ETV Bharat / entertainment

Sherlyn Chopra on Sajid Khan: সাজিদ খানের বিরুদ্ধে জুহু থানায় অভিযোগ দায়ের শার্লিনের - Sherlyn Chopra on Sajid Khan

মিটু-তে অভিযুক্ত সাজিদ খান ৷ জুহু থানায় অভিনেতার বিরুদ্ধে এমনই অভিযোগ জানালেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া(Sherlyn Chopra on Sajid Khan)৷

Etv Bharat
সাজিদ খানের বিরুদ্ধে জুহু থানায় অভিযোগ দায়ের শার্লিনের
author img

By

Published : Oct 20, 2022, 11:19 AM IST

Updated : Oct 20, 2022, 2:18 PM IST

মুম্বই, 20 অক্টোবর: মিটু ক্যাম্পেইনে নাম জড়াল বলিউড অভিনেতা সাজিদ খানের ৷ অভিযোগ করলেন অভিনেত্রী শার্লিন চোপড়া(Sherlyn Chopra Files Complaint Against Sajid Khan at Juhu Police Station)৷ বিগ বস 16-এর প্রতিযোগী সাজিদ খানের বিরুদ্ধে জুহু থানায় একটি অভিযোগও দায়ের করেছেন তিনি ৷ যেখানে সাজিদ খানকে গ্রেফতার করার করার পাশাপাশি তাঁকে বিগবস থেকে বের করে দেওয়ার কথাও বলেছেন তিনি ।

আরও পড়ুন: সম্পর্কের জটিল গল্প বলবে রজতাভ, সুদীপ্তা এবং সম্পূর্ণারা নতুন ছবি 'তৃতীয়'

বলিউডে মিটু-র অভিযোগ একেবারেই নতুন কিছু নয় । গত বেশ কয়েকবছর ধরে এই নাগরিক আন্দোলনের জন্ম হয়েছে । বলিউডের পরিধি অতিক্রম করে অন্য ক্ষেত্রেও এই ধরনের একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে । বাদ থাকেনি রাজনৈতিক পরিসরও । এরকমই একটি অভিযোগ ওঠায় পদও ছাড়তে হয়েছিল দেশের একসময়ের এক কেন্দ্রীয় মন্ত্রীকেও । তবে এই ধরনের অভিযোগ বলিউডেই বেশি শোনা যায় বলে মনে করেন অনেকেই । সাজিদ খানের বিরুদ্ধেও যে অভিযোগ সবে উঠেছে এমন ভাবার কোনও কারণ নেই । তবে এবার আরও কয়েক ধাপ এগিয়ে গেল গোটা বিষয়টি । এবার সাজিদ খানের বিরুদ্ধে জুহু থানায় একটি অভিযোগও দায়ের করলেন শার্লিন চোপড়া ।

মুম্বই, 20 অক্টোবর: মিটু ক্যাম্পেইনে নাম জড়াল বলিউড অভিনেতা সাজিদ খানের ৷ অভিযোগ করলেন অভিনেত্রী শার্লিন চোপড়া(Sherlyn Chopra Files Complaint Against Sajid Khan at Juhu Police Station)৷ বিগ বস 16-এর প্রতিযোগী সাজিদ খানের বিরুদ্ধে জুহু থানায় একটি অভিযোগও দায়ের করেছেন তিনি ৷ যেখানে সাজিদ খানকে গ্রেফতার করার করার পাশাপাশি তাঁকে বিগবস থেকে বের করে দেওয়ার কথাও বলেছেন তিনি ।

আরও পড়ুন: সম্পর্কের জটিল গল্প বলবে রজতাভ, সুদীপ্তা এবং সম্পূর্ণারা নতুন ছবি 'তৃতীয়'

বলিউডে মিটু-র অভিযোগ একেবারেই নতুন কিছু নয় । গত বেশ কয়েকবছর ধরে এই নাগরিক আন্দোলনের জন্ম হয়েছে । বলিউডের পরিধি অতিক্রম করে অন্য ক্ষেত্রেও এই ধরনের একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে । বাদ থাকেনি রাজনৈতিক পরিসরও । এরকমই একটি অভিযোগ ওঠায় পদও ছাড়তে হয়েছিল দেশের একসময়ের এক কেন্দ্রীয় মন্ত্রীকেও । তবে এই ধরনের অভিযোগ বলিউডেই বেশি শোনা যায় বলে মনে করেন অনেকেই । সাজিদ খানের বিরুদ্ধেও যে অভিযোগ সবে উঠেছে এমন ভাবার কোনও কারণ নেই । তবে এবার আরও কয়েক ধাপ এগিয়ে গেল গোটা বিষয়টি । এবার সাজিদ খানের বিরুদ্ধে জুহু থানায় একটি অভিযোগও দায়ের করলেন শার্লিন চোপড়া ।

Last Updated : Oct 20, 2022, 2:18 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.