ETV Bharat / entertainment

Sidharth-Kiara Wedding: রবিবার জয়সলমেরে সিড-কিয়ারার প্রি-ওয়েডিং সেরিমনি, চোখ রাখুন অতিথি তালিকায় - Sidharth Kiara Wedding

জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে চার হাত এক হতে চলেছে সিড-কিয়ারার (Sidharth Malhotra Kiara Advani wedding guest list ) ৷ জানা গিয়েছে, এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন সলমন খান, করণ জোহর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফের মতো সেলেবরা (Salman khan to attend Sidharth Kiara wedding ) ৷

Etv Bharat
জয়সলমীরের সূর্যগড় প্রাসাদে চার হাত এক হতে চলেছে সিড কিয়ারার
author img

By

Published : Feb 4, 2023, 11:19 AM IST

Updated : Feb 4, 2023, 10:52 PM IST

হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি: বলি তারকা কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন আগামী 6 ফেব্রুয়ারি ৷ জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে হতে চলেছে বিয়ের অনুষ্ঠান ৷ এসব খবর সকলেরই জানা ৷ এবার জানা গেল, ফেব্রুয়ারির 5 তারিখ মানে রবিবার সিড-কিয়ারা পৌঁছবেন বিয়ে বাড়িতে ৷ তার আগে শনিবার পরিবারের অন্যদের সঙ্গে জয়সলমীরে পৌঁছবেন এই যুগল ৷ সূত্রের খবর, ঘনিষ্ঠ অতিথির সংখ্য়াই হতে চলেছে প্রায় 150 ৷ তালিকায় সলমন খান, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফের মতো সেলেবরাও রয়েছেন (Salman khan to attend Sidharth Kiara wedding )৷

সূর্যগড় প্রাসাদটি শহর থেকে প্রায় 20 কিলোমিটার মতো দূরে সুম রোডে অবস্থিত ৷ জয়সলমেরের বিশেষ হলুদ পাথর দিয়ে প্রায় 65 একর জায়গা জুড়ে তৈরি হয়েছে হোটেলটি ৷ এই হোটেলেই সিড-কিয়ারার বিবাহের জন্য় একত্রিত হবেন প্রায় 150 জন অতিথি ৷ অতিথিদের লিস্টে আরও রয়েছেন, পরিচালক করণ জোহর, শাহিদ কাপুর, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা এবং মুকেশ কন্যা ইশা আম্বানিও (Sidharth Malhotra Kiara Advani wedding guest list)৷

সূত্রের খবর, বিয়ের সমস্ত আয়োজন করেছে মুুম্বইয়ের একটি কোম্পানি ৷ নিরাপত্তা ব্যবস্থাও রীতিমতো কঠোর ৷ বিশেষ অতিথিদের নিরাপত্তার জন্য় শাহরুখের প্রাক্তন দেহরক্ষী ইয়াসিনকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ রাজস্থানের যে হোটেলে সিড কিয়ারা বিবাহ বন্ধনে বাঁধা পড়তে চলেছেন তার একদিনের ভাড়া প্রায় 2 কোটি টাকা ৷ হোটেলের 84টি লাক্সারি রুম বুক করা হয়েছে অতিথিদের জন্য ৷

শুধু তাই নয়, প্রায় 70টি বহুমূল্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে অতিথিদের নিয়ে আসার জন্য ৷ পুরো ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জয়সলমেরের বিখ্য়াত ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানি লাকি ট্যুর অ্যান্ড ট্রাভেলস ৷ জানা গিয়েছে বিয়ের পর দু'টি জায়গায় আলাদা আলাদা করে বিবাহের রিসেপশনের আয়োজন করবেন এই কপোত-কপোতী ৷ প্রথম রিসেপশন দিল্লিতে আর পরেরটি মুম্বইতে ৷ বেশ কয়েকবছর ধরেই ডেটিং করে আসছেন 'শেরশাহ' ছবির এই রিল লাইফ জুটি ৷ এবার অবশেষে চার হাত এক হতে চলেছে তাঁদের ৷

আরও পড়ুন:বিশ্বব্যাপী আয়ের নতুন মাইলস্টোন, 696 কোটি টাকা ঘরে তুলল 'পাঠান'

হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি: বলি তারকা কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন আগামী 6 ফেব্রুয়ারি ৷ জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে হতে চলেছে বিয়ের অনুষ্ঠান ৷ এসব খবর সকলেরই জানা ৷ এবার জানা গেল, ফেব্রুয়ারির 5 তারিখ মানে রবিবার সিড-কিয়ারা পৌঁছবেন বিয়ে বাড়িতে ৷ তার আগে শনিবার পরিবারের অন্যদের সঙ্গে জয়সলমীরে পৌঁছবেন এই যুগল ৷ সূত্রের খবর, ঘনিষ্ঠ অতিথির সংখ্য়াই হতে চলেছে প্রায় 150 ৷ তালিকায় সলমন খান, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফের মতো সেলেবরাও রয়েছেন (Salman khan to attend Sidharth Kiara wedding )৷

সূর্যগড় প্রাসাদটি শহর থেকে প্রায় 20 কিলোমিটার মতো দূরে সুম রোডে অবস্থিত ৷ জয়সলমেরের বিশেষ হলুদ পাথর দিয়ে প্রায় 65 একর জায়গা জুড়ে তৈরি হয়েছে হোটেলটি ৷ এই হোটেলেই সিড-কিয়ারার বিবাহের জন্য় একত্রিত হবেন প্রায় 150 জন অতিথি ৷ অতিথিদের লিস্টে আরও রয়েছেন, পরিচালক করণ জোহর, শাহিদ কাপুর, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা এবং মুকেশ কন্যা ইশা আম্বানিও (Sidharth Malhotra Kiara Advani wedding guest list)৷

সূত্রের খবর, বিয়ের সমস্ত আয়োজন করেছে মুুম্বইয়ের একটি কোম্পানি ৷ নিরাপত্তা ব্যবস্থাও রীতিমতো কঠোর ৷ বিশেষ অতিথিদের নিরাপত্তার জন্য় শাহরুখের প্রাক্তন দেহরক্ষী ইয়াসিনকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ রাজস্থানের যে হোটেলে সিড কিয়ারা বিবাহ বন্ধনে বাঁধা পড়তে চলেছেন তার একদিনের ভাড়া প্রায় 2 কোটি টাকা ৷ হোটেলের 84টি লাক্সারি রুম বুক করা হয়েছে অতিথিদের জন্য ৷

শুধু তাই নয়, প্রায় 70টি বহুমূল্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে অতিথিদের নিয়ে আসার জন্য ৷ পুরো ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জয়সলমেরের বিখ্য়াত ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানি লাকি ট্যুর অ্যান্ড ট্রাভেলস ৷ জানা গিয়েছে বিয়ের পর দু'টি জায়গায় আলাদা আলাদা করে বিবাহের রিসেপশনের আয়োজন করবেন এই কপোত-কপোতী ৷ প্রথম রিসেপশন দিল্লিতে আর পরেরটি মুম্বইতে ৷ বেশ কয়েকবছর ধরেই ডেটিং করে আসছেন 'শেরশাহ' ছবির এই রিল লাইফ জুটি ৷ এবার অবশেষে চার হাত এক হতে চলেছে তাঁদের ৷

আরও পড়ুন:বিশ্বব্যাপী আয়ের নতুন মাইলস্টোন, 696 কোটি টাকা ঘরে তুলল 'পাঠান'

Last Updated : Feb 4, 2023, 10:52 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.