মুম্বই, 21 মার্চ: 50 দিনেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে বক্স অফিসে রাজত্ব করার পর এ বার ওটিটি সফর শুরু করতে চলেছে শাহরুখ খানের পাঠান (Pathaan OTT Release)৷ আগামী 22 মার্চ থেকে প্রাইম ভিডিয়োতে শুরু হতে চলেছে সিদ্ধার্থ আনন্দের পাঠানের স্ট্রিমিং (Pathaan in Prime Video)৷
প্রাইম ভিডিয়োর তরফে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ওটিটিতে পাঠানের অভিষেকের খবর শেয়ার করা হয়েছে (Pathaan to make streaming debut)৷ জিরো মুক্তির চার বছর পর এই স্পাই থ্রিলার দিয়েই বলিউডে প্রত্যাবর্তন ঘটে কিং খানের (Shah Rukh Khan Latest News)৷ আগামিকাল, অর্থাৎ বুধবার থেকে ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হতে চলেছে পাঠানের ৷ শুধু হিন্দি নয়, এই ছবির তামিল ও তেলুগু সংস্করণও ওটিটি-তে আসছে বলে জানানো হয়েছে ৷ প্রাইম ভিডিয়ো এই খবরটি টুইটে জানিয়ে লিখেছে, "আমরা আবহাওয়ায় অস্থিরতা অনুভব করছি ৷ অবশেষে 'পাঠান' আসছে ৷ 22 মার্চ, হিন্দি, তামিল এবং তেলুগুতে ।"
সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 25 জানুয়ারি ৷ বক্স অফিসে বিশ্বব্যাপী 1,000 কোটি টাকা সংগ্রহ করেছে এই ফিল্ম ৷ যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) প্রযোজিত পাঠানে শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানা । বিশেষ চরিত্রে দর্শকদের মাতিয়ে দিয়ে গিয়েছেন সলমন খানও ৷
আরও পড়ুন: পাঠান বিতর্কের সময় কীভাবে শান্ত থেকেছেন ? জানালেন দীপিকা
নির্বাসন থেকে ফিরে পাঠান (শাহরুখ) সন্ত্রাসবাদী গোষ্ঠীকে ভারতে আক্রমণ করা থেকে বিরত করে ৷ শাহরুখ ও জনের অ্যাকশন দৃশ্যগুলি মুগ্ধ করেছে দর্শকদের ৷ ঝুমে জো পাঠানের হুকস্টেপে কোমর দুলিয়েছেন কয়েক কোটি মানুষ ৷ সলমান খানের "এক থা টাইগার" এবং "টাইগার জিন্দা হ্যায়" এবং হৃতিক রোশনের "ওয়ার"-এর পর পাঠানই ছিল প্রযোজক আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের চতুর্থ চলচ্চিত্র ।