ETV Bharat / entertainment

রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হবে শাহরুখ খানের ডাঙ্কি, কবে স্পেশাল স্ক্রিনিং ?

Dunki special screening: রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হবে শাহরুখ খানের ফিল্ম ডাঙ্কি ৷ আজই হওয়ার কথা এই ছবির বিশেষ স্ক্রিনিং ৷

Shah Rukh Khan's Dunki
শাহরুখ খানের ডাঙ্কি
author img

By ANI

Published : Dec 24, 2023, 5:21 PM IST

নয়াদিল্লি, 24 ডিসেম্বর: রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হবে বলিউডের সুপারস্টার শাহরুখ খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ফিল্ম 'ডাঙ্কি' ৷ এই তথ্য জানিয়েছেন ছবিটির নির্মাতারা ৷ সেই বিবৃতিতে জানানো হয়েছে, 'ডাঙ্কি'-র একটি বিশেষ স্ক্রিনিং আজ রাষ্ট্রপতি ভবনে আয়োজন করা হয়েছে ।

রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি'র গল্প এগিয়েছে অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে । এর শিরোনামটিও নেওয়া হয়েছে 'গাধার যাত্রা'র কনসেপ্ট থেকে ৷ গাধাদের সফর বলতে বোঝায় দীর্ঘ পথচলা ও প্রায়শই বিপজ্জনক পথে এগোনো ৷ সারা বিশ্বের যে লোকেরা অভিবাসন করতে চান, তাঁদের গন্তব্যে পৌঁছনোর সফরটাও অনেকটা সে রকমই ৷

ভিকি কৌশল, তাপসী পান্নু, বোমান ইরানি, অনিল গ্রোভার এবং বিক্রম কোচারের ডাঙ্কি গত 21 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৷ তারপর থেকেই এই ছবি ইন্টারনেটে ট্রেন্ড করছে । ফিল্মটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ৷ এখনও পর্যন্ত, ঘরোয়া বক্স অফিসে 74.82 কোটি টাকা সংগ্রহ করেছে এই ছবি ৷

ফিল্মটি বর্তমানে প্রভাসের 'সালার'-এর সঙ্গে বক্স অফিসে সংঘাতের মুখোমুখি হচ্ছে । 'সালার' আয় করেছে 145 কোটি রুপি । ডাঙ্কি গ্লোবাল বক্স অফিসে, 103.4 কোটি টাকা সংগ্রহ করেছে । 'ডানকি'তে প্রথমবার জুটি বেঁধে কাজ করছেন শাহরুখ খান এবং রাজকুমার হিরানি ৷ ব্লকবাস্টার 'পাঠান' এবং 'জওয়ান'-এর পর 'ডাঙ্কি' এসআরকে-এর চলতি বছরের তৃতীয় রিলিজ ।

উল্লেখ্য, ডাঙ্কির চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রথম দু'দিনেই বক্স অফিসে শাহরুখ খানের ফিল্মকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে প্রশান্ত নীলের সালার পার্ট 1: সিজফায়ার ৷ প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারনের ছবি ওপেনিং ডে-তে প্রত্যাশার তুলনায় অনেক বেশি ব্যবসা করেছে ৷ 2023 সালের সর্বোচ্চ আয়কারী ওপেনিং ছিল এটি । রিপোর্ট অনুসারে, প্রথম দিনে সালার 90.7 কোটি টাকা আয় করেছে । আর দুই দিনে প্রায় 145.70 কোটি টাকা আয় করেছে এই ছবি । (সংবাদসংস্থা এএনআই)

আরও পড়ুন:

  1. বক্স অফিসে সালারের তাণ্ডব অব্যাহত, অনেক পেছনে শাহরুখের ডাঙ্কি; কার কত আয় ?
  2. গ্লোবাল বক্সঅফিসে 'সালার' ঢুকে পড়ল 175 কোটির ঘরে, অনেকটা পিছনে শাহরুখের 'ডাঙ্কি'
  3. নীল বেনারসিতে অপ্সরা দীপিকা, চার্মিং রণবীর-সলমন, মুম্বই পুলিশের অ্যানুয়াল ইভেন্টে তারকাদের হাট

