ETV Bharat / entertainment

Sidharth Cheers Kiara: কিয়ারার ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির সিদ্ধার্থ, নজর কাড়ল তারকা জুটির কেমিস্ট্রি - Sidharth Cheers Kiara

'সত্য়প্রেম কি কথা'র স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির সিদ্ধার্থ মালহোত্রা ৷ কিয়ারাকে উৎসাহ দিতে যেভাবে এগিয়ে এলেন তিনি তা নজর কাড়ল দর্শকের ৷

Sidharth cheers Kiara Advani for her upcoming film
সত্য়প্রেম কি কথা ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে সিড কিয়ারা
author img

By

Published : Jun 29, 2023, 1:48 PM IST

মুম্বই, 29 জুন: মুক্তি পেল কিয়ারা আদবানি-কার্তিক আরিয়ানের নতুন ছবি 'সত্য়প্রেম কি কথা' ৷ বিশেষজ্ঞদের অনেকেই বলছেন বক্স অফিসে বেশ ভালোই প্রভাব ফেলবে এই ছবি ৷ অনেকের দাবি প্রথম দিনেই ব্য়বসা পৌঁছতে পারে 8 কোটিতে ৷ বিশেষত সমীর বিদ্যানের এই ছবি তৈরি হয়েছে ভিকি-সারার 'জরা হাটকে জরা বাঁচকে'র মতোই এক সাদামাটা মধ্যবিত্ত পরিবারের গল্পকে সামনে রেখে ৷ তাই অনেকেই মনে করছেন সত্যপ্রেম কি কথা মন ছুঁয়ে যাবে সাধারণ সিনে অনুরাগীদের ৷ বুধবার ছিল ছিল ছবি স্পেশাল স্ক্রিনিং ৷ আর সেখানে স্ত্রীর ছবির প্রচারে এগিয়ে এলেন স্বামী সিদ্ধার্থ মালহোত্রাও ৷

বুধবার মুম্বইয়ে ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন নির্মাতারা ৷ আর সেখানেই দেখা মিলল সিডেরও ৷ যেভাবে স্ত্রীর ছবির জন্য় এগিয়ে এলেন অভিনেতা তা রীতিমতো নজর কেড়েছে নেটপাড়ার ৷ পাপারাৎজিদের শেয়ার করা বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে হাতে হাত রেখে রেড কার্পেটে হাজির হন সিড-কিয়ারা ৷ তাঁদের পোশাকেও ছিল 'পারফেক্ট ম্য়াচ' ৷

কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানি জুটি এর আগে চুড়ান্ত সফল হয়েছিল 'ভুল ভুলাইয়া 2' ছবিতে ৷ তাঁদের পর্দার রোম্যান্সও নেটপাড়ার দৃষ্টি আকর্ষণ করেছিল ৷ আর তাই আবার তাঁর কতটা মন জয় করতে পারবেন দর্শকের সেটাই দেখার ৷ তবে এই ছবিতেও ভরপুর রোম্যান্টিক মেজাজে দেখা গিয়েছে কার্তিক-কিয়ারা জুটিকে ৷ তাই সেই অনস্ক্রিন কেমিস্ট্রি কাজ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ এদিন স্ক্রিনিংয়ে হাজির ছিলেন কার্তিক নিজেও ৷

আরও পড়ুন: 'পাসুরি নু'র রিমেক নাকি 'জঞ্জাল', অরিজিতের গান শুনে ক্ষুব্ধ শোয়েব

ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াওয়ালার গ্রুপ ৷ 'সত্য়প্রেম কি কথা' ছবিতে কার্তিক-কিয়ারার সঙ্গেই স্ক্রিন শেয়ার করবেন সুপ্রিয়া পাঠক কাপুর, গজরাজ রাও, সিদ্ধার্থ রান্ধেরিয়া, অনুরাধা প্যাটেল, রাজপাল যাদব, নির্মিত সাওয়ান্ত এবং শিখা তালসানিয়া ৷ অভিনয়ের কথা বলতে হলে আগামী কিয়ারাকে দেখা যাবে রাম চরণের 'গেম চেঞ্জার' ছবিতে ৷ অন্যদিকে কার্তিক আগামীতে হাত ধরছেন হনসল মেহতা এবং কবীর খানের ৷ কবীর খান পরিচালিত ছবিটির নাম এখনও ঠিক হয়নি ৷ তবে কার্তিককে হনসলের যে ছবিতে দেখা যাবে তার নাম 'ক্যাপ্টেন ইন্ডিয়া' ৷

