মুম্বই, 28 ডিসেম্বর: প্রথমবার নিজের মারণ রোগ ক্যানসার নিয়ে মুখ খুললেন প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর ৷ 'কফি উইথ করণ শো'য়ে এসে তিনি জানান, মারণ রোগ ক্যানসারের সঙ্গে যুদ্ধ করার জন্য তাঁর হাত থেকে বেরিয়ে গিয়েছে 'রকি অউর রানি কী প্রেম কাহানি' ছবি ৷
বৃহস্পতিবার ডিজনি প্লাস হটস্টারে টেলিকাস্ট হয়েছে পরিচালক করণের অন্যতম চর্চিত টক শো ৷ সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে. এই শোয়ে করণ জানান, আলিয়া ভাটের ঠাকুমার চরিত্রে তিনি প্রথমে বেছেছিলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে ৷ তিনি বলেন, "রকি অউর রানি কী প্রেম কাহানি ছবিতে শাবানা আজমি যে চরিত্রে অভিনয় করেছেন প্রথমে তা অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে করতে বলেছিলাম ৷ তিনিই আমার প্রথম পছন্দ ছিলেন ৷ কিন্তু সেই সময় শারীরিক অসুস্থতার জন্য তিনি হ্যাঁ বলেননি ৷ আমার একটা আফসোস রয়ে গেল ৷"
এরপরেই ভার্সেটাইল অভিনেত্রী শর্মিলা জানান, তিনি কোনও রকম ঝুঁকি নিতে চাননি ৷ কারণ সেই সময় অতিমারির প্রকোপ ছিল ৷ পাশাপাশি, তিনি তখন ভ্যাকসিনও নেননি ৷ অভিনেত্রী বলেন, "সেই সময় অতিমারির প্রকোপ প্রচণ্ড ছিল ৷ কেউ এই ভাইরাস সম্পর্কে কিছু বুঝতে পারছিল না ৷ এমনকী, তখন ভ্যাকসিন সম্পর্কেও কিছু জানা যাচ্ছিল না ৷ আমরাও ভ্যাকসিন পাইনি ৷ এটা আমার ক্যানসার পরবর্তী সময় ছিল ৷ চিকিৎসকের পাশাপাশি পরিবারের কেউ এই বিষয়ে ঝুঁকি নিতে চাননি ৷" যদিও এর থেকে বেশি নিজের মারণ রোগ নিয়ে আর কোনও কথা বলেননি অভিনেত্রী ৷ তবে অভিনেত্রীর কথা থেকে স্পষ্ট যে মারণ রোগকে হারিয়ে তিনি স্বাভাবিক ছন্দে ফিরলেও, তাঁকে একাধিক সাবধানতা অবলম্বন করতে হয়েছে ৷ তবে অভিনেত্রী করণের সঙ্গে কাজ না করার দুঃখপ্রকাশ করেছেন শো-তে এসে ৷ জানিয়েছেন আগামিদিনে নিশ্চই কাজ করবেন একসঙ্গে ৷
-
A royal brew comes your way this Thursday!#HotstarSpecials #KoffeeWithKaran Season 8 Episode 10 streaming from Dec 28th.#KWKS8OnHotstar#SharmilaTagore #SaifAliKhan #KaranJohar @apoorvamehta18 @jahnvio @Dharmatic_ pic.twitter.com/btXeszO3nI
— Disney+ Hotstar (@DisneyPlusHS) December 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A royal brew comes your way this Thursday!#HotstarSpecials #KoffeeWithKaran Season 8 Episode 10 streaming from Dec 28th.#KWKS8OnHotstar#SharmilaTagore #SaifAliKhan #KaranJohar @apoorvamehta18 @jahnvio @Dharmatic_ pic.twitter.com/btXeszO3nI
— Disney+ Hotstar (@DisneyPlusHS) December 26, 2023A royal brew comes your way this Thursday!#HotstarSpecials #KoffeeWithKaran Season 8 Episode 10 streaming from Dec 28th.#KWKS8OnHotstar#SharmilaTagore #SaifAliKhan #KaranJohar @apoorvamehta18 @jahnvio @Dharmatic_ pic.twitter.com/btXeszO3nI
— Disney+ Hotstar (@DisneyPlusHS) December 26, 2023
কিংবদন্তী অভিনেত্রী সত্যজিৎ রায়ের 'অপুর সংসার' ও 'দেবী' ছবির মধ্য দিয়ে রূপোলি পর্দায় পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন ৷ বাংলার পাশাপাশি একাধিক সুপারহিট হিন্দি ছবি উপহার দিয়েছেন তিনি ৷ যার মধ্যে উল্লেখযোগ্য 'কাশ্মীর কি কলি', 'আরাধনা', 'অমর প্রেম', 'চুপকে চুপকে' ৷ দীর্ঘ সময় তিনি সিনে পর্দা থেকে বিরতি নিয়েছিলেন ৷ অবশেষে, চলতি বছরের শুরুর দিকে, তিনি আবার অভিনয় জগতে ফেরেন ৷ রাহুল ভি চিত্তেলা পরিচালিত 'গুলমোহর' ছবিতে কাজ করেন ৷ শর্মিলা ঠাকুরের বিপরীতে ছিলেন মনোজ বাজপেয়ী ৷
আরও পড়ুন
1. 'কাবুলিওয়ালা'র ঝোলা এখনও কি 'মিনি'দের অবাক করে? উত্তর খুঁজল ইটিভি ভারত
2. 'গোতি লো' গানে মজে নেটপাড়া, কী বলছেন আদিত্য; শুনল ইটিভি ভারত
3. ক্রিসমাসের ভাইরাল ভিডিয়ো ঘিরে কাঠগড়ায় রণবীর-সহ কাপুর পরিবার