ETV Bharat / entertainment

শেক্সপিয়ারের 'ওথেলো' বড় পর্দায়, প্রকাশ্যে 'অথৈ'-এর অফিসিয়াল লোগো - অনির্বাণ ভট্টাচার্য

Othello in Bengali Movie: অর্ণ মুখোপাধ্যায় পরিচালিত-অভিনীত ‘ওথেলো’র বাংলা নাট্যরূপ আসতে চলছে বড় পর্দায়। সৌজন্যে এসভিএফ এবং জিও স্টুডিওজ।

Etv Bharat
শেক্সপিয়ারের 'ওথেলো' বড় পর্দায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 10:09 AM IST

কলকাতা, 4 ডিসেম্বর: সুসজ্জিত বিছানায় শুয়ে রয়েছেন সুন্দরী ডেসডিমোনা, দরজা খুলে ঘরে প্রবেশ করলেন ওথেলো৷ উদ্দেশ্য তাঁর একটাই বিশ্বাসঘাতক স্ত্রী-কে খুন করা ৷ ডেসডিমোনা বোঝানোর চেষ্টা করে ওথেলোকে ৷ শেষে তিনি বলেন "কিল মি টুমরো, লেট মি লিভ টুনাইট" ৷ কিন্তু না, ডেসডিমোনাকে চিরনিদ্রায় পাঠান ওথেলো ৷ বইয়ের পাতায় শেক্সপিয়ারের এই কাহিনী যতটা কল্পনায় ধরা দেয় তার থেকে বেশি ছাপ ফেলেছিল উত্তম কুমার-সুচিত্রা সেনের ওথেলো-ডেসডিমোনা নাট্যাভিনয় ৷ যে দৃশ্য সপ্তপদী সিনেমার মতোই হয়ে রয়েছে কালজয়ী ৷ সেই কাহিনী এবার ফুটে উঠতে চলেছে রূপোলি পর্দায় ৷

'নটধা’ নাট্যদলের প্রযোজনায় উইলিয়াম শেক্সপিয়ারের ‘ওথেলো’র একটি বাংলা নাট্যরূপ উপহার দিয়েছিলেন পরিচালক তথা অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়। নাটকটির নাম অথৈ’। সেই নাটকই ছবির আকারে আসতে চলছে বড় পর্দায়। সৌজন্যে এসভিএফ এবং জিও স্টুডিওজ। প্রকাশ্যে আনা হয়েছে ছবির অফিসিয়াল লোগো। অর্ণ মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে ক্রিয়েটিভ ডিরেক্টেরের দায়িত্বে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য । অভিনেতা আগেই ইটিভি ভারতকে জানিয়েছিলেন এবার পরিচালনা নয়, করতে চান অভিনয়। আর সেটাই করছেন তিনি। নাটকে মুখ্য তিন চরিত্রে অভিনয় করেন অনির্বাণ ভট্টাচার্য, তূর্ণা দাশ, অর্ণ মুখোপাধ্যায়।

ছবিতে অনির্বাণ -অর্ণর পাশাপাশি দেখা যাবে সোহিনী সরকারকে। ড: অথৈ লোধের অর্থাৎ ওথেলো রূপো দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়কে। তিনি দলিত সম্প্রদায়ের। উইলিয়াম শেক্সপিয়ার এই চরিত্রটিকে এঁকেছিলেন ভেনিসের কুইক্সোটিক মুরের আদলে। অথৈ স্বপ্ন দেখেন, তিনি প্রেমিক মনের। সোজা কথায় অথৈ সুন্দর মনের মানুষ এই ছবিতে। এখানে সোহিনীর চরিত্রের নাম দিয়া (ডেসডেমোনা)। ভালোবাসার প্রতীক। দিয়া বুদ্ধিমতী, স্পষ্টবাদী এবং আন্তরিক।

অনির্বাণের চরিত্রের নাম গোগো (লাগো)। এটি একটি রহস্যময় চরিত্র। বলা ভালো, একটি ধাঁধার মতো যা রেজল্যুশন এড়িয়ে যায়। এই গোগোর মনটা সহজ সরল পথে হাঁটে না। অথৈয়ের বন্ধু সে। সেই বন্ধুত্বের মধ্যেও রয়েছে জটিলতা। সহজ ভাষায়, গোগো নৈতিকতার নাটকে নৃশংসতার মূর্ত প্রতীককে তুলে ধরে। ‘দ্য ডার্ক নাইট’-এর জোকারের চরিত্র খুঁজে পাওয়া যাবে তাঁর চরিত্রে। সুতরাং এখানে অনির্বাণকে দেখা যাচ্ছে নেতিবাচক চরিত্রে ৷ ছবির শুটিং শুরু চলতি মাস থেকেই। সব কিছু ঠিকঠাক থাকলে 2024-এ বড় পর্দায় আসবে অর্ণ মুখোপাধ্যায় পরিচালিত 'অথৈ'।