মুম্বই, 29 জুন: মুক্তি পেল কিয়ারা আদবানি-কার্তিক আরিয়ানের নতুন ছবি 'সত্য়প্রেম কি কথা' ৷ বিশেষজ্ঞদের অনেকেই বলছেন বক্স অফিসে বেশ ভালোই প্রভাব ফেলবে এই ছবি ৷ অনেকের দাবি প্রথম দিনেই ব্য়বসা পৌঁছতে পারে 8 কোটিতে ৷ বিশেষত সমীর বিদ্যানের এই ছবি তৈরি হয়েছে ভিকি-সারার 'জরা হাটকে জরা বাঁচকে'র মতোই এক সাদামাটা মধ্যবিত্ত পরিবারের গল্পকে সামনে রেখে ৷ তাই অনেকেই মনে করছেন সত্যপ্রেম কি কথা মন ছুঁয়ে যাবে সাধারণ সিনে অনুরাগীদের ৷ বুধবার ছিল ছিল ছবি স্পেশাল স্ক্রিনিং ৷ আর সেখানে স্ত্রীর ছবির প্রচারে এগিয়ে এলেন স্বামী সিদ্ধার্থ মালহোত্রাও ৷

বুধবার মুম্বইয়ে ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন নির্মাতারা ৷ আর সেখানেই দেখা মিলল সিডেরও ৷ যেভাবে স্ত্রীর ছবির জন্য় এগিয়ে এলেন অভিনেতা তা রীতিমতো নজর কেড়েছে নেটপাড়ার ৷ পাপারাৎজিদের শেয়ার করা বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে হাতে হাত রেখে রেড কার্পেটে হাজির হন সিড-কিয়ারা ৷ তাঁদের পোশাকেও ছিল 'পারফেক্ট ম্য়াচ' ৷

কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানি জুটি এর আগে চুড়ান্ত সফল হয়েছিল 'ভুল ভুলাইয়া 2' ছবিতে ৷ তাঁদের পর্দার রোম্যান্সও নেটপাড়ার দৃষ্টি আকর্ষণ করেছিল ৷ আর তাই আবার তাঁর কতটা মন জয় করতে পারবেন দর্শকের সেটাই দেখার ৷ তবে এই ছবিতেও ভরপুর রোম্যান্টিক মেজাজে দেখা গিয়েছে কার্তিক-কিয়ারা জুটিকে ৷ তাই সেই অনস্ক্রিন কেমিস্ট্রি কাজ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ এদিন স্ক্রিনিংয়ে হাজির ছিলেন কার্তিক নিজেও ৷

আরও পড়ুন: 'পাসুরি নু'র রিমেক নাকি 'জঞ্জাল', অরিজিতের গান শুনে ক্ষুব্ধ শোয়েব

ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াওয়ালার গ্রুপ ৷ 'সত্য়প্রেম কি কথা' ছবিতে কার্তিক-কিয়ারার সঙ্গেই স্ক্রিন শেয়ার করবেন সুপ্রিয়া পাঠক কাপুর, গজরাজ রাও, সিদ্ধার্থ রান্ধেরিয়া, অনুরাধা প্যাটেল, রাজপাল যাদব, নির্মিত সাওয়ান্ত এবং শিখা তালসানিয়া ৷ অভিনয়ের কথা বলতে হলে আগামী কিয়ারাকে দেখা যাবে রাম চরণের 'গেম চেঞ্জার' ছবিতে ৷ অন্যদিকে কার্তিক আগামীতে হাত ধরছেন হনসল মেহতা এবং কবীর খানের ৷ কবীর খান পরিচালিত ছবিটির নাম এখনও ঠিক হয়নি ৷ তবে কার্তিককে হনসলের যে ছবিতে দেখা যাবে তার নাম 'ক্যাপ্টেন ইন্ডিয়া' ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.