ETV Bharat / entertainment

Short Film Kalpana: ভাস্বর-দেবলীনা জুটিতে প্রেম-বিচ্ছেদের গল্প নিয়ে হাজির 'কল্পনা'

মুক্তি পেল সৈকত দাসের স্বল্প সময়ের ছবি ‘কল্পনা’(Short Film Kalpana)। নিবদনে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ ভালোবাসা, প্রেম বিচ্ছেদের গল্প বলে এই ছবি ৷

Short Film Kalpana
মুক্তি পেল সৈকত দাসের স্বল্প সময়ের ছবি ‘কল্পনা’
author img

By

Published : Jan 23, 2023, 12:42 PM IST

কলকাতা, 23 জানুয়ারি: ঋতুপর্ণা সেনগুপ্তর নিবেদনে এবার মুক্তি পেল সৈকত দাসের স্বল্প সময়ের ছবি 'কল্পনা'(Short Film Kalpana)। সেই ছবিতেই এবার জুটি বাঁধলেন ভাস্বর চট্টোপাধ্যায় এবং দেবলীনা দত্ত । সৈকত দাসের এই ছবি তুলে ধরে ভালোবাসা, মূল্যবোধ আর একটি সম্পর্কের গল্প ৷ ছবিটি ইতিমধ্যেই দেশ-বিদেশ থেকে নানা সম্মানে সম্মানিত হয়েছে এই ছবি।

সম্প্রতি লেক ক্লাবে গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়ার উপস্থিতিতে ছবিটি দেখানো হয় সকলকে । হাজির ছিলেন ছবির কুশীলবেরা ছাড়াও অনেক বিশিষ্টজন । তবে, হাজির থাকতে পারেননি টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত । তাই ভিডিয়ো কলে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি । ছবির গল্প আবর্তিত হয় এক চিত্রকর আর তার প্রেমিকাকে কেন্দ্রে রেখে (Debolina Dutta New Short Film Kalpana )।

Short Film Kalpana
মুক্তি পেল সৈকত দাসের স্বল্প সময়ের ছবি ‘কল্পনা’

গল্পে দেখা যায়, শান্ত, নম্র স্বপ্নিল অত্যন্ত আধুনিক এবং বাস্তববাদী । সে ভালোবাসে কল্পনাকে । কিন্তু সাতপাকে বাঁধা পড়তে চায় না সে । সমাজের বাঁধাধরা নিয়ম-নীতি থেকে দূরে থাকাটাই তার পছন্দ । কিন্তু কল্পনা ঠিক তার বিপরীত । সে গোছানো সংসারের স্বপ্ন দেখে । এই বৈপরীত্যের টানাপোড়েনে কোথায় গিয়ে দাঁড়াবে তাদের জীবন? উত্তর আছে 19 মিনিটের এই ছবিতে (Kalpana will tell the Story of Love) ।

ভাস্বর দেবলীনা দু'জনেই এমন গল্পে অভিনয় করতে পেরে খুশি । তাঁরা ধন্যবাদ জানিয়েছেন ঋতুপর্ণাকে । ছবির গল্প এবং চিত্রনাট্যে ঋতুপর্ণার মামিমা শ্যামশ্রী রায়চৌধুরী । প্রসঙ্গত, ক'দিন আগে নাইজেল আক্কারা পরিচালিত নাটক 'চুপচাপ চার্লি'তে অভিনয় প্রসঙ্গে কথা বলতে গিয়ে দেবলীনা বলেছিলেন, "এই নাটকটা এই মুহূর্তে আমার জীবনে যা যা ঘটে চলেছ তার সঙ্গে একেবারে মানানসই । তাই কাজটাত কোথাও গিয়ে নিজেকে খুঁজে পেলাম ।" সে নাটকটিও ছিল প্রেম এবং বিচ্ছেদের। আর 'কল্পনা' খানিকটা সেই পথেই এগোয় । দর্শক তা না-দেখলে বুঝতে পারবে না বিষয়টি কোন দিক থেকে ঠিক কোনদিকে এগিয়েছে । ওদিকে ভাস্বর চট্টোপাধ্যায়ও নিজের জীবনে একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। সব মিলিয়ে এই দুই অভিনেতার বাস্তব এবং পর্দার জীবন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এই ছবিতে তা বলাই বাহুল্য ।