আরও পড়ুন

1. পথকুকুরদের ঘরে তুললেন সোহা-কুণাল, আদুরে বার্তা শ্রীলেখার

2. মোদিকে 'ভগবান রামে'র সঙ্গে তুলনা কঙ্গনার, সমালোচনার ঝড় নেটপাড়ায়

3. মুক্তির আগেই রেকর্ড গড়ল 'সালার', মোস্ট ভিউড ভারতীয় ট্রেলারের তকমা পেল প্রভাসের ছবি

কলকাতা, 4 ডিসেম্বর: সুসজ্জিত বিছানায় শুয়ে রয়েছেন সুন্দরী ডেসডিমোনা, দরজা খুলে ঘরে প্রবেশ করলেন ওথেলো৷ উদ্দেশ্য তাঁর একটাই বিশ্বাসঘাতক স্ত্রী-কে খুন করা ৷ ডেসডিমোনা বোঝানোর চেষ্টা করে ওথেলোকে ৷ শেষে তিনি বলেন "কিল মি টুমরো, লেট মি লিভ টুনাইট" ৷ কিন্তু না, ডেসডিমোনাকে চিরনিদ্রায় পাঠান ওথেলো ৷ বইয়ের পাতায় শেক্সপিয়ারের এই কাহিনী যতটা কল্পনায় ধরা দেয় তার থেকে বেশি ছাপ ফেলেছিল উত্তম কুমার-সুচিত্রা সেনের ওথেলো-ডেসডিমোনা নাট্যাভিনয় ৷ যে দৃশ্য সপ্তপদী সিনেমার মতোই হয়ে রয়েছে কালজয়ী ৷ সেই কাহিনী এবার ফুটে উঠতে চলেছে রূপোলি পর্দায় ৷

'নটধা’ নাট্যদলের প্রযোজনায় উইলিয়াম শেক্সপিয়ারের ‘ওথেলো’র একটি বাংলা নাট্যরূপ উপহার দিয়েছিলেন পরিচালক তথা অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়। নাটকটির নাম অথৈ’। সেই নাটকই ছবির আকারে আসতে চলছে বড় পর্দায়। সৌজন্যে এসভিএফ এবং জিও স্টুডিওজ। প্রকাশ্যে আনা হয়েছে ছবির অফিসিয়াল লোগো। অর্ণ মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে ক্রিয়েটিভ ডিরেক্টেরের দায়িত্বে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য । অভিনেতা আগেই ইটিভি ভারতকে জানিয়েছিলেন এবার পরিচালনা নয়, করতে চান অভিনয়। আর সেটাই করছেন তিনি। নাটকে মুখ্য তিন চরিত্রে অভিনয় করেন অনির্বাণ ভট্টাচার্য, তূর্ণা দাশ, অর্ণ মুখোপাধ্যায়।

ছবিতে অনির্বাণ -অর্ণর পাশাপাশি দেখা যাবে সোহিনী সরকারকে। ড: অথৈ লোধের অর্থাৎ ওথেলো রূপো দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়কে। তিনি দলিত সম্প্রদায়ের। উইলিয়াম শেক্সপিয়ার এই চরিত্রটিকে এঁকেছিলেন ভেনিসের কুইক্সোটিক মুরের আদলে। অথৈ স্বপ্ন দেখেন, তিনি প্রেমিক মনের। সোজা কথায় অথৈ সুন্দর মনের মানুষ এই ছবিতে। এখানে সোহিনীর চরিত্রের নাম দিয়া (ডেসডেমোনা)। ভালোবাসার প্রতীক। দিয়া বুদ্ধিমতী, স্পষ্টবাদী এবং আন্তরিক।

অনির্বাণের চরিত্রের নাম গোগো (লাগো)। এটি একটি রহস্যময় চরিত্র। বলা ভালো, একটি ধাঁধার মতো যা রেজল্যুশন এড়িয়ে যায়। এই গোগোর মনটা সহজ সরল পথে হাঁটে না। অথৈয়ের বন্ধু সে। সেই বন্ধুত্বের মধ্যেও রয়েছে জটিলতা। সহজ ভাষায়, গোগো নৈতিকতার নাটকে নৃশংসতার মূর্ত প্রতীককে তুলে ধরে। ‘দ্য ডার্ক নাইট’-এর জোকারের চরিত্র খুঁজে পাওয়া যাবে তাঁর চরিত্রে। সুতরাং এখানে অনির্বাণকে দেখা যাচ্ছে নেতিবাচক চরিত্রে ৷ ছবির শুটিং শুরু চলতি মাস থেকেই। সব কিছু ঠিকঠাক থাকলে 2024-এ বড় পর্দায় আসবে অর্ণ মুখোপাধ্যায় পরিচালিত 'অথৈ'।

আরও পড়ুন

1. পথকুকুরদের ঘরে তুললেন সোহা-কুণাল, আদুরে বার্তা শ্রীলেখার

2. মোদিকে 'ভগবান রামে'র সঙ্গে তুলনা কঙ্গনার, সমালোচনার ঝড় নেটপাড়ায়

3. মুক্তির আগেই রেকর্ড গড়ল 'সালার', মোস্ট ভিউড ভারতীয় ট্রেলারের তকমা পেল প্রভাসের ছবি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.