ETV Bharat / entertainment

Jawan BO Collection: দেশ বিদেশ মিলিয়ে 500 কোটির ক্লাবে 'জওয়ান'

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 11:35 AM IST

Updated : Sep 11, 2023, 4:03 PM IST

Shah Rukh Khan Jawan day 5 box office collection: ভারতের 300 কোটির ব্যবসা করতে চলেছে 'জওয়ান' ৷ এর আগে এই বছর 'গদর 2' এবং 'পাঠান' ভারতে 300 কোটির বেশি আয় করেছে ৷ আর সেই তালিকাতেই ফের জায়গা করে নিতে চলেছেন শাহরুখ ৷ আর বিদেশ মিলিয়ে ইতিমধ্যেই 500 কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি ৷

Jawan BO Collection
ভারতে তিনশো কোটির ক্লাবের সামনে জওয়ান

হায়দরাবাদ, 11 সেপ্টেম্বর: গ্লোবাল বক্স অফিস অনুসারে 500 কোটিরও বেশি টাকা ঘরে তুলে ফেলল শাহরুখের 'জওয়ান' ৷ সময় লাগল মাত্র 5 দিন ৷ প্রথম রবিবার কাটতে না কাটতেই বাজেটের টাকা ঘরে তুলে ফেলেছিল এই ছবি ৷ অ্যাটলির 'জওয়ান' শুধু হিট ছবির তালিকাতেই সীমাবদ্ধ নেই ৷ প্রথম রবিবার ভারতীয় বক্স অফিসে আয়ের নিরিখে ইতিহাস গড়েছে শাহরুখের নতুন ছবি ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের দাবি অনুযায়ী, আর্লি এস্টিমেট বলছে চতুর্থ দিনে শুধু ভারতীয় বক্স অফিসে 81 কোটি টাকা আয় করেছে ছবিটি ৷ হিন্দি ছবির ক্ষেত্রেই এটি বিরাট মাইলস্টোন ৷ এবার সামনে এল ছবির পঞ্চম দিনের আনুমানিক আয়ের হিসেব ৷

স্যাকনিল্কের ট্র্যাকার রিপোর্ট বলছে, সোমবার বলে পঞ্চম দিনে বেশ কিছুটা কমে যেতে পারে এই ছবির আয় ৷ সবকিছু ঠিক থাকলে 30 কোটির মতো ব্যবসা করতে পারে 'জওয়ান' ৷ যার জেরে ভারতীয় বক্স অফিসেও এই ছবি 300 কোটির গণ্ডি পার করে ফেলবে ৷ পঞ্চম দিন মিলিয়ে ভারতে ছবিটির মোট আয় দাঁড়াবে 316.56 কোটি টাকা ৷ এর আগে এই বছর 300 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছিল 'গদর 2' এবং 'পাঠান' ৷ এর সেই ক্লাবের সামনে দাঁড়িয়ে 'জওয়ান' ৷ আর বিশ্বব্যাপী আয়ের হিসাবে ইতিমধ্যেই 500 কোটিতে পৌঁছে গিয়েছে শাহরুখের ছবি ৷ এই ছবির মোট আয় এখন 520.20 কোটি টাকা ৷ অন্তত এমনটাই বলছে শাহরুখের হোম প্রোডাকশন রেড চিলিজ এন্টার টেইনমেন্ট ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এক সময় হিট ছবির খোঁজে রূপ বদলে অ্যাকশন অবতার ধারন করেছিলেন শাহরুখ খান ৷ 57 বছর বয়সে নিজেকে ভেঙে আবারও নতুন করে তৈরি করেছেন ৷ এই কাজ মোটেই সহজ নয়। কিন্তু ঠিক সেটাই করে দেখালেন বলিউডের বাদশাহ ৷ বছরের শুরুতে সিদ্ধার্থ আনন্দের 'পাঠান' আর এবার অ্যাটলির 'জওয়ান' দিয়ে তিনি বুঝিয়ে দিলেন 'পাঠান জিন্দা হ্যায় ৷'

আরও পড়ুন:300 কোটির ক্লাবে 'জওয়ান'! নেটপাড়ায় ছবির স্পয়লার নয়, অনুরোধ বাদশার

অ্যাটলিও ছবিতে তুলে আনলেন এক অন্য শাহরুখকে ৷ বানিজ্যিক ছবির শর্ত মেনেও তিনি কথা বললেন ভোপাল গ্যাস দুর্ঘটনা থেকে শুরু করে হাসপাতালের বেহাল পরিস্থিতি আর কৃষকের আত্মহত্যা নিয়ে ৷ এই বিষয়গুলিকে ছবিতে তুূলে আনা যে ভীষণ দরকার ছিল তা অস্বীকার করতে পারবেন না কেউই ৷ আর ঠিক সেই কারণেই এই ছবিতে বিক্রম রাঠোর বা আজাদরা হয়ে যান 'মাসিহা'। আর শাহরুখ হয়ে ওঠেন 'সর্বহারাদের রবিনহুড' ৷

