST

মিশন মজনু ছবির সাফল্য উদযাপনের পার্টিতে দেখা গেল রশ্মিকা সিদ্ধার্থ সহ অন্য়ান্য় নির্মাতাদের

মুম্বই, 28 জানুয়ারি: গত 20 জানুয়ারি ওটিটিতে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ-রশ্মিকা জুটির নতুন ছবি 'মিশন মজনু' ৷ দর্শকদের মাঝে বেশ জনপ্রিয় হয়েছে এই নতুন কাহিনি ৷ 'র' এজেন্টের ভূমিকায় সিদ্ধার্থকে যে বেশ লেগেছে তার প্রমাণ রয়েছে সমালোচকদের বয়ানে ৷ আর এবার ছবির সাফল্য উদযাপনের জন্য় এক হলেন নির্মাতা থেকে কলা কুশলী সকলেই (Sidharth Rashmika At Mission Majnu Success Party ) ৷

1971 সালে পাকিস্তানে একটি অভিযান চালিয়েছিল ভারত ৷ সেই ঘটনাই অনেকটাই বদলে দিয়েছিল ভারত-পাকিস্তানের সম্পর্ককে । আর সেই ঘটনাকেই পর্দায় তুলে ধরেছেন পরিচালক শান্তনু বাগচি । সত্য ঘটনার ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি ৷ রয়েছে রোম্যান্স এবং অন্যান্য় মশলাও ৷ তবে এখানে প্রেম আগে না দেশপ্রেম আগে তা নিয়ে নায়কের মনে তৈরি হয় দ্বন্দ্ব ৷ 'মিশন মজনু' নামের এই বিশেষ মিশনটিকে সঠিকভাবে শেষ করতে এই 'র' এজেন্ট কী কী করেন সেটাই দেখার ৷ যার জেরে এই ছবির ট্রেলার এবং টিজার সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্য়ে আগ্রহ তুঙ্গে ছিল ছবিটি নিয়ে ৷

আর ছবিটি সামনে আসার পরেও মিলল একইরকম প্রতিক্রিয়া ৷ 20 জানুয়ারি মুক্তি পাওয়ার পর থেকেই ছবিটি বেশ শোরগোল ফেলে দিয়েছে ৷ শুক্রবার ছবির সাকসেস পার্টিতেও দেখা মিলল সিদ্ধার্থ এবং রশ্মিকার ৷ সিদ্ধার্থ এবং কিয়ারার বিবাহ নিয়ে এখন রীতিমতো গুঞ্জন চলেছে চারিদিকে ৷ তারই মাঝে এই ছবির সাফল্য অবশ্যই বড় খবর অনুরাগীদের জন্য় ৷

আরও পড়ুন: রোম্যান্টিক সিনের মাঝে ভাইয়া ডাকলেন অর্চনা, প্রেম ভুলে হেসে লুটোপুটি কার্তিক

কার্যত এর আগেও এই ধরনের দেশ প্রেমের ছবিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ ৷ তাঁর 'শেরশাহ' ছবিটিও তৈরি হয়েছিল সত্য ঘটনার ওপর ভিত্তি করেই ৷ আর সেই ছবি যে বিপুল সাফল্য কুড়িয়েছিল দেশে এবং বিদেশে তা বলাই বাহুল্য ৷ আর তাই 'মিশন মজনু' নিয়েও আশাবাদী ছিলেন সিদ্ধার্থ অনুরাগীরা ৷ আর সেক্ষেত্রে তাঁরা যে কোনও ভুল করেননি তা বুঝিয়ে দিল ছবির সাফল্যই ৷

মিশন মজনু ছবির সাফল্য উদযাপনের পার্টিতে দেখা গেল রশ্মিকা সিদ্ধার্থ সহ অন্য়ান্য় নির্মাতাদের

মুম্বই, 28 জানুয়ারি: গত 20 জানুয়ারি ওটিটিতে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ-রশ্মিকা জুটির নতুন ছবি 'মিশন মজনু' ৷ দর্শকদের মাঝে বেশ জনপ্রিয় হয়েছে এই নতুন কাহিনি ৷ 'র' এজেন্টের ভূমিকায় সিদ্ধার্থকে যে বেশ লেগেছে তার প্রমাণ রয়েছে সমালোচকদের বয়ানে ৷ আর এবার ছবির সাফল্য উদযাপনের জন্য় এক হলেন নির্মাতা থেকে কলা কুশলী সকলেই (Sidharth Rashmika At Mission Majnu Success Party ) ৷

1971 সালে পাকিস্তানে একটি অভিযান চালিয়েছিল ভারত ৷ সেই ঘটনাই অনেকটাই বদলে দিয়েছিল ভারত-পাকিস্তানের সম্পর্ককে । আর সেই ঘটনাকেই পর্দায় তুলে ধরেছেন পরিচালক শান্তনু বাগচি । সত্য ঘটনার ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি ৷ রয়েছে রোম্যান্স এবং অন্যান্য় মশলাও ৷ তবে এখানে প্রেম আগে না দেশপ্রেম আগে তা নিয়ে নায়কের মনে তৈরি হয় দ্বন্দ্ব ৷ 'মিশন মজনু' নামের এই বিশেষ মিশনটিকে সঠিকভাবে শেষ করতে এই 'র' এজেন্ট কী কী করেন সেটাই দেখার ৷ যার জেরে এই ছবির ট্রেলার এবং টিজার সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্য়ে আগ্রহ তুঙ্গে ছিল ছবিটি নিয়ে ৷

আর ছবিটি সামনে আসার পরেও মিলল একইরকম প্রতিক্রিয়া ৷ 20 জানুয়ারি মুক্তি পাওয়ার পর থেকেই ছবিটি বেশ শোরগোল ফেলে দিয়েছে ৷ শুক্রবার ছবির সাকসেস পার্টিতেও দেখা মিলল সিদ্ধার্থ এবং রশ্মিকার ৷ সিদ্ধার্থ এবং কিয়ারার বিবাহ নিয়ে এখন রীতিমতো গুঞ্জন চলেছে চারিদিকে ৷ তারই মাঝে এই ছবির সাফল্য অবশ্যই বড় খবর অনুরাগীদের জন্য় ৷

আরও পড়ুন: রোম্যান্টিক সিনের মাঝে ভাইয়া ডাকলেন অর্চনা, প্রেম ভুলে হেসে লুটোপুটি কার্তিক

কার্যত এর আগেও এই ধরনের দেশ প্রেমের ছবিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ ৷ তাঁর 'শেরশাহ' ছবিটিও তৈরি হয়েছিল সত্য ঘটনার ওপর ভিত্তি করেই ৷ আর সেই ছবি যে বিপুল সাফল্য কুড়িয়েছিল দেশে এবং বিদেশে তা বলাই বাহুল্য ৷ আর তাই 'মিশন মজনু' নিয়েও আশাবাদী ছিলেন সিদ্ধার্থ অনুরাগীরা ৷ আর সেক্ষেত্রে তাঁরা যে কোনও ভুল করেননি তা বুঝিয়ে দিল ছবির সাফল্যই ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.