কলকাতা, 23 জানুয়ারি: ঋতুপর্ণা সেনগুপ্তর নিবেদনে এবার মুক্তি পেল সৈকত দাসের স্বল্প সময়ের ছবি 'কল্পনা'(Short Film Kalpana)। সেই ছবিতেই এবার জুটি বাঁধলেন ভাস্বর চট্টোপাধ্যায় এবং দেবলীনা দত্ত । সৈকত দাসের এই ছবি তুলে ধরে ভালোবাসা, মূল্যবোধ আর একটি সম্পর্কের গল্প ৷ ছবিটি ইতিমধ্যেই দেশ-বিদেশ থেকে নানা সম্মানে সম্মানিত হয়েছে এই ছবি।
সম্প্রতি লেক ক্লাবে গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়ার উপস্থিতিতে ছবিটি দেখানো হয় সকলকে । হাজির ছিলেন ছবির কুশীলবেরা ছাড়াও অনেক বিশিষ্টজন । তবে, হাজির থাকতে পারেননি টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত । তাই ভিডিয়ো কলে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি । ছবির গল্প আবর্তিত হয় এক চিত্রকর আর তার প্রেমিকাকে কেন্দ্রে রেখে (Debolina Dutta New Short Film Kalpana )।
গল্পে দেখা যায়, শান্ত, নম্র স্বপ্নিল অত্যন্ত আধুনিক এবং বাস্তববাদী । সে ভালোবাসে কল্পনাকে । কিন্তু সাতপাকে বাঁধা পড়তে চায় না সে । সমাজের বাঁধাধরা নিয়ম-নীতি থেকে দূরে থাকাটাই তার পছন্দ । কিন্তু কল্পনা ঠিক তার বিপরীত । সে গোছানো সংসারের স্বপ্ন দেখে । এই বৈপরীত্যের টানাপোড়েনে কোথায় গিয়ে দাঁড়াবে তাদের জীবন? উত্তর আছে 19 মিনিটের এই ছবিতে (Kalpana will tell the Story of Love) ।
ভাস্বর দেবলীনা দু'জনেই এমন গল্পে অভিনয় করতে পেরে খুশি । তাঁরা ধন্যবাদ জানিয়েছেন ঋতুপর্ণাকে । ছবির গল্প এবং চিত্রনাট্যে ঋতুপর্ণার মামিমা শ্যামশ্রী রায়চৌধুরী । প্রসঙ্গত, ক'দিন আগে নাইজেল আক্কারা পরিচালিত নাটক 'চুপচাপ চার্লি'তে অভিনয় প্রসঙ্গে কথা বলতে গিয়ে দেবলীনা বলেছিলেন, "এই নাটকটা এই মুহূর্তে আমার জীবনে যা যা ঘটে চলেছ তার সঙ্গে একেবারে মানানসই । তাই কাজটাত কোথাও গিয়ে নিজেকে খুঁজে পেলাম ।" সে নাটকটিও ছিল প্রেম এবং বিচ্ছেদের। আর 'কল্পনা' খানিকটা সেই পথেই এগোয় । দর্শক তা না-দেখলে বুঝতে পারবে না বিষয়টি কোন দিক থেকে ঠিক কোনদিকে এগিয়েছে । ওদিকে ভাস্বর চট্টোপাধ্যায়ও নিজের জীবনে একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। সব মিলিয়ে এই দুই অভিনেতার বাস্তব এবং পর্দার জীবন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এই ছবিতে তা বলাই বাহুল্য ।
আরও পড়ুন: স্বাধীনতা সংগ্রামী উষা মেহতার চরিত্রে সারা, সামনে এল টিজার