ETV Bharat / entertainment

SRK Wishes on Eid : খুশির ঈদে মন্নতের ব্যালকনিতে শাহরুখ, সেলফি তুলে মিশলেন জনসমুদ্রে - Shah Rukh Khan wishes his fans around the globe on Eid

দু'বছরেরও বেশি সময় পর এদিন তাঁর বাসভবন মন্নতের ব্য়ালকনি থেকে বাইরে অনুরাগীদের জনসমুদ্রে মিশে গেলেন শাহরুখ খান ৷ উৎসবে অনুরাগীদের সঙ্গে সাক্ষাতে খুশি শাহরুখ সেলফি তুলে তা শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতেও (Shah Rukh Khan takes selfie with fans from Mannat balcony on Eid) ৷

SRK Wishes on Eid
খুশির ঈদে মন্নতের ব্যালকনিতে শাহরুখ, সেলফি তুলে মিশলেন জনসমুদ্রে
author img

By

Published : May 3, 2022, 10:19 PM IST

মুম্বই, 3 মে : কোভিড নামক অতিমারী সাময়িক রাশ টেনেছিল অভ্যেসে ৷ খারাপ সময় কাটিয়ে মঙ্গলবার খুশির ঈদে ফিরল চেনা ছবিটা ৷ যা বদলায়নি এতটুকু ৷ দু'বছরেরও বেশি সময় পর এদিন তাঁর বাসভবন মন্নতের ব্য়ালকনি থেকে বাইরে অনুরাগীদের জনসমুদ্রে মিশে গেলেন শাহরুখ খান ৷ উৎসবে অনুরাগীদের সঙ্গে সাক্ষাতে খুশি শাহরুখ সেলফি তুলে তা শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতেও (Shah Rukh Khan takes selfie with fans from Mannat balcony on Eid) ৷

সাধারণত মন্নতের ব্যালকনি থেকে জন্মদিন অর্থাৎ, 2 নভেম্বর অনুরাগীদের সঙ্গে মিলিত হন কিং খান ৷ কিন্তু অতিমারির জেরে গত দু'বছর জন্মদিন ব্যক্তিগতই রেখেছিলেন শাহরুখ ৷ এরমধ্যে 2021 নভেম্বরে ছেলে আরিয়ান খানকে নিয়ে দুশ্চিন্তায় থাকা অভিনেতাকে বিশেষ দিনে মন্নতের ব্যালকনিতে পাননি তাঁর অনুরাগীরা ৷ সেই আক্ষেপই ঈদের সকালে সুদে-আসলে পুষিয়ে দিলেন 'বাদশা' ৷

পবিত্র ঈদে মন্নতের ব্যালকনিতে ফিরল চেনা ছবিটা ৷ চেনা ভঙ্গিমায় অকাতরে ভালবাসা বিলিয়ে দিলেন অনুরাগীদের শাহরুখ ৷ বাড়ির ব্যালকনি থেকে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়লেন, ছুড়ে দিলেন চুম্বন ৷ আর সেলফি তুলে শাহরুখ লিখলেন, "ঈদে তোমাদের সকলের সঙ্গে মিলিত হয়ে দারুণ খুশি ৷ আল্লাহ ভালবাসা এবং খুশিতে ভরিয়ে দিক তোমাদের জীবন ৷ আর আগামীতে তোমাদের সবচেয়ে খারাপ মুহূর্ত যেন অতীতের সবচেয়ে ভাল মুহূর্তের মতই সুন্দর হয় ৷"

  • How lovely to meet you all on Eid…. May Allah bless you with love happiness and may the best of your past be the worst of your future. Eid Mubarak!! pic.twitter.com/zsxyB783gR

    — Shah Rukh Khan (@iamsrk) May 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : প্রকাশ পেতেই সাড়া ফেলল 'ভুল ভুলাইয়া 2'-এর টাইটেল ট্র্যাকে কার্তিকের নাচ

