ETV Bharat / entertainment

টিকিট না কেটে 'ডাঙ্কি' উপায়ে সিনেমা দেখার বুদ্ধি দিলেন শাহরুখ, জানালেন 'টপ' সিক্রেট কথা - asksrk Session

Shah Rukh Ask SRK Session: মুক্তির অপেক্ষায় রাজকুমার হিরানি ও শাহরুখ খানের ডাঙ্কি ৷ তার আগে মুক্তি পেয়েছে ছবির নতুন গান ৷ এদিন গান ও ছবি নিয়ে 'আস্ক এসআরকে' সেশনে অনুরাগীদের সঙ্গে মজাদার কথাপোকথন কিং খানের ৷

Etv Bharat
'আস্ক এসআরকে' সেশনে কিং খান
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 12:47 PM IST

হায়দরাবাদ, 23 নভেম্বর: বুধবারই প্রকাশ্যে এসেছে শাহরুখ খান ও অরিজিৎ সিং জুটির গান 'লুটপুট গয়ে' গান ৷ কেমন লাগল সেই গান ও 'ডাঙ্কি' নিয়ে অনুরাগীদের কৌতুহল নিবারণ করতে 'আস্ক এসআরকে' সেশন নিয়ে হাজির হন বলিউড বাদশা ৷ ছবি পাওয়ার গল্প থেকে অনুরাগীদের অদ্ভুত প্রশ্নের মজাদার উত্তর দেন শাহরুখ খান ৷

  • Manu :Love
    Gulati: Hope
    Buggu: low IQ
    Balli: low patience
    Sukhi : Intense
    Abhijaat : High IQ
    Raju : Bossman
    Hardy : Friend https://t.co/CFLyS360vu

    — Shah Rukh Khan (@iamsrk) November 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "হাতে 15 মিনিট সময় রয়েছে ৷ চলো শুরু করা যাক কেন? কোথায়? কি? ফিলিং হ্যাপি ও ফিলিং লুট পুট টাইপস.. হ্যাশট্যাগ আস্ক এসআরকে সময় এখন ৷" এই সেশনে এক অনুরাগী জানতে চান, ডাঙ্কি পরিবারকে একটা শব্দে কীভাবে ব্যাখ্যা করবেন বাদশা ৷ জবাবে কিং খান বলেন, "মনু অর্থাৎ তাপসী পান্নু ভালোবাসা, গুলাটি অর্থাৎ বোমান ইরানি আশা, বুগ্গু অর্থাৎ বিক্রম কোচার লো-আইকিউ, বাল্লি অর্থাৎ অনিল গ্রোভার লো পেশেন্স, সুখি অর্থাৎ ভিকি কৌশল ইন্টেন্স ও হার্ডি অর্থাৎ আমি নিজে বন্ধু ৷"

  • I used to patao the projectionist when I was young and wanted to watch films. Try it…it may work perhaps. But don’t tell anyone I told u this. It’s our secret. #Dunki https://t.co/YD0E0HmL7s

    — Shah Rukh Khan (@iamsrk) November 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর এক অনুরাগী জানতে চান, থিয়েটারে যাওয়ার জন্য কোনও ডাঙ্কি ওয়ে অর্থাৎ টিকিট ছাড়া অবৈধভাবে প্রবেশ সম্ভব? শাহরুখও জবাব দেন দারুণ ৷ তিনি নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন ৷ বলেন, "আমার যখন কম বয়স ছিল, তখন থিয়েটারে যিনি প্রোজেকশন চালাতেন তাঁকে পটিয়ে নিতাম সিনেমা দেখার জন্য ৷ মাঝেমধ্যে এই পদ্ধতি কাজ করে ৷ কিন্তু কাউকে বলো না এই বুদ্ধি আমি দিয়েছি ৷ এটা আমাদের মধ্যে গোপন কথা ৷"

আরও এক অনুরাগী জানতে চান, যখন শাহরুখ খান উদ্বিগ্ন হন তখন তিনি কীভাবে নিজেকে সামলান? কিং খানের জবাব, "আমি নার্ভাস হয়েই নিজের নার্ভের সঙ্গে যুদ্ধ করি ৷ সেই বিষয়ের থেকে নিজে থেকেই সরে আসি ৷ আমি লিখি একটু-আধটু আর নিজের সন্তানদের সঙ্গে অনেকটা সময় কাটাই ৷"

আবার অনেকেই প্রশ্ন করেন দীর্ঘদিন পর রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধেছেন তিনি ৷ কীভাবে পেলেন কাজের প্রস্তাব? বাদশার জবাব, "আমি পরিচালক রাজকুমার হিরানির ঘরের সামনে তাঁবু লাগিয়ে বসেছিলাম ৷ ওখানে বসেই গল্প শুনেছি, ওখানেই সাইন করেছি ৷ এখন ওখানেই ছবির এডিটিং চলছে ৷"

তবে এতো গেল সিরিয়াস কথাবার্তা ৷ কেউ তো আবার শাহরুখকে তাঁর চুল নিয়েও প্রশ্ন করেন ৷ প্রশ্ন করা হয়, "আপনার উসকো খুসকো চুলের রহস্যটা কী?" শাহরুখও বড়ই মজাদার ৷ তিনি জবাব দেন, আমলা, ভৃঙ্গরাজ আর মেথি লাগাই মাথায় ৷

আরও পড়ুন:

1. ফের জুটিতে অরিজিৎ ও শাহরুখ, মুক্তি পেল 'ডানকি'র প্রথম গান

2. বিয়ের পরেও লুকিয়ে প্রেম করা মিস করছেন সিদ্ধার্থ মালহোত্রা!

