ETV Bharat / entertainment

Shashi Kapoor Death Anniversary: শশী কাপুরের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে নজরে তাঁর সেরা 5 ফিল্ম

আজ বলিউডের অভিনেতা শশী কাপুরের পঞ্চম মৃত্যুবার্ষিকী (Shashi Kapoor Death Anniversary)৷ এই বিশেষ দিনে চোখ রাখব তাঁর অন্যতম সেরা 5 ফিল্মের দিকে (Shashi Kapoor films)৷

Shashi Kapoor death anniversary: take a look at his top 5 films
থাম্বনেইল
author img

By

Published : Dec 4, 2022, 4:45 PM IST

মুম্বই, 4 ডিসেম্বর: বলিউডে একসময় চকোলেট অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন শশী কাপুর (Shashi Kapoor Death Anniversary)৷ কর্মজীবনে বেশকিছু ছবিতে অসাধারণ অভিনয় করেছেন । ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য তিনি পদ্মভূষণ এবং দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন । কিডনির অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর 2017 সালে চিরঘুমে চলে যান কাপুর পরিবারের এই অভিনেতা । আজ তাঁর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে চোখ রাখব তাঁর অন্যতম সেরা 5 চলচ্চিত্রের দিকে (Shashi Kapoor films)।

ত্রিশূল

Shashi Kapoor death anniversary: take a look at his top 5 films
ত্রিশূল

কিংবদন্তি পরিচালক যশ চোপড়ার পরিচালনায় 1978 সালে মুক্তি পায় ত্রিশূল ৷ বিনোদনের যাবতীয় মশলা তুলে ধরেছিল এই চলচ্চিত্র ৷ লেখক জুটি সেলিম ও জাভেদের লেখা ছবিটি ছিল ব্লকবাস্টার হিট ৷ এতে অভিনয়ের জন্য শশী কাপুর দর্শকদের থেকে প্রচুর প্রশংসা কুড়িয়েছিলেন । শশী ছাড়াও এই ছবিতে ছিলেন আরও এক দাপুটে অভিনেতা সঞ্জীব কুমার, বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন, হেমা মালিনী এবং পুনম ধিল্লোঁ ।

দিওয়ার

Shashi Kapoor death anniversary: take a look at his top 5 films
দিওয়ার

দিওয়ার হল যশ চোপড়া পরিচালিত একটি অ্যাকশন থ্রিলার ৷ সেলিম জাভেদ রচিত এই ছবি শশী কাপুরের কেরিয়ারের অন্যতম সেরা হিট । শশী ও অমিতাভ বচ্চন দুই ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন এই ছবিতে ৷ এই ছবিতে তাঁর সংলাপ "মেরে পাস মা হ্যায়" এখনও মানুষের মুখে মুখে ফেরে ৷ চলচ্চিত্রটি 1975 সালে মুক্তি পায় এবং এই ছবিতে অভিনয় করার জন্য ফিল্মফেয়ারে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান শশী কাপুর।

আরও পড়ুন: দেব-মিঠুনের যুগলবন্দিতে হাসি, কান্না আর ভাবনায় ভরপুর 'প্রজাপতি'র ট্রেলার

শান

Shashi Kapoor death anniversary: take a look at his top 5 films
শান

1980 সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম থ্রিলার শানের পরিচালক রমেশ সিপ্পি ৷ এটি একটি ব্লকবাস্টার হিট হিসাবে ঘোষিত হয়েছিল । বহু তারকার সমন্বয়ে তৈরি এই চলচ্চিত্রে শশী ছাড়াও অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, সুনীল দত্ত, শত্রুঘ্ন সিনহা, কুলভূষণ খারবান্দা, পরভীন বাবি এবং বিন্দিয়া গোস্বামী । 'ইয়াম্মা ইয়াম্মা', 'জিতে হ্যায় শান সে', 'জানু মেরি জান' - এই ছবির গানগুলিও ছিল ব্লকবাস্টার হিট ।

সত্যম শিবম সুন্দরম

Shashi Kapoor death anniversary: take a look at his top 5 films
সত্যম শিবম সুন্দরম

শশী কাপুরের বাবা রাজ কাপুর পরিচালিত রোমান্টিক ড্রামা ফিল্ম সত্যম শিবম সুন্দরম ৷ শশী ছাড়াও জিনত আমান এবং পদ্মিনী কোলহাপুরে এই ফিল্মের প্রধান চরিত্রে অভিনয় করেন ৷ সুরেলা সাউন্ডট্র্যাকের জন্য ছবিটি ভক্তদের কাছ থেকে প্রচুর প্রশংসা পেয়েছিল ।