সিলভার স্ক্রিন থেকে দীর্ঘ বিরতিতে এসআরকে ৷ তবে সম্প্রতি স্পেন থেকে তাঁর পরবর্তী ছবি পাঠানের শুটিং সেরে দেশে ফিরেছেন শাহরুখ ৷ যা আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে ৷ তাছাড়া রাজকুমার হিরানির পরবর্তী প্রজেক্ট 'ডানকি'-তে অভিনয় করছেন বাদশা ৷ দিনকয়েক আগেই এসেছে সেই ঘোষণা ৷

মুম্বই, 3 মে : কোভিড নামক অতিমারী সাময়িক রাশ টেনেছিল অভ্যেসে ৷ খারাপ সময় কাটিয়ে মঙ্গলবার খুশির ঈদে ফিরল চেনা ছবিটা ৷ যা বদলায়নি এতটুকু ৷ দু'বছরেরও বেশি সময় পর এদিন তাঁর বাসভবন মন্নতের ব্য়ালকনি থেকে বাইরে অনুরাগীদের জনসমুদ্রে মিশে গেলেন শাহরুখ খান ৷ উৎসবে অনুরাগীদের সঙ্গে সাক্ষাতে খুশি শাহরুখ সেলফি তুলে তা শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতেও (Shah Rukh Khan takes selfie with fans from Mannat balcony on Eid) ৷

সাধারণত মন্নতের ব্যালকনি থেকে জন্মদিন অর্থাৎ, 2 নভেম্বর অনুরাগীদের সঙ্গে মিলিত হন কিং খান ৷ কিন্তু অতিমারির জেরে গত দু'বছর জন্মদিন ব্যক্তিগতই রেখেছিলেন শাহরুখ ৷ এরমধ্যে 2021 নভেম্বরে ছেলে আরিয়ান খানকে নিয়ে দুশ্চিন্তায় থাকা অভিনেতাকে বিশেষ দিনে মন্নতের ব্যালকনিতে পাননি তাঁর অনুরাগীরা ৷ সেই আক্ষেপই ঈদের সকালে সুদে-আসলে পুষিয়ে দিলেন 'বাদশা' ৷

পবিত্র ঈদে মন্নতের ব্যালকনিতে ফিরল চেনা ছবিটা ৷ চেনা ভঙ্গিমায় অকাতরে ভালবাসা বিলিয়ে দিলেন অনুরাগীদের শাহরুখ ৷ বাড়ির ব্যালকনি থেকে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়লেন, ছুড়ে দিলেন চুম্বন ৷ আর সেলফি তুলে শাহরুখ লিখলেন, "ঈদে তোমাদের সকলের সঙ্গে মিলিত হয়ে দারুণ খুশি ৷ আল্লাহ ভালবাসা এবং খুশিতে ভরিয়ে দিক তোমাদের জীবন ৷ আর আগামীতে তোমাদের সবচেয়ে খারাপ মুহূর্ত যেন অতীতের সবচেয়ে ভাল মুহূর্তের মতই সুন্দর হয় ৷"

  • How lovely to meet you all on Eid…. May Allah bless you with love happiness and may the best of your past be the worst of your future. Eid Mubarak!! pic.twitter.com/zsxyB783gR

    — Shah Rukh Khan (@iamsrk) May 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : প্রকাশ পেতেই সাড়া ফেলল 'ভুল ভুলাইয়া 2'-এর টাইটেল ট্র্যাকে কার্তিকের নাচ

সিলভার স্ক্রিন থেকে দীর্ঘ বিরতিতে এসআরকে ৷ তবে সম্প্রতি স্পেন থেকে তাঁর পরবর্তী ছবি পাঠানের শুটিং সেরে দেশে ফিরেছেন শাহরুখ ৷ যা আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে ৷ তাছাড়া রাজকুমার হিরানির পরবর্তী প্রজেক্ট 'ডানকি'-তে অভিনয় করছেন বাদশা ৷ দিনকয়েক আগেই এসেছে সেই ঘোষণা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.