3. অর্জুন রেড্ডির সঙ্গে কবীর সিংয়ের অনেক তফাত, দাবি রণবীরের

হায়দরাবাদ, 23 নভেম্বর: বুধবারই প্রকাশ্যে এসেছে শাহরুখ খান ও অরিজিৎ সিং জুটির গান 'লুটপুট গয়ে' গান ৷ কেমন লাগল সেই গান ও 'ডাঙ্কি' নিয়ে অনুরাগীদের কৌতুহল নিবারণ করতে 'আস্ক এসআরকে' সেশন নিয়ে হাজির হন বলিউড বাদশা ৷ ছবি পাওয়ার গল্প থেকে অনুরাগীদের অদ্ভুত প্রশ্নের মজাদার উত্তর দেন শাহরুখ খান ৷

  • Manu :Love
    Gulati: Hope
    Buggu: low IQ
    Balli: low patience
    Sukhi : Intense
    Abhijaat : High IQ
    Raju : Bossman
    Hardy : Friend https://t.co/CFLyS360vu

    — Shah Rukh Khan (@iamsrk) November 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "হাতে 15 মিনিট সময় রয়েছে ৷ চলো শুরু করা যাক কেন? কোথায়? কি? ফিলিং হ্যাপি ও ফিলিং লুট পুট টাইপস.. হ্যাশট্যাগ আস্ক এসআরকে সময় এখন ৷" এই সেশনে এক অনুরাগী জানতে চান, ডাঙ্কি পরিবারকে একটা শব্দে কীভাবে ব্যাখ্যা করবেন বাদশা ৷ জবাবে কিং খান বলেন, "মনু অর্থাৎ তাপসী পান্নু ভালোবাসা, গুলাটি অর্থাৎ বোমান ইরানি আশা, বুগ্গু অর্থাৎ বিক্রম কোচার লো-আইকিউ, বাল্লি অর্থাৎ অনিল গ্রোভার লো পেশেন্স, সুখি অর্থাৎ ভিকি কৌশল ইন্টেন্স ও হার্ডি অর্থাৎ আমি নিজে বন্ধু ৷"

  • I used to patao the projectionist when I was young and wanted to watch films. Try it…it may work perhaps. But don’t tell anyone I told u this. It’s our secret. #Dunki https://t.co/YD0E0HmL7s

    — Shah Rukh Khan (@iamsrk) November 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর এক অনুরাগী জানতে চান, থিয়েটারে যাওয়ার জন্য কোনও ডাঙ্কি ওয়ে অর্থাৎ টিকিট ছাড়া অবৈধভাবে প্রবেশ সম্ভব? শাহরুখও জবাব দেন দারুণ ৷ তিনি নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেন ৷ বলেন, "আমার যখন কম বয়স ছিল, তখন থিয়েটারে যিনি প্রোজেকশন চালাতেন তাঁকে পটিয়ে নিতাম সিনেমা দেখার জন্য ৷ মাঝেমধ্যে এই পদ্ধতি কাজ করে ৷ কিন্তু কাউকে বলো না এই বুদ্ধি আমি দিয়েছি ৷ এটা আমাদের মধ্যে গোপন কথা ৷"

আরও এক অনুরাগী জানতে চান, যখন শাহরুখ খান উদ্বিগ্ন হন তখন তিনি কীভাবে নিজেকে সামলান? কিং খানের জবাব, "আমি নার্ভাস হয়েই নিজের নার্ভের সঙ্গে যুদ্ধ করি ৷ সেই বিষয়ের থেকে নিজে থেকেই সরে আসি ৷ আমি লিখি একটু-আধটু আর নিজের সন্তানদের সঙ্গে অনেকটা সময় কাটাই ৷"

আবার অনেকেই প্রশ্ন করেন দীর্ঘদিন পর রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধেছেন তিনি ৷ কীভাবে পেলেন কাজের প্রস্তাব? বাদশার জবাব, "আমি পরিচালক রাজকুমার হিরানির ঘরের সামনে তাঁবু লাগিয়ে বসেছিলাম ৷ ওখানে বসেই গল্প শুনেছি, ওখানেই সাইন করেছি ৷ এখন ওখানেই ছবির এডিটিং চলছে ৷"

তবে এতো গেল সিরিয়াস কথাবার্তা ৷ কেউ তো আবার শাহরুখকে তাঁর চুল নিয়েও প্রশ্ন করেন ৷ প্রশ্ন করা হয়, "আপনার উসকো খুসকো চুলের রহস্যটা কী?" শাহরুখও বড়ই মজাদার ৷ তিনি জবাব দেন, আমলা, ভৃঙ্গরাজ আর মেথি লাগাই মাথায় ৷

আরও পড়ুন:

1. ফের জুটিতে অরিজিৎ ও শাহরুখ, মুক্তি পেল 'ডানকি'র প্রথম গান

2. বিয়ের পরেও লুকিয়ে প্রেম করা মিস করছেন সিদ্ধার্থ মালহোত্রা!

3. অর্জুন রেড্ডির সঙ্গে কবীর সিংয়ের অনেক তফাত, দাবি রণবীরের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.