ETV Bharat / entertainment

Jawaan First Song: 'জিন্দা বান্দা' গানের শুটে খরচ 15 কোটি, শাহরুখের সঙ্গী হাজার নৃত্যশিল্পী

'জওয়ান' ছবির প্রথম গান 'জিন্দা বান্দা' কবে মুক্তি পাবে, সেই প্রতীক্ষায় দিন গুনছেন অনুরাগীরা ৷ তবে এই গান নিয়ে বিশাল বড় খবর এসেছে সামনে ৷ ছবির প্রথম গান শুট হয়েছে 1 হাজার নৃত্যশিল্পী নিয়ে ৷ শুধু তাই নয়, পুরো গান শুট করতে খরচ পড়েছে 15 কোটি টাকা ৷

Etv Bharat
'জওয়ান' ছবির প্রথম গান 'জিন্দা বান্দা'
author img

By

Published : Jul 26, 2023, 8:12 PM IST

মুম্বই, 26 জুলাই: ছবির প্রিভিউ আগেই ঝড় তুলেছে অনুরাগীদের মনে, অপেক্ষা ছিল কবে আসবে এই ছবির প্রথম গান ৷ অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবির গান মুক্তি কবে তার তারিখ এখনও পর্যন্ত জানা না-গেলেও এই গান কতটা ধামাকেদার হতে চলেছে, পাওয়া গিয়েছে তার ঝলক ৷ বলিউডের বাদশা শাহরুখ যেন ফের একবার রেকর্ড ভাঙতে চলেছেন ৷ কারণ বাদশার জওয়ান ছবির প্রথম গান 'জিন্দা বান্দা' এই মুহূর্তে নেট দুনিয়ার হট টপিক ৷ চর্চা তো হবেই, কেননা এই একটি গান শুট করতেই নাকি, খরচ হয়েছে 15 কোটি টাকা! ভাবা যায় !

চমকের এখানেই শেষ নয় ৷ শাহরুখ খানের সঙ্গে এই গানে নাকি তাল মিলিয়েছেন প্রায় 1 হাজার নৃত্যশিল্পী ৷ ট্র্যাকটি পাঁচ দিন ব্যাপী চেন্নাই, হায়দ্রাবাদ,বেঙ্গালুরু, মাদুরাই, মুম্বই এবং অন্যান্য শহরে শুটিং হয়েছে ৷ সূত্রের খবর, এই গান তৈরি হয়েছে ঠিক যেমন বড় কোনও উৎসব উদযাপন করা হয়েছে ৷ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "কথা দিচ্ছি, এই গান হতে চলেছে উৎসব উদযাপনে রোমহর্ষক এক গান ৷"

গানটির সঙ্গীত রচনার পাশাপাশি গলাও দিয়েছেন অনিরুদ্ধ। এছাড়াও গ্র্যামি-মনোনীত এবং অত্যন্ত জনপ্রিয় শিল্পী, রাজা কুমারী র‌্যাপ করেছেন বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে কোরিওগ্রাফির দায়িত্ব সামলেছেন শোবি ৷ কবে মুক্তি পাবে এই গান, তা জানতে এখন অধীর আগ্রহে রয়েছেন শাহরুখ ভক্তরা ৷

প্যান-ইন্ডিয়া ছবি হিসেবে 'জওয়ান' মুক্তি পাবে 7 সেপ্টেম্বর ৷ ছবিতে শাহরুখের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে নয়নতারা, সানায়া মলহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণি, ঋদ্ধি ডোগরা, সুনীল গ্রোভার এবং মুকেশ ছাবড়াকে। বিশেষ চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোনকে ৷

