মুম্বই, 15 ডিসেম্বর: শুটিং শেষে হৃদরোগে আক্রান্ত 47 বছর বয়সি অভিনেতা শ্রেয়স তলপড়ে ৷ অভিনেতার ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, বৃহস্পতিবার মুম্বইয়ে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'-এর শুটিং করছিলেন তিনি ৷ এরপর সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন ৷ তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্টের বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, সেখানে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। এখন তাঁর শারীরিক পরিস্থিতি আগের থেকে ভালো বলেই মত চিকিৎসকদের ৷
শ্রেয়স বর্তমানে আহমেদ খান পরিচালিত 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবির শুটিং করছিলেন । তিনি ছাড়াও এই ছবিতে রয়েছেন অক্ষয় কুমার, দিশা পাটানি, সুনীল শেঠি, পরেশ রাওয়াল, রবিনা ট্যান্ডন, জ্যাকলিন ফার্নান্ডেজ, সঞ্জয় দত্ত, রাজপাল যাদব, কিকু শারদা, দালের মেহেন্দি, মিকা সিং, রাহুল দেব, মুকেশ তিওয়ারি, শরীব হাশমি, ইনামুল হক, জাকির হুসেন এবং যশপাল শর্মার মতো তাবড় অভিনেতারা ৷
ফিল্মটি হিট ফ্র্যাঞ্চাইজি 'ওয়েলকাম'-এর তৃতীয় ভাগে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফিরোজ খান, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর, নানা পাটেকর এবং পরেশ রাওয়াল ৷ দ্বিতীয় ভাগের নাম ছিল 'ওয়েলকাম ব্যাক'। সেটি 2015 সালে মুক্তি পেয়েছিল ৷ 'ওয়েলকামে' অভিনেতা অক্ষয় ও ক্যাটরিনার জায়গায় দ্বিতীয় ভাগে অভিনয় করেছিলেন জন আব্রাহাম এবং শ্রুতি হাসান ৷ তৃতীয় ভাগে আবারও ফিরেছে অক্ষয়-ক্যাটরিনার জনপ্রিয় জুটি।
কেরিয়ারে একাধিক ভালো ছবিতে কাজ করেছেন শ্রেয়স। নানা সময়ে বিভিন্ন কমিক চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন দর্শকরা। তবে শ্রেয়সের এই ঘটনা কয়েকটি প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বলিউডকে। কাজের চাপ-সহ নানা কারণে অনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়া বলিউডের নায়ক নায়িকাদের কাছে হৃদরোগে আক্রান্ত হওয়া আর মোটেই কোনও বিশেষ ব্যাপার নয়। বছর দুয়েক আগে মাত্র 40 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। শ্রেয়সের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর আবারও ফিরিয়ে দিল সেই স্মৃতি।
আরও পড়ুন :
1 বায়ু দূষণে জন্য বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি! জেনে নিন সমস্যা বেশি কাদের ?
3 "মাই হার্ট, ইয়োর হার্ট", হিরো হওয়ার বার্তা দিচ্ছে বিশ্ব হৃদয় দিবস