মুম্বই, 17 ডিসেম্বর: 20 ডিসেম্বর থেকে শুরু হয়েছে কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) ৷ আগামিকাল তার অন্তিমপর্ব ৷ সামনের প্রতিপক্ষদের হারিয়ে চূড়ান্ত পর্বে উঠেছে ফ্রান্স ও আর্জেন্তিনা ৷ কার হাতে বিশ্বকাপ যাবে তা আর ক্ষণিকের অপেক্ষা ৷ তবে শাহরুখ খান কাকে সাপোর্ট করছেন মেসি না এমবাপে তা তিনি জানিয়ে দিলেন ৷ সোশাল মিডিয়ায় জানালেন তাঁর মতামত ৷
বলিউডের কিং খান শনিবার টুইটারে একটি 'আস্ক এসআরকে' বলে একটি মজাদার সেশন বানিয়ে ছিলেন ৷ এদিন তাঁর ভক্তদের উদ্দেশে এই সেশন তৈরি করেন ৷ তাতে ভক্তরা তাঁকে যে কোনও প্রশ্ন করতে পারবেন ৷ আর তাঁর উত্তর দেবেন তিনিই ৷ এরপর তাঁর ভক্তরা কমেন্টে প্রশ্ন শুরু করেন ৷ তাঁকে কেউ কেউ জিজ্ঞাসা করেন অভিনয় কেরিয়ার নিয়ে কেউ কেউ প্রশ্ন করেন চলতি ফিফা বিশ্বকাপ নিয়ে ৷
জিজ্ঞাসা করা হয় ফাইনালে তিনি ফ্রান্স এবং আর্জেন্টিনার মধ্যে কাকে সাপোর্ট করছেন ৷ এই প্রশ্নের একটি রহস্যময় উত্তর দিয়েছেন বাদশা । উত্তরে বলেন, " হৃদয় বলছে মেসি কিন্তু এমবাপের যা ফর্ম তাতে তাঁর প্রশংসা করতে আমি বাধ্য ৷ এদিন তিনি মেসি ও এমবাপের দলের খেলার পারফরমেন্সের একটি সমীকরণও তুলে ধরেছেন ৷ সম্প্রতি পাঠান ছবির 'বেশরম রং' গান নিয়ে নানা বিতর্ক উঠেছে দেশজুড়ে ৷ তাঁকে পড়তে হয়েছে নানা সমালোচনার মুখে ৷ এনিয়ে তিনি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে পজিটিভিটির বার্তাও দিয়েছেন ৷ অন্যদিকে, পাঠান সিনেমার নায়িকা দীপিকা পাড়ুকোন পাড়ি দিয়েছেন কাতার বিশ্বকাপের ট্রফির উদ্বোধন করতে ৷ প্রসঙ্গত তাঁকেও কম রোষের মুখে পড়তে হয়নি বেশরম রং গানের কারণে ৷
আরও পড়ুন: 'কিলিং কিলিয়ান'-এর মধ্যে মেসি-রোনাল্ডোর উত্তরসূরিকে দেখছে ফুটবল বিশ্ব