নয়াদিল্লি, 24 ডিসেম্বর: রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হবে বলিউডের সুপারস্টার শাহরুখ খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ফিল্ম 'ডাঙ্কি' ৷ এই তথ্য জানিয়েছেন ছবিটির নির্মাতারা ৷ সেই বিবৃতিতে জানানো হয়েছে, 'ডাঙ্কি'-র একটি বিশেষ স্ক্রিনিং আজ রাষ্ট্রপতি ভবনে আয়োজন করা হয়েছে ।

রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি'র গল্প এগিয়েছে অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে । এর শিরোনামটিও নেওয়া হয়েছে 'গাধার যাত্রা'র কনসেপ্ট থেকে ৷ গাধাদের সফর বলতে বোঝায় দীর্ঘ পথচলা ও প্রায়শই বিপজ্জনক পথে এগোনো ৷ সারা বিশ্বের যে লোকেরা অভিবাসন করতে চান, তাঁদের গন্তব্যে পৌঁছনোর সফরটাও অনেকটা সে রকমই ৷

ভিকি কৌশল, তাপসী পান্নু, বোমান ইরানি, অনিল গ্রোভার এবং বিক্রম কোচারের ডাঙ্কি গত 21 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৷ তারপর থেকেই এই ছবি ইন্টারনেটে ট্রেন্ড করছে । ফিল্মটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ৷ এখনও পর্যন্ত, ঘরোয়া বক্স অফিসে 74.82 কোটি টাকা সংগ্রহ করেছে এই ছবি ৷

ফিল্মটি বর্তমানে প্রভাসের 'সালার'-এর সঙ্গে বক্স অফিসে সংঘাতের মুখোমুখি হচ্ছে । 'সালার' আয় করেছে 145 কোটি রুপি । ডাঙ্কি গ্লোবাল বক্স অফিসে, 103.4 কোটি টাকা সংগ্রহ করেছে । 'ডানকি'তে প্রথমবার জুটি বেঁধে কাজ করছেন শাহরুখ খান এবং রাজকুমার হিরানি ৷ ব্লকবাস্টার 'পাঠান' এবং 'জওয়ান'-এর পর 'ডাঙ্কি' এসআরকে-এর চলতি বছরের তৃতীয় রিলিজ ।

উল্লেখ্য, ডাঙ্কির চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রথম দু'দিনেই বক্স অফিসে শাহরুখ খানের ফিল্মকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে প্রশান্ত নীলের সালার পার্ট 1: সিজফায়ার ৷ প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারনের ছবি ওপেনিং ডে-তে প্রত্যাশার তুলনায় অনেক বেশি ব্যবসা করেছে ৷ 2023 সালের সর্বোচ্চ আয়কারী ওপেনিং ছিল এটি । রিপোর্ট অনুসারে, প্রথম দিনে সালার 90.7 কোটি টাকা আয় করেছে । আর দুই দিনে প্রায় 145.70 কোটি টাকা আয় করেছে এই ছবি । (সংবাদসংস্থা এএনআই)

আরও পড়ুন:

  1. বক্স অফিসে সালারের তাণ্ডব অব্যাহত, অনেক পেছনে শাহরুখের ডাঙ্কি; কার কত আয় ?
  2. গ্লোবাল বক্সঅফিসে 'সালার' ঢুকে পড়ল 175 কোটির ঘরে, অনেকটা পিছনে শাহরুখের 'ডাঙ্কি'
  3. নীল বেনারসিতে অপ্সরা দীপিকা, চার্মিং রণবীর-সলমন, মুম্বই পুলিশের অ্যানুয়াল ইভেন্টে তারকাদের হাট
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.