ETV Bharat / entertainment

বিয়ের পরেও লুকিয়ে প্রেম করা মিস করছেন সিদ্ধার্থ মালহোত্রা! - সিদ্ধার্থ মালহোত্রা

Sidharth Malhotra on Kiara Advani: মুক্তি পেয়েছে 'কফি উইথ করণ সিজন-8' এর নতুন পর্ব ৷ সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ানের বন্ধুত্ব থেকে বিবাহিত জীবনে 'দখলদারি' পরিচালক তথা সঞ্চালক করণ জোহরের ৷

Etv Bharat
কফি কাউচে সিদ্ধার্থ-বরুণ
author img

By ANI

Published : Nov 23, 2023, 10:52 AM IST

মুম্বই, 23 নভেম্বর: কফি কাউচে 'স্টুডেন্ট'দের সঙ্গে চুটিয়ে আড্ডা দিলেন পরিচালক-সঞ্চালক করণ জোহর ৷ 'কফি উইথ করণ সিজন-8'-এ সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ান কথ বললেন নিজেদের বন্ধুত্ব ও বিবাহিত জীবন নিয়ে ৷ সেখানেই বিয়ে আগে কোন জিনিসটা বেশি মিস করেন, করণের প্রশ্নে মিষ্টি উত্তর দিলেন অভিনেতা সিড ৷

ব়্যাপিড ফায়ার খেলায় করণ সিদ্ধার্থকে প্রশ্ন করেন বিয়ের আগে সিঙ্গল হিসাবে কোন জিনিসটা বেশি মিস করেন? শেরশাহ অভিনেতা উত্তর দেন, তিনি চুপিসারে কিয়ারার সঙ্গে দেখা করাটা মিস করেন ৷ সিডের এই উত্তর করণ-বরুণকে মুগ্ধ করে ৷ পাশাপাশি, এই শোয়ে করণ ও বরুণ সিড-কিয়ারার প্রেম জীবনের বেশ কিছু 'সিক্রেট' আনেন প্রকাশ্যে ৷ জানা যায়, শেরশাহ তারকা যখন বিয়ে করেননি এবং গোপনে চুটিয়ে প্রেম করছেন তখন বরুণ-করণ কিছুটা বুঝতে পেরেছিলেন ৷

করণ বলেন, "আমার মনে আছে সিড-কিয়ারার ঝগড়া হয়েছিল ৷ সিডের সেইদিন প্রচন্ড জ্বর ছিল ৷ আবার ওই দিন আমার পার্টিতে আসার কথাও ছিল ৷ কিন্তু এটা দেখে খুব ভালো লেগেছিল দু'ঘণ্টা পর সিড-কিয়ারা একসঙ্গে বসেছিলেন এবং কিয়ারা তাঁকে খাইয়ে দিচ্ছিল ৷ সেই সময়ে আমার মনে হয়েছিল, এদের মধ্যে কিছু একটা সম্পর্ক তৈরি হচ্ছে বা তৈরি হতে চলেছে ৷"

একইভাবে বরুণ বলেন, "আমরা একটা গানের শুটিং শেষ করে ফিরছিলাম ৷ কিয়ারাকে দেখে খুব আনন্দিত মনে হচ্ছিল ৷ কারণ সিডের সঙ্গে দেখা হবে তাঁর ৷ বেচারার সিডের সেদিনই প্রচণ্ড জ্বর আসে ৷ কিয়ারাও আমাকে জানায়, সিড অসুস্থ ৷ তারপর কেউ একজন আমাকে বলেছিল, সিড ওই জ্বর নিয়ে পার্টিতে আসছে একটা মেয়ের সঙ্গে দেখা করতে ৷ তারমানে তাঁদের মধ্যে কিছু তো ছিল ৷"

উল্লেখ্য, চলতিবছর 7 ফেব্রুয়ারি রাজস্থানের সূর্যগড় প্যালেসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদবানি৷ শেরশাহ ছবির শুটিং করার সময় একে অপরের প্রেমে পড়েন তাঁরা ৷ এর আগে 2022 সালে সিদ্ধার্থ-কিয়ারা আলাদাভাবে 'কফি উইথ করণ সিজন 7'-এ হাজির হয়েছিলেন ৷ সেখানে প্রথমবার নিজেদের প্রেমজীবন নিয়ে কথা বলেন সিড-কিয়ারা ৷ সেখানে কিয়ারা জানিয়েছিলেন, সিডের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বের থেকে অনেকটা বেশি ৷ অন্যদিকে, সিদ্ধার্থ জানিয়েছিলেন, সুখী ভবিষ্যৎয়ের পরিকল্পনা করছেন ৷ যদি তা কিয়ারার সঙ্গে হয়, তাহলে তা খুব ভালো হবে ৷

আরও পড়ুন:

