হায়দরাবাদ, 7 জুলাই: ভারতমাতার বীর সন্তান ক্যাপ্টেন বিক্রম বাত্রার প্রয়াণবার্ষিকী আজ ৷ 1999 সালের 7 জুলাই কার্গিল যুদ্ধে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন এই সেনা অফিয়ার ৷ 24 তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন পর্দার বিক্রম বাত্রা সিদ্ধার্থ মালহোত্রা ৷ ইনস্টা স্টোরিতে কার্গিল যুদ্ধে শহিদদের স্মরণ করেছেন অভিনেতা ৷
দেশের জন্য যুদ্ধের ময়দানে তাঁর নিঃস্বার্থ আত্মত্যাগের 24 বছর পূর্ণ হল আজ ৷ প্রয়াত ক্যাপ্টেন বিক্রম বাত্রা, যিনি অবিস্মরণীয়ভাবে কার্গিল যুদ্ধের সময় শত্রুশিবির দখল করার পরেও নির্ভীক হৃদয়ে বলেছিলেন 'ইয়ে দিল মাঙ্গে মোর'। ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতীয় সেনাবাহিনীর পোস্ট শেয়ার করে, অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও প্রয়াত ক্যাপ্টেন বিক্রম বাত্রার মৃত্যুবার্ষিকীতে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন "অনেক ভালবাসা এবং সম্মান।" শ্রদ্ধা জানিয়েছে ধরমা প্রোডাকশনও ৷
2021 সাল অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার জীবনে স্মরণীয় বছর ৷ ওটিটিতে মুক্তি পায় বিষ্ণুবর্ধন পরিচালিত 'শেরশাহ' ৷ 1999 সালে কার্গিল যুদ্ধে দেশের বীর সন্তানদের আত্মত্যাগের কাহিনী নিপুণভাবে চলচ্চিত্রায়িত করে 'শেরশাহ' ছবি ৷ যাঁদের মধ্যে অন্যতম ক্যাপ্টেন বিক্রম বাত্রা ৷ সেই চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলেন সিদ্ধার্থ মালহোত্রা ৷ 2020 সালে এই ছবি বড়পর্দায় মুক্তির কথা থাকলেও অতিমারির কারণে পিছিয়ে গিয়েছিল সেই মুক্তি ৷ অবশেষে ওটিটির পর্দায় মুক্তিপ্রাপ্ত এই ছবি মন জয় করে নেয় দেশবাসীর ৷ ছবিটি প্রযোজনার দায়িত্বে ছিল ধরমা প্রোডাকশন ৷
ছবির কাহিনী ও সংলাপ দর্শকদের ফিরিয়ে নিয়ে গিয়েছিল কার্গিলের ময়দানে ৷ নিয়ে গিয়েছিল সেই যুদ্ধক্ষেত্রে যেখানে পাকিস্তানকে নতজানু করতে বাধ্য করেছিল ভারতীয় সেনা ৷ তাঁদেরই একজন বিক্রম বাত্রা ৷ ক্যাপচার পয়েন্ট 4875 দখলের সময় ব্যাপক গোলা-বারুদ বর্ষণের মধ্য দিয়েও নিজের টিমকে সাহসের সঙ্গে সঞ্চালনা করে গিয়েছিলেন বিক্রম ৷ কিন্তু যুদ্ধক্ষেত্রে শত্রুবাহিনীর গুলিতে গুরুতর আহত সতীর্থকে বাঁচাতে গিয়ে শত্রুপক্ষের গুলির সামনে পড়েন তিনি ৷ সতীর্থকে সে যাত্রায় বাঁচিয়ে নিলেও শত্রুপক্ষের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় বিক্রমের শরীর ৷
আরও পড়ুন: আইফেল টাওয়ারের সামনে মেয়ের সঙ্গে নাচ সুস্মিতার, মুগ্ধ নেটিজেনরা
দেশের জন্য বীর সন্তানের সেই আত্মত্যাগ আজও ভোলেনি দেশবাসী ৷ সিদ্ধার্থ কিংবা ভারতীয় সেনাবাহিনী তো বটেই, 'পরমবীর চক্র' বিক্রম বাত্রাকে প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপণ করেছে আপামর ভারতবাসী ৷