আরও পড়ুন: অভিনেত্রী আমিশা প্যাটেলকে 500 টাকা জরিমানা

প্রসঙ্গত, চার বছর পর 'পাঠান' ছবির হাত ধরে বলিউডে ঝড় তুলেছেন কিং খান ৷ একের পর এক রেকর্ড তৈরি করে এই ছবি ৷ এই ছবির সাফল্যের পরেই 'জওয়ান' ছবির ঘোষণা করেদিয়েছিলেন কিং খান ৷ ব্যান্ডেজ বাঁধা শাহরুখের প্রথম ঝলক জানান দিয়েছিল, বলিউডে আবার তুফান আসতে চলেছে ৷ সেই তুফানের সূত্রপাত হয়ে গিয়েছে 'জওয়ান' প্রিভিউয়ের মাধ্যমে ৷ এবার অপেক্ষা ছবির প্রথম গান 'জিন্দা বান্দা'-র ৷

মুম্বই, 26 জুলাই: ছবির প্রিভিউ আগেই ঝড় তুলেছে অনুরাগীদের মনে, অপেক্ষা ছিল কবে আসবে এই ছবির প্রথম গান ৷ অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবির গান মুক্তি কবে তার তারিখ এখনও পর্যন্ত জানা না-গেলেও এই গান কতটা ধামাকেদার হতে চলেছে, পাওয়া গিয়েছে তার ঝলক ৷ বলিউডের বাদশা শাহরুখ যেন ফের একবার রেকর্ড ভাঙতে চলেছেন ৷ কারণ বাদশার জওয়ান ছবির প্রথম গান 'জিন্দা বান্দা' এই মুহূর্তে নেট দুনিয়ার হট টপিক ৷ চর্চা তো হবেই, কেননা এই একটি গান শুট করতেই নাকি, খরচ হয়েছে 15 কোটি টাকা! ভাবা যায় !

চমকের এখানেই শেষ নয় ৷ শাহরুখ খানের সঙ্গে এই গানে নাকি তাল মিলিয়েছেন প্রায় 1 হাজার নৃত্যশিল্পী ৷ ট্র্যাকটি পাঁচ দিন ব্যাপী চেন্নাই, হায়দ্রাবাদ,বেঙ্গালুরু, মাদুরাই, মুম্বই এবং অন্যান্য শহরে শুটিং হয়েছে ৷ সূত্রের খবর, এই গান তৈরি হয়েছে ঠিক যেমন বড় কোনও উৎসব উদযাপন করা হয়েছে ৷ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "কথা দিচ্ছি, এই গান হতে চলেছে উৎসব উদযাপনে রোমহর্ষক এক গান ৷"

গানটির সঙ্গীত রচনার পাশাপাশি গলাও দিয়েছেন অনিরুদ্ধ। এছাড়াও গ্র্যামি-মনোনীত এবং অত্যন্ত জনপ্রিয় শিল্পী, রাজা কুমারী র‌্যাপ করেছেন বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে কোরিওগ্রাফির দায়িত্ব সামলেছেন শোবি ৷ কবে মুক্তি পাবে এই গান, তা জানতে এখন অধীর আগ্রহে রয়েছেন শাহরুখ ভক্তরা ৷

প্যান-ইন্ডিয়া ছবি হিসেবে 'জওয়ান' মুক্তি পাবে 7 সেপ্টেম্বর ৷ ছবিতে শাহরুখের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে নয়নতারা, সানায়া মলহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণি, ঋদ্ধি ডোগরা, সুনীল গ্রোভার এবং মুকেশ ছাবড়াকে। বিশেষ চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোনকে ৷

আরও পড়ুন: অভিনেত্রী আমিশা প্যাটেলকে 500 টাকা জরিমানা

প্রসঙ্গত, চার বছর পর 'পাঠান' ছবির হাত ধরে বলিউডে ঝড় তুলেছেন কিং খান ৷ একের পর এক রেকর্ড তৈরি করে এই ছবি ৷ এই ছবির সাফল্যের পরেই 'জওয়ান' ছবির ঘোষণা করেদিয়েছিলেন কিং খান ৷ ব্যান্ডেজ বাঁধা শাহরুখের প্রথম ঝলক জানান দিয়েছিল, বলিউডে আবার তুফান আসতে চলেছে ৷ সেই তুফানের সূত্রপাত হয়ে গিয়েছে 'জওয়ান' প্রিভিউয়ের মাধ্যমে ৷ এবার অপেক্ষা ছবির প্রথম গান 'জিন্দা বান্দা'-র ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.