1. ফের জুটিতে অরিজিৎ ও শাহরুখ, মুক্তি পেল 'ডানকি'র প্রথম গান

2. প্রাক্তন প্রেমিক কার্তিকের জন্মদিনে শুভেচ্ছা সারার

3. অর্জুন রেড্ডির সঙ্গে কবীর সিংয়ের অনেক তফাত, দাবি রণবীরের

মুম্বই, 23 নভেম্বর: কফি কাউচে 'স্টুডেন্ট'দের সঙ্গে চুটিয়ে আড্ডা দিলেন পরিচালক-সঞ্চালক করণ জোহর ৷ 'কফি উইথ করণ সিজন-8'-এ সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ান কথ বললেন নিজেদের বন্ধুত্ব ও বিবাহিত জীবন নিয়ে ৷ সেখানেই বিয়ে আগে কোন জিনিসটা বেশি মিস করেন, করণের প্রশ্নে মিষ্টি উত্তর দিলেন অভিনেতা সিড ৷

ব়্যাপিড ফায়ার খেলায় করণ সিদ্ধার্থকে প্রশ্ন করেন বিয়ের আগে সিঙ্গল হিসাবে কোন জিনিসটা বেশি মিস করেন? শেরশাহ অভিনেতা উত্তর দেন, তিনি চুপিসারে কিয়ারার সঙ্গে দেখা করাটা মিস করেন ৷ সিডের এই উত্তর করণ-বরুণকে মুগ্ধ করে ৷ পাশাপাশি, এই শোয়ে করণ ও বরুণ সিড-কিয়ারার প্রেম জীবনের বেশ কিছু 'সিক্রেট' আনেন প্রকাশ্যে ৷ জানা যায়, শেরশাহ তারকা যখন বিয়ে করেননি এবং গোপনে চুটিয়ে প্রেম করছেন তখন বরুণ-করণ কিছুটা বুঝতে পেরেছিলেন ৷

করণ বলেন, "আমার মনে আছে সিড-কিয়ারার ঝগড়া হয়েছিল ৷ সিডের সেইদিন প্রচন্ড জ্বর ছিল ৷ আবার ওই দিন আমার পার্টিতে আসার কথাও ছিল ৷ কিন্তু এটা দেখে খুব ভালো লেগেছিল দু'ঘণ্টা পর সিড-কিয়ারা একসঙ্গে বসেছিলেন এবং কিয়ারা তাঁকে খাইয়ে দিচ্ছিল ৷ সেই সময়ে আমার মনে হয়েছিল, এদের মধ্যে কিছু একটা সম্পর্ক তৈরি হচ্ছে বা তৈরি হতে চলেছে ৷"

একইভাবে বরুণ বলেন, "আমরা একটা গানের শুটিং শেষ করে ফিরছিলাম ৷ কিয়ারাকে দেখে খুব আনন্দিত মনে হচ্ছিল ৷ কারণ সিডের সঙ্গে দেখা হবে তাঁর ৷ বেচারার সিডের সেদিনই প্রচণ্ড জ্বর আসে ৷ কিয়ারাও আমাকে জানায়, সিড অসুস্থ ৷ তারপর কেউ একজন আমাকে বলেছিল, সিড ওই জ্বর নিয়ে পার্টিতে আসছে একটা মেয়ের সঙ্গে দেখা করতে ৷ তারমানে তাঁদের মধ্যে কিছু তো ছিল ৷"

উল্লেখ্য, চলতিবছর 7 ফেব্রুয়ারি রাজস্থানের সূর্যগড় প্যালেসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদবানি৷ শেরশাহ ছবির শুটিং করার সময় একে অপরের প্রেমে পড়েন তাঁরা ৷ এর আগে 2022 সালে সিদ্ধার্থ-কিয়ারা আলাদাভাবে 'কফি উইথ করণ সিজন 7'-এ হাজির হয়েছিলেন ৷ সেখানে প্রথমবার নিজেদের প্রেমজীবন নিয়ে কথা বলেন সিড-কিয়ারা ৷ সেখানে কিয়ারা জানিয়েছিলেন, সিডের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বের থেকে অনেকটা বেশি ৷ অন্যদিকে, সিদ্ধার্থ জানিয়েছিলেন, সুখী ভবিষ্যৎয়ের পরিকল্পনা করছেন ৷ যদি তা কিয়ারার সঙ্গে হয়, তাহলে তা খুব ভালো হবে ৷

আরও পড়ুন:

1. ফের জুটিতে অরিজিৎ ও শাহরুখ, মুক্তি পেল 'ডানকি'র প্রথম গান

2. প্রাক্তন প্রেমিক কার্তিকের জন্মদিনে শুভেচ্ছা সারার

3. অর্জুন রেড্ডির সঙ্গে কবীর সিংয়ের অনেক তফাত, দাবি রণবীরের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.