আরও পড়ুন: স্বাধীনতা সংগ্রামী উষা মেহতার চরিত্রে সারা, সামনে এল টিজার

কলকাতা, 23 জানুয়ারি: ঋতুপর্ণা সেনগুপ্তর নিবেদনে এবার মুক্তি পেল সৈকত দাসের স্বল্প সময়ের ছবি 'কল্পনা'(Short Film Kalpana)। সেই ছবিতেই এবার জুটি বাঁধলেন ভাস্বর চট্টোপাধ্যায় এবং দেবলীনা দত্ত । সৈকত দাসের এই ছবি তুলে ধরে ভালোবাসা, মূল্যবোধ আর একটি সম্পর্কের গল্প ৷ ছবিটি ইতিমধ্যেই দেশ-বিদেশ থেকে নানা সম্মানে সম্মানিত হয়েছে এই ছবি।

সম্প্রতি লেক ক্লাবে গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়ার উপস্থিতিতে ছবিটি দেখানো হয় সকলকে । হাজির ছিলেন ছবির কুশীলবেরা ছাড়াও অনেক বিশিষ্টজন । তবে, হাজির থাকতে পারেননি টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত । তাই ভিডিয়ো কলে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি । ছবির গল্প আবর্তিত হয় এক চিত্রকর আর তার প্রেমিকাকে কেন্দ্রে রেখে (Debolina Dutta New Short Film Kalpana )।

Short Film Kalpana
মুক্তি পেল সৈকত দাসের স্বল্প সময়ের ছবি ‘কল্পনা’

গল্পে দেখা যায়, শান্ত, নম্র স্বপ্নিল অত্যন্ত আধুনিক এবং বাস্তববাদী । সে ভালোবাসে কল্পনাকে । কিন্তু সাতপাকে বাঁধা পড়তে চায় না সে । সমাজের বাঁধাধরা নিয়ম-নীতি থেকে দূরে থাকাটাই তার পছন্দ । কিন্তু কল্পনা ঠিক তার বিপরীত । সে গোছানো সংসারের স্বপ্ন দেখে । এই বৈপরীত্যের টানাপোড়েনে কোথায় গিয়ে দাঁড়াবে তাদের জীবন? উত্তর আছে 19 মিনিটের এই ছবিতে (Kalpana will tell the Story of Love) ।

ভাস্বর দেবলীনা দু'জনেই এমন গল্পে অভিনয় করতে পেরে খুশি । তাঁরা ধন্যবাদ জানিয়েছেন ঋতুপর্ণাকে । ছবির গল্প এবং চিত্রনাট্যে ঋতুপর্ণার মামিমা শ্যামশ্রী রায়চৌধুরী । প্রসঙ্গত, ক'দিন আগে নাইজেল আক্কারা পরিচালিত নাটক 'চুপচাপ চার্লি'তে অভিনয় প্রসঙ্গে কথা বলতে গিয়ে দেবলীনা বলেছিলেন, "এই নাটকটা এই মুহূর্তে আমার জীবনে যা যা ঘটে চলেছ তার সঙ্গে একেবারে মানানসই । তাই কাজটাত কোথাও গিয়ে নিজেকে খুঁজে পেলাম ।" সে নাটকটিও ছিল প্রেম এবং বিচ্ছেদের। আর 'কল্পনা' খানিকটা সেই পথেই এগোয় । দর্শক তা না-দেখলে বুঝতে পারবে না বিষয়টি কোন দিক থেকে ঠিক কোনদিকে এগিয়েছে । ওদিকে ভাস্বর চট্টোপাধ্যায়ও নিজের জীবনে একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। সব মিলিয়ে এই দুই অভিনেতার বাস্তব এবং পর্দার জীবন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এই ছবিতে তা বলাই বাহুল্য ।

আরও পড়ুন: স্বাধীনতা সংগ্রামী উষা মেহতার চরিত্রে সারা, সামনে এল টিজার

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.