জম্মু, 30 অগস্ট: কিছুদিন আগেও রাতের দিকে জম্মুতে এসে মাতা বৈষ্ণদেবীর দর্শন সেরেছিলেন কিং খান ৷ এবার 'জওয়ান' ছবির মুক্তির আগেও তাঁকে পাওয়া গেল সেই মন্দিরেই ৷ ত্রিকূট পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরে হাজার হাজার মানুষ আসেন রোজই ৷ মঙ্গলবার রাতে মন্দিরের সামনে ক্যামেরা বন্দি হলেন শাহরুখও ৷ বুধবার তামিলনাড়ুতে 'জওয়ান' ছবির 'প্রি রিলিজ' অনুষ্ঠানে যোগ দেবেন অভিনেতা ৷ আজই সেই উদ্দেশ্য়ে রওনা দেবেন তিনি ৷
মন্দিরের কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় শাহরুখ কাতরা বেসক্যাম্পে পৌঁছান ৷ তারপর সেখান থেকে 11.40 নাগাদ তিনি তারাকোটার পথ ধরে মন্দিরে আসেন ৷ খুব বেশি সময় অবশ্য একেবারেই মন্দিরে ছিলেন না কিং খান ৷ অভিনেতা পুজো দেন এবং সঙ্গে সঙ্গেই মন্দির চত্বর থেকে চলে যান ৷ এদিন তাঁর পরনে ছিল সাদা পোশাক আর একটি নীল হুডি ৷
যে ভিডিয়োটি সামনে এসেছে তাতে দেখা যায় শাহরুখের মুখ হুডিতে ঢাকা ৷ বুধবার শাহরুখ পৌঁছবেন তামিলনাড়ুতে ৷ সেখানে ছবির একটি প্রি-রিলিজ অনুষ্ঠান সেরে তিনি চলে যাবেন দুবাইতে ৷ কারণ দুবাইতে ট্রেলার লঞ্চের ইভেন্টেও যোগ দেবেন তিনি ৷ শাহরুখ এই নতুন ছবি নিয়ে এখন উত্তেজনা রীতিমতো তুঙ্গে ৷ 'জওয়ান' ছবিটি মুক্তি পাবে আগামী 7 সেপ্টেম্বর ৷ পরিচালনার দায়িত্বে রয়েছেন অ্যাটলি কুমার ৷ আর অন্য়দিকে প্রযোজনার দায়িত্বে রয়েছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট ৷
-
#EXCLUSIVE
— AJ (@unknwnsrkian) August 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Once again Khan Sahab visits #VaishnoDevi and seeks blessing for Jawan
Here's the exclusive video pic.twitter.com/MJxuFHIsMo#Jawan #ShahRukhKhan #SRK #JawanTrailer #NotRamaiyaVastavaiya #SRK𓃵 #Pathaan #JawanPreReleaseEvent#JawanAudioLauch
">#EXCLUSIVE
— AJ (@unknwnsrkian) August 30, 2023
Once again Khan Sahab visits #VaishnoDevi and seeks blessing for Jawan
Here's the exclusive video pic.twitter.com/MJxuFHIsMo#Jawan #ShahRukhKhan #SRK #JawanTrailer #NotRamaiyaVastavaiya #SRK𓃵 #Pathaan #JawanPreReleaseEvent#JawanAudioLauch#EXCLUSIVE
— AJ (@unknwnsrkian) August 30, 2023
Once again Khan Sahab visits #VaishnoDevi and seeks blessing for Jawan
Here's the exclusive video pic.twitter.com/MJxuFHIsMo#Jawan #ShahRukhKhan #SRK #JawanTrailer #NotRamaiyaVastavaiya #SRK𓃵 #Pathaan #JawanPreReleaseEvent#JawanAudioLauch
আরও পড়ুন: কেমন চলছে 'পুষ্পা: দ্য রুল' ছবির শুটিং ? রামোজি ফিল্ম সিটি থেকে ঝলক শেয়ার করলেন আল্লু
ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, নয়নতারার মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ আর ক্যামিয়ো চরিত্রে তো দেখা যেতে পারে একাধিক বড় সুপারস্টারকে ৷ তার মধ্য়ে থাকতে পারেন থলপতি বিজয়, সঞ্জয় দত্ত, দীপিকা পাড়ুকোন এবং সুনীল গ্রোভারের মতো বেশকিছু চেনামুখ ৷ এখন 'পাঠান'-এর মতো কিং খানের এই ছবিও একইরকম সাফল্য পাবে কি সেটাই এখন দেখার ৷