সুহাগ

Shashi Kapoor death anniversary: take a look at his top 5 films
সুহাগ

মনমোহন দেশাই পরিচালিত বিনোদনের মশলায় তৈরি সুহাগ মুক্তি পায় 1979 সালে ৷ এই ছবির গল্প বেশ জনপ্রিয়তা পায় ৷ শৈশবে দুই ভাই আলাদা হয়ে যায় এবং পরে খলনায়কদের সঙ্গে লড়াই করার জন্য তারা একত্রিত হয় । এই ছবিতে শশীর পাশাপাশি ছিলেন অমিতাভ বচ্চন, রাখি ও পরভীন বাবি ।

মুম্বই, 4 ডিসেম্বর: বলিউডে একসময় চকোলেট অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন শশী কাপুর (Shashi Kapoor Death Anniversary)৷ কর্মজীবনে বেশকিছু ছবিতে অসাধারণ অভিনয় করেছেন । ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য তিনি পদ্মভূষণ এবং দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন । কিডনির অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর 2017 সালে চিরঘুমে চলে যান কাপুর পরিবারের এই অভিনেতা । আজ তাঁর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে চোখ রাখব তাঁর অন্যতম সেরা 5 চলচ্চিত্রের দিকে (Shashi Kapoor films)।

ত্রিশূল

Shashi Kapoor death anniversary: take a look at his top 5 films
ত্রিশূল

কিংবদন্তি পরিচালক যশ চোপড়ার পরিচালনায় 1978 সালে মুক্তি পায় ত্রিশূল ৷ বিনোদনের যাবতীয় মশলা তুলে ধরেছিল এই চলচ্চিত্র ৷ লেখক জুটি সেলিম ও জাভেদের লেখা ছবিটি ছিল ব্লকবাস্টার হিট ৷ এতে অভিনয়ের জন্য শশী কাপুর দর্শকদের থেকে প্রচুর প্রশংসা কুড়িয়েছিলেন । শশী ছাড়াও এই ছবিতে ছিলেন আরও এক দাপুটে অভিনেতা সঞ্জীব কুমার, বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন, হেমা মালিনী এবং পুনম ধিল্লোঁ ।

দিওয়ার

Shashi Kapoor death anniversary: take a look at his top 5 films
দিওয়ার

দিওয়ার হল যশ চোপড়া পরিচালিত একটি অ্যাকশন থ্রিলার ৷ সেলিম জাভেদ রচিত এই ছবি শশী কাপুরের কেরিয়ারের অন্যতম সেরা হিট । শশী ও অমিতাভ বচ্চন দুই ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন এই ছবিতে ৷ এই ছবিতে তাঁর সংলাপ "মেরে পাস মা হ্যায়" এখনও মানুষের মুখে মুখে ফেরে ৷ চলচ্চিত্রটি 1975 সালে মুক্তি পায় এবং এই ছবিতে অভিনয় করার জন্য ফিল্মফেয়ারে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান শশী কাপুর।

আরও পড়ুন: দেব-মিঠুনের যুগলবন্দিতে হাসি, কান্না আর ভাবনায় ভরপুর 'প্রজাপতি'র ট্রেলার

শান

Shashi Kapoor death anniversary: take a look at his top 5 films
শান

1980 সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম থ্রিলার শানের পরিচালক রমেশ সিপ্পি ৷ এটি একটি ব্লকবাস্টার হিট হিসাবে ঘোষিত হয়েছিল । বহু তারকার সমন্বয়ে তৈরি এই চলচ্চিত্রে শশী ছাড়াও অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, সুনীল দত্ত, শত্রুঘ্ন সিনহা, কুলভূষণ খারবান্দা, পরভীন বাবি এবং বিন্দিয়া গোস্বামী । 'ইয়াম্মা ইয়াম্মা', 'জিতে হ্যায় শান সে', 'জানু মেরি জান' - এই ছবির গানগুলিও ছিল ব্লকবাস্টার হিট ।

সত্যম শিবম সুন্দরম

Shashi Kapoor death anniversary: take a look at his top 5 films
সত্যম শিবম সুন্দরম

শশী কাপুরের বাবা রাজ কাপুর পরিচালিত রোমান্টিক ড্রামা ফিল্ম সত্যম শিবম সুন্দরম ৷ শশী ছাড়াও জিনত আমান এবং পদ্মিনী কোলহাপুরে এই ফিল্মের প্রধান চরিত্রে অভিনয় করেন ৷ সুরেলা সাউন্ডট্র্যাকের জন্য ছবিটি ভক্তদের কাছ থেকে প্রচুর প্রশংসা পেয়েছিল ।

সুহাগ

Shashi Kapoor death anniversary: take a look at his top 5 films
সুহাগ

মনমোহন দেশাই পরিচালিত বিনোদনের মশলায় তৈরি সুহাগ মুক্তি পায় 1979 সালে ৷ এই ছবির গল্প বেশ জনপ্রিয়তা পায় ৷ শৈশবে দুই ভাই আলাদা হয়ে যায় এবং পরে খলনায়কদের সঙ্গে লড়াই করার জন্য তারা একত্রিত হয় । এই ছবিতে শশীর পাশাপাশি ছিলেন অমিতাভ বচ্চন, রাখি ও পরভীন বাবি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.