ETV Bharat / entertainment

Kartik Celebrates Lohri: পঞ্জাবে ছবির প্রচারে গিয়ে লহরীতে মাতলেন কার্তিক-কৃতি - Kartik Aaryan Shehzada Promotion

পঞ্জাবের জলন্ধরে কৃতি স্যাননকে সঙ্গে নিয়ে লহরী উদযাপন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের ৷ ভাংড়ার তালে তালেই ছবির প্রচার সারলেন 'শেহজাদা' ৷

Kartik Celebrates Lohri
পঞ্জাবে লহরীতে মাতলেন কার্তিক কৃতি
author img

By

Published : Jan 14, 2023, 7:29 PM IST

জলন্ধর, 14 জানুয়ারি: কৃতিকে সঙ্গে নিয়ে পঞ্জাবের জলন্ধরে ভাংড়ায় মেতে উঠলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ৷ আর এভাবেই 'শেহজাদা' স্টার পালন করলেন লহরী ৷ পঞ্জাবে এটাই ছিল কার্তিকের প্রথম লহরী (Kartik Aaryan celebrated his first Lohri in Punjab)৷ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়োও এদিন শেয়ার করেছেন অভিনেতা ৷

তাঁর নতুন ছবির প্রচার নিয়ে এখন রীতিমতো ব্যস্ত কার্তিক(Kartik Aaryan New Film Shehzada) ৷ আর সেই ছবির প্রচারের জন্য়ই তাঁর পঞ্জাব সফর ৷ কার্তিকের সঙ্গে এদিন লহরী উদযাপন করেন কৃতি স্যাননও (Kartik Aaryan Shehzada Promotion)৷ ফুলকারি দোপাট্টায় সেজে এদিন নাচে মেতে ওঠেন তিনি ৷ কার্তিক এই পুরো অনুষ্ঠানের বেশ কিছু ঝলক শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে ৷ ভিডিয়োর ক্যাপশনে অভিনেতা লেখেন, 'শেহজাদার তরফ থেকে আপনাদের লহরীর শুভেচ্ছা ৷ পঞ্জাবে এটাই আমার প্রথম লহরী উদযাপন ৷' গত বছরটা সত্যিই দারুণ গিয়েছিল 'প্যায়ার কি পঞ্চনামা' খ্যাত অভিনেতার ৷ আর এবছর তাঁর প্রথম ছবি মুক্তি পেতে চলেছে আগামী 10 ফেব্রুয়ারি ৷

ইতিমধ্যেই সামনে এসেছে ছবির ট্রেলার (Kartik Aaryan New Film Shehzada Trailer)৷ ট্রেলার অনুযায়ী, কার্তিক এখানে যে চরিত্রে অভিনয় করতে চলেছেন প্রথমে সে বাবার পরিচয় জানত না ৷ বরং সে বাবা মনে করত অন্য একজন মানুষকে ৷ পরে তার কাছে পুরো বিষয়টি পরিষ্কার হয় ৷ সে জানতে পারে সে এক বিশাল ধনী বংশের শেহজাদা ৷ তারপর কী হয়, তা জানতে অপেক্ষা করতে হবে ছবির মুক্তি পর্যন্ত ৷ 'শেহজাদা' হল আল্লু অর্জুনের সুপারহিট ছবি 'আলা বৈকুণ্থাপুররামুলু'-এর অফিসিয়াল হিন্দি রিমেক ৷ রোহিত ধাওয়ানের এই ছবির গল্প আদৌ কতটা দর্শক মন জয় করে নেবে তা বলে দেবে সময়ই ৷

আরও পড়ুন: 'ঈশ্বরের সঙ্গে দেখা করলাম', স্পিলবার্গের সঙ্গে সাক্ষাৎ নিয়ে লিখলেন রাজামৌলি

তবে ছবিতে রয়েছে রোম্যান্স এবং অ্যাকশনের দারুণ মশলা ৷ যার জেরে ট্রেলার দেখে ইন্ডাস্ট্রির অনেকেই কার্তিককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷ তালিকায় রয়েছেন করণ জোহর, কবীর খান, শিল্পা শেট্টি-সহ আরও অনেকেই ৷

জলন্ধর, 14 জানুয়ারি: কৃতিকে সঙ্গে নিয়ে পঞ্জাবের জলন্ধরে ভাংড়ায় মেতে উঠলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ৷ আর এভাবেই 'শেহজাদা' স্টার পালন করলেন লহরী ৷ পঞ্জাবে এটাই ছিল কার্তিকের প্রথম লহরী (Kartik Aaryan celebrated his first Lohri in Punjab)৷ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়োও এদিন শেয়ার করেছেন অভিনেতা ৷

তাঁর নতুন ছবির প্রচার নিয়ে এখন রীতিমতো ব্যস্ত কার্তিক(Kartik Aaryan New Film Shehzada) ৷ আর সেই ছবির প্রচারের জন্য়ই তাঁর পঞ্জাব সফর ৷ কার্তিকের সঙ্গে এদিন লহরী উদযাপন করেন কৃতি স্যাননও (Kartik Aaryan Shehzada Promotion)৷ ফুলকারি দোপাট্টায় সেজে এদিন নাচে মেতে ওঠেন তিনি ৷ কার্তিক এই পুরো অনুষ্ঠানের বেশ কিছু ঝলক শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে ৷ ভিডিয়োর ক্যাপশনে অভিনেতা লেখেন, 'শেহজাদার তরফ থেকে আপনাদের লহরীর শুভেচ্ছা ৷ পঞ্জাবে এটাই আমার প্রথম লহরী উদযাপন ৷' গত বছরটা সত্যিই দারুণ গিয়েছিল 'প্যায়ার কি পঞ্চনামা' খ্যাত অভিনেতার ৷ আর এবছর তাঁর প্রথম ছবি মুক্তি পেতে চলেছে আগামী 10 ফেব্রুয়ারি ৷

ইতিমধ্যেই সামনে এসেছে ছবির ট্রেলার (Kartik Aaryan New Film Shehzada Trailer)৷ ট্রেলার অনুযায়ী, কার্তিক এখানে যে চরিত্রে অভিনয় করতে চলেছেন প্রথমে সে বাবার পরিচয় জানত না ৷ বরং সে বাবা মনে করত অন্য একজন মানুষকে ৷ পরে তার কাছে পুরো বিষয়টি পরিষ্কার হয় ৷ সে জানতে পারে সে এক বিশাল ধনী বংশের শেহজাদা ৷ তারপর কী হয়, তা জানতে অপেক্ষা করতে হবে ছবির মুক্তি পর্যন্ত ৷ 'শেহজাদা' হল আল্লু অর্জুনের সুপারহিট ছবি 'আলা বৈকুণ্থাপুররামুলু'-এর অফিসিয়াল হিন্দি রিমেক ৷ রোহিত ধাওয়ানের এই ছবির গল্প আদৌ কতটা দর্শক মন জয় করে নেবে তা বলে দেবে সময়ই ৷

আরও পড়ুন: 'ঈশ্বরের সঙ্গে দেখা করলাম', স্পিলবার্গের সঙ্গে সাক্ষাৎ নিয়ে লিখলেন রাজামৌলি

তবে ছবিতে রয়েছে রোম্যান্স এবং অ্যাকশনের দারুণ মশলা ৷ যার জেরে ট্রেলার দেখে ইন্ডাস্ট্রির অনেকেই কার্তিককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷ তালিকায় রয়েছেন করণ জোহর, কবীর খান, শিল্পা শেট্টি-সহ আরও অনেকেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.