মুম্বই, 29 এপ্রিল : একইদিনে 41টি নয়া প্রজেক্ট ঘোষণা করে বৃহস্পতিবার সিনে অনুরাগীদের চমকে দিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিয়ো ৷ সেই ঘোষণায় ফ্যামিলি ম্যান, পাতাল লোক, পঞ্চায়েত, মেড টু হেভেন-এর মত জনপ্রিয় সিরিজগুলোর পরবর্তী সিজনের ঘোষণা যেমন রয়েছে, তেমনই নতুন একগুচ্ছ প্রজেক্টে অনুরাগীদের প্রতীক্ষা বাড়িয়েছে সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ৷ আর উল্লেখযোগ্যভাবে অ্যামাজনের নয়া প্রজেক্টগুলির মধ্যে রয়েছে 'ফারজি'-র নাম ৷ যে সিরিজের মধ্যে দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে চলেছে শাহিদ কাপুরের (Shahid Kapoor is all set to debut on OTT platform) ৷
একের পর এক মুক্তির দিন পিছলেও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে ব্যর্থ তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'জার্সি' ৷ যদিও শাহিদ কাপুরের অভিনয় প্রশংসা কুড়িয়েছে সমালোচক মহলে (Cine critics praise Shahid Kapoor's performance in Jersey) ৷ জার্সিতে তাঁর অভিনয়ের সাফল্যকে সঙ্গী করেই এবার ওটিটি-তে পা ফেলার অপেক্ষায় 'কবীর সিং'৷ অ্যামাজনের জনপ্রিয় ওয়েব সিরিজ 'ফ্যামিলি ম্য়ান' পরিচালক রাজ এবং ডিকে-র হাত ধরেই ডিজিটাল দুনিয়ায় পা রাখছেন পঙ্কজ-পুত্র ৷
বৃহস্পতিবার সিরিজ ঘোষণার মুহূর্তে শাহিদ ডিজিটালে পা-রাখা প্রসঙ্গে জানিয়েছেন, তিনি সাঙ্ঘাতিক নার্ভাস ৷ শাহিদের কথায়, "আমরা সিনেমায় যা করি তা থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পূর্ণ আলাদা ৷ তাই আমি নার্ভাস তবে উত্তেজিত ৷ সবসময় চ্যালেঞ্জিং এবং ভিন্ন স্বাদের চরিত্র বেছে এসেছি ৷ ফারজির চরিত্র খানিকটা তেমনই ৷ দর্শকের প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায় এখন ৷"
আরও পড়ুন : সলমনের হাত ধরে বলিউডে পা শেহনাজের
আর পরিচালক রাজ এবং ডিকে সিরিজ ঘোষণা অনুষ্ঠানে জানান, ফ্যামিলি ম্যানের সাফল্যের ফর্মুলা আমরা ফারজি-তেও ধরে রাখার চেষ্টা করেছি ৷ আশা করছি এই সিরিজও দর্শকের মন জিতে নেবে ৷