ETV Bharat / entertainment

Bonny Koushani New Film Antarjal : বনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, চিন্তায় কৌশানি! - Bonny Koushani New Film Antarjal

নতুন বাংলা ছবি 'অন্তর্জাল'-এ জুটি বাঁধতে চলেছেন বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায় (Bonny Koushani New Film Antarjal) ৷ এই ছবিতে হারিয়ে যাওয়া স্বামী অপূর্ব অর্থাৎ বনিকে খুঁজছেন কৌশানি ৷

Bonny Koushani New Film Antarjal
বনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, চিন্তায় কৌশানি!
author img

By

Published : Apr 1, 2022, 12:13 PM IST

কলকাতা, 1 এপ্রিল : বনি-কৌশানির প্রেম ভালবাসার কথা অজানা নয় কারওরই । এক আত্মা এক প্রাণ হয়েও গতবছর বিধানসভা নির্বাচনের সময় দু‘জনকে দেখা গিয়েছিল দুই শিবিরে । কৌশানি মুখোপাধ্যায় শাসক শিবিরে যোগ দেন হবু শাশুড়ি মা পিয়া সেনগুপ্তর সঙ্গে আর বনি সেনগুপ্ত ছিলেন গেরিয়া শিবিরে । পরে অবশ্য তিনি সরে আসেন গেরুয়া শিবির ছেড়ে ৷ এরপর তাঁকে অন্য শিবিরেও আর দেখা যায়নি ।

এর আগে 'পারব না আমি ছাড়তে তোকে', 'তুমি আসবে বলে'-সহ একাধিক ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন দু‘জনে । বলাবাহুল্য, দু‘জনের কেমেস্ট্রিও মন্দ নয় । যাই হোক, এবার বনির হারিয়ে যাওয়ার প্রসঙ্গে আসা যাক । ফের জুটি বাঁধছেন রিয়েল লাইফ জুটি বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায় । পরিচালক প্রার্জুন মজুমদারের পরিচালনায় মুকেশ পান্ডের প্রযোজনায় আসছে বাংলা ছবি 'অন্তর্জাল' (Bonny Koushani New Film Antarjal)। এই ছবিতে একজন লেখিকার ভূমিকায় দেখা যাবে কৌশানিকে । তাঁর চরিত্রের নাম লহরী । আর তাঁর স্বামীর চরিত্রে রয়েছেন বনি ।

নিজেদের প্রথম বিবাহ বার্ষিকীর রাতেই উধাও হয়ে যায় অপূর্ব থুড়ি বনি । এরপর কেন সে উধাও হয়, কীভাবে তাকে খুঁজে পাওয়া যায় বা আদৌ পাওয়া যায় কিনা সেটাই দেখার এই ছবিতে । ছবির চিত্রনাট্য লিখেছেন অনুভব ঘোষ। এই ছবি আবেগের, ভালবাসার, সম্পর্কের আর প্রতিশোধের । প্রসঙ্গত, এই ছবিতে সামাজিক-রাজনৈতিক চিত্র উঠে আসবে । কোভিডের সময়ে যে হারে অপরাধ বেড়েছিল সেই দিকটিও তুলে ধরা হবে ছবিতে ।

Bonny Koushani New Film Antarjal
নতুন বাংলা ছবি 'অন্তর্জাল'-এ জুটি বাঁধতে চলেছেন বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়

আরও পড়ুন: অবিকল যেন বাপ্পি, দাদুর প্রয়াণের পর নতুন গান নাতি রেগো-র
বনি এবং কৌশানি ছাড়াও এই ছবিতে রয়েছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, সৌমাল্য দত্ত-সহ আরও অনেকে । এই ব্যাপারে পরিচালক প্রার্জুন বলেন, "খুব পছন্দের একটা প্রজেক্টে হাত দিলাম । ছবিটিকে ঠিকঠাক রূপ দিতে অনেক রিসার্চ করেছি । এর জন্য আমি প্রযোজক মুকেশ পান্ডের কাছে কৃতজ্ঞ ।"

কলকাতা, 1 এপ্রিল : বনি-কৌশানির প্রেম ভালবাসার কথা অজানা নয় কারওরই । এক আত্মা এক প্রাণ হয়েও গতবছর বিধানসভা নির্বাচনের সময় দু‘জনকে দেখা গিয়েছিল দুই শিবিরে । কৌশানি মুখোপাধ্যায় শাসক শিবিরে যোগ দেন হবু শাশুড়ি মা পিয়া সেনগুপ্তর সঙ্গে আর বনি সেনগুপ্ত ছিলেন গেরিয়া শিবিরে । পরে অবশ্য তিনি সরে আসেন গেরুয়া শিবির ছেড়ে ৷ এরপর তাঁকে অন্য শিবিরেও আর দেখা যায়নি ।

এর আগে 'পারব না আমি ছাড়তে তোকে', 'তুমি আসবে বলে'-সহ একাধিক ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন দু‘জনে । বলাবাহুল্য, দু‘জনের কেমেস্ট্রিও মন্দ নয় । যাই হোক, এবার বনির হারিয়ে যাওয়ার প্রসঙ্গে আসা যাক । ফের জুটি বাঁধছেন রিয়েল লাইফ জুটি বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায় । পরিচালক প্রার্জুন মজুমদারের পরিচালনায় মুকেশ পান্ডের প্রযোজনায় আসছে বাংলা ছবি 'অন্তর্জাল' (Bonny Koushani New Film Antarjal)। এই ছবিতে একজন লেখিকার ভূমিকায় দেখা যাবে কৌশানিকে । তাঁর চরিত্রের নাম লহরী । আর তাঁর স্বামীর চরিত্রে রয়েছেন বনি ।

নিজেদের প্রথম বিবাহ বার্ষিকীর রাতেই উধাও হয়ে যায় অপূর্ব থুড়ি বনি । এরপর কেন সে উধাও হয়, কীভাবে তাকে খুঁজে পাওয়া যায় বা আদৌ পাওয়া যায় কিনা সেটাই দেখার এই ছবিতে । ছবির চিত্রনাট্য লিখেছেন অনুভব ঘোষ। এই ছবি আবেগের, ভালবাসার, সম্পর্কের আর প্রতিশোধের । প্রসঙ্গত, এই ছবিতে সামাজিক-রাজনৈতিক চিত্র উঠে আসবে । কোভিডের সময়ে যে হারে অপরাধ বেড়েছিল সেই দিকটিও তুলে ধরা হবে ছবিতে ।

Bonny Koushani New Film Antarjal
নতুন বাংলা ছবি 'অন্তর্জাল'-এ জুটি বাঁধতে চলেছেন বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়

আরও পড়ুন: অবিকল যেন বাপ্পি, দাদুর প্রয়াণের পর নতুন গান নাতি রেগো-র
বনি এবং কৌশানি ছাড়াও এই ছবিতে রয়েছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, সৌমাল্য দত্ত-সহ আরও অনেকে । এই ব্যাপারে পরিচালক প্রার্জুন বলেন, "খুব পছন্দের একটা প্রজেক্টে হাত দিলাম । ছবিটিকে ঠিকঠাক রূপ দিতে অনেক রিসার্চ করেছি । এর জন্য আমি প্রযোজক মুকেশ পান্ডের কাছে কৃতজ্ঞ ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.