মুম্বই, 18 অগস্ট: বর্তমানে শেহনাজ গিলের ব্যক্তিগত জীবন ফের একবার সংবাদ মাধ্যমের চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ 'পঞ্জাব কি ক্যাটরিনা' ফের একবার নাকি খুঁজে পেয়েছেন তাঁর মনের মানুষ ৷ এমনটাই বলছে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট ৷ বিগ বসের ঘরেই গড়ে ওঠে শেহনাজের প্রথম প্রেম ৷ আরেক প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি ৷ কিন্তু গত সেপ্টেম্বরে সিদ্ধার্থের হঠাৎ মৃত্যুর পর রীতিমতো ভেঙে পড়েন অভিনেত্রী ৷
এতদিন পর একদিকে যখন তাঁর বলিউড অভিষেক নিয়ে কথা শুরু হয়েছে ৷ তখন অন্যদিকে মিডিয়া রিপোর্ট এও জানিয়েছিল আবার মনের মানুষ খুঁজে পেয়েছেন এই নায়িকা-গায়িকা ৷ খবর বলছে শেহনাজ নাকি সম্পর্কে জড়িয়েছেন কোরিওগ্রাফার রাঘব জুয়েলের সঙ্গে ৷ এবার তাঁর এই নতুন সম্পর্কের জল্পনা নিয়েই মুখ খুললেন শেহনাজ ৷ বুধবার একটি ইভেন্ট চলাকালীন তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, তাঁকে কারও সঙ্গে দেখা গেল এটা ধরে নেওয়া ঠিক নয় যে তিনি ডেটিং করছেন (Shehnaaz Gill on dating rumours with choreographer Raghav Juyal) ৷
আরও পড়ুন: ঠিক কেন মুখ্যমন্ত্রীর পরিবারের গল্প এলো টেলিভিশনে
এরপর শেহনাজ সংবাদ মাধ্য়মকেই একহাত নিয়ে বলেন, মিডিয়া এত মিথ্যা কথা বলে কেন? মিডিয়া প্রতিবার মিথ্যা বলে আর যা খুশি তাই লেখে ৷ আমরা কারও সঙ্গে কোথাও দাঁড়ালে, কথা বললে বা ঘুরতে গেলেই কি তাঁকে মনের মানুষ হিসাবে জায়গা দিয়ে দিই ? সেটা তো হয় না ।