হায়দরাবাদ, 11 সেপ্টেম্বর: গ্লোবাল বক্স অফিস অনুসারে 500 কোটিরও বেশি টাকা ঘরে তুলে ফেলল শাহরুখের 'জওয়ান' ৷ সময় লাগল মাত্র 5 দিন ৷ প্রথম রবিবার কাটতে না কাটতেই বাজেটের টাকা ঘরে তুলে ফেলেছিল এই ছবি ৷ অ্যাটলির 'জওয়ান' শুধু হিট ছবির তালিকাতেই সীমাবদ্ধ নেই ৷ প্রথম রবিবার ভারতীয় বক্স অফিসে আয়ের নিরিখে ইতিহাস গড়েছে শাহরুখের নতুন ছবি ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের দাবি অনুযায়ী, আর্লি এস্টিমেট বলছে চতুর্থ দিনে শুধু ভারতীয় বক্স অফিসে 81 কোটি টাকা আয় করেছে ছবিটি ৷ হিন্দি ছবির ক্ষেত্রেই এটি বিরাট মাইলস্টোন ৷ এবার সামনে এল ছবির পঞ্চম দিনের আনুমানিক আয়ের হিসেব ৷

স্যাকনিল্কের ট্র্যাকার রিপোর্ট বলছে, সোমবার বলে পঞ্চম দিনে বেশ কিছুটা কমে যেতে পারে এই ছবির আয় ৷ সবকিছু ঠিক থাকলে 30 কোটির মতো ব্যবসা করতে পারে 'জওয়ান' ৷ যার জেরে ভারতীয় বক্স অফিসেও এই ছবি 300 কোটির গণ্ডি পার করে ফেলবে ৷ পঞ্চম দিন মিলিয়ে ভারতে ছবিটির মোট আয় দাঁড়াবে 316.56 কোটি টাকা ৷ এর আগে এই বছর 300 কোটির ক্লাবে জায়গা করে নিয়েছিল 'গদর 2' এবং 'পাঠান' ৷ এর সেই ক্লাবের সামনে দাঁড়িয়ে 'জওয়ান' ৷ আর বিশ্বব্যাপী আয়ের হিসাবে ইতিমধ্যেই 500 কোটিতে পৌঁছে গিয়েছে শাহরুখের ছবি ৷ এই ছবির মোট আয় এখন 520.20 কোটি টাকা ৷ অন্তত এমনটাই বলছে শাহরুখের হোম প্রোডাকশন রেড চিলিজ এন্টার টেইনমেন্ট ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এক সময় হিট ছবির খোঁজে রূপ বদলে অ্যাকশন অবতার ধারন করেছিলেন শাহরুখ খান ৷ 57 বছর বয়সে নিজেকে ভেঙে আবারও নতুন করে তৈরি করেছেন ৷ এই কাজ মোটেই সহজ নয়। কিন্তু ঠিক সেটাই করে দেখালেন বলিউডের বাদশাহ ৷ বছরের শুরুতে সিদ্ধার্থ আনন্দের 'পাঠান' আর এবার অ্যাটলির 'জওয়ান' দিয়ে তিনি বুঝিয়ে দিলেন 'পাঠান জিন্দা হ্যায় ৷'

আরও পড়ুন:300 কোটির ক্লাবে 'জওয়ান'! নেটপাড়ায় ছবির স্পয়লার নয়, অনুরোধ বাদশার

অ্যাটলিও ছবিতে তুলে আনলেন এক অন্য শাহরুখকে ৷ বানিজ্যিক ছবির শর্ত মেনেও তিনি কথা বললেন ভোপাল গ্যাস দুর্ঘটনা থেকে শুরু করে হাসপাতালের বেহাল পরিস্থিতি আর কৃষকের আত্মহত্যা নিয়ে ৷ এই বিষয়গুলিকে ছবিতে তুূলে আনা যে ভীষণ দরকার ছিল তা অস্বীকার করতে পারবেন না কেউই ৷ আর ঠিক সেই কারণেই এই ছবিতে বিক্রম রাঠোর বা আজাদরা হয়ে যান 'মাসিহা'। আর শাহরুখ হয়ে ওঠেন 'সর্বহারাদের রবিনহুড' ৷

Last Updated : Sep 11, 2